এ দেশেই থাকতে হবে, লুট করে আমেরিকা নিয়ে যাবেন সব রেখে দেবে: হাইকোর্ট
‘দেশ এটাই, এখানেই থাকতে হবে। লুট করে আমেরিকা নিয়ে যাবেন, সব রেখে দেবে। তাই পরিবেশটা ঠিক রাখতে বলেন।’ পিরোজপুরের উজিরপুরে সন্ধ্যা নদী দখলমুক্ত করে প্রতিবেদন না দেওয়ায় ডিসির বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন হাইকোর্ট।