নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মধ্য দিয়ে তা আংশিক বাস্তবায়িত হয়েছে বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ খুনিদের উপযুক্ত শাস্তি দেখতে চায়।’
গতকাল রোববার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর মগবাজার চৌরাস্তায় বিভিন্ন স্থান থেকে আগত জামায়াত নেতা-কর্মী ও সমবেত জনতার উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘সরকারে যাঁরা আছেন, তাঁরা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেন। এই সরকারে যাঁরা আছেন, আমরা সবাই মিলে তাঁদের বসিয়েছি। জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের এই সরকার। তাঁরা যেন জনগণের ওপর সম্মান রেখে সব ন্যায্য দাবি পূরণ করেন। ন্যায়বিচার করতে হবে। এ দেশের মানুষ খুনিদের উপযুক্ত শাস্তি দেখতে চায়। আমরা বলব না, ফাঁসির কাষ্ঠে ঝোলাব। কিন্তু যার কপালে ফাঁসির কাষ্ঠ আছে, তাকে ঝোলাতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রাণের একটা দাবি, আজকে আল্লাহ তায়ালা আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দাবি আমাদের পুরো বাস্তবায়িত হয়নি। জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি। বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আমরা পাইনি। আমরা ইনশা আল্লাহ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব।’
জুলাইকে হারিয়ে যেতে দেওয়া যাবে না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘এই জুলাইকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আজকেও শহীদ পরিবারের বর্ধিত কমিটিকে নিয়ে আমরা বসেছিলাম। তাদের চোখের পানি আমরা দেখেছি। তারা বলেছে, সরকারের কোনো সাহায্য চাই না। আমরা ন্যায়বিচার চাই। খুনি হাসিনার বিচার চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ চাই।’
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ড. আব্দুল মান্নান প্রমুখ।
জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মধ্য দিয়ে তা আংশিক বাস্তবায়িত হয়েছে বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ খুনিদের উপযুক্ত শাস্তি দেখতে চায়।’
গতকাল রোববার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর মগবাজার চৌরাস্তায় বিভিন্ন স্থান থেকে আগত জামায়াত নেতা-কর্মী ও সমবেত জনতার উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘সরকারে যাঁরা আছেন, তাঁরা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেন। এই সরকারে যাঁরা আছেন, আমরা সবাই মিলে তাঁদের বসিয়েছি। জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের এই সরকার। তাঁরা যেন জনগণের ওপর সম্মান রেখে সব ন্যায্য দাবি পূরণ করেন। ন্যায়বিচার করতে হবে। এ দেশের মানুষ খুনিদের উপযুক্ত শাস্তি দেখতে চায়। আমরা বলব না, ফাঁসির কাষ্ঠে ঝোলাব। কিন্তু যার কপালে ফাঁসির কাষ্ঠ আছে, তাকে ঝোলাতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রাণের একটা দাবি, আজকে আল্লাহ তায়ালা আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দাবি আমাদের পুরো বাস্তবায়িত হয়নি। জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি। বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আমরা পাইনি। আমরা ইনশা আল্লাহ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব।’
জুলাইকে হারিয়ে যেতে দেওয়া যাবে না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘এই জুলাইকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আজকেও শহীদ পরিবারের বর্ধিত কমিটিকে নিয়ে আমরা বসেছিলাম। তাদের চোখের পানি আমরা দেখেছি। তারা বলেছে, সরকারের কোনো সাহায্য চাই না। আমরা ন্যায়বিচার চাই। খুনি হাসিনার বিচার চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ চাই।’
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ড. আব্দুল মান্নান প্রমুখ।
নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন চেয়ে আবেদন করা নতুন ১৪৪টি দলের সবগুলোই প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে। নিবন্ধন পাওয়ার জন্য যেসব শর্ত পূরণ করতে হয়, কোনো দলই তার শতভাগ পূরণ করতে পারেনি। গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) রয়েছে এই তালিকায়। দলটি ২৫ উপজেলায় ২০০
৪ ঘণ্টা আগেআওয়ামী লীগ শাসনামলে অসহায় হতদরিদ্র মানুষের মৌলিক অধিকার নিয়ে যে দায়িত্ব পালন করার কথা ছিল, তা না করে তারা শোষণ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান।
১০ ঘণ্টা আগেমির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে নিশ্চিহ্ন করে দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। আপনারা ভাবছেন, বিএনপি যদি না থাকে, আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে যাবে! আরে ভাই, বিএনপির একজন নেতা-কর্মী বেঁচে থাকতে আপনাদের এই খায়েশ কখনো পূরণ হবে না।
১১ ঘণ্টা আগেআমিনুল হক বলেন, ‘যারা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, তারাই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায়। নির্বাচন ছাড়া তারা সংসদে যেতে চায়। আমরা বলতে চাই, জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়ে জনগণের কথামতো দেশ চলবে। জনগণের বাইরে গিয়ে ভিন্ন মতামতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি পক্ষ।
১১ ঘণ্টা আগে