Ajker Patrika

চ্যাটজিপিটি দিয়ে বানানো ভুলেভরা নথি আদালতে জমা, শাস্তির মুখে আইনজীবী      

প্রযুক্তি ডেস্ক
চ্যাটজিপিটি দিয়ে বানানো ভুলেভরা নথি আদালতে জমা, শাস্তির মুখে আইনজীবী      

কলম্বিয়ার সবচেয়ে বড় এয়ারলাইন প্রতিষ্ঠান অ্যাভিয়ানকা’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া আইনজীবীরা আদালতে একটি নথি জমা দিয়েছেন। তবে নথিটিতে এমন কিছু মামলার কথা বলা হয়েছে যেগুলো পুরোপুরি বানোয়াট। মূলত ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি দিয়ে লেখানো হয়েছে এই নথি। এআই চ্যাটবটটি নিজ থেকে এমন কিছু মামলার উল্লেখ করেছে, যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিরোধী পক্ষের আইনজীবীরা নথিতে উল্লিখিত মামলাগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করলে মার্কিন জেলা বিচারক কেভিন ক্যাস্টেল নিশ্চিত করেছেন যে, নথিতে প্রকাশিত ছয়টি মামলা বানোয়াট। নথি জমা দেওয়া আইনজীবীদের সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা করতে তিনি একটি শুনানির সময় নির্ধারণ করেন।

অভিযুক্ত আইনজীবী স্টিভেন এ. শোয়ার্টজ একটি হলফনামায় স্বীকার করেছেন যে, তিনি তার গবেষণার জন্য ওপেনএআইয়ের চ্যাটবট ব্যবহার করেছেন। মামলাগুলো যাচাই করতে তিনি চ্যাটবটকে জিজ্ঞাসা করেছিলেন এটি মিথ্যা বলছে কিনা।

একটি উৎসের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে চ্যাটজিপিটি বিভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে এবং আত্মবিশ্বাসের সঙ্গে জানায়, উল্লিখিত মামলাটি ‘ওয়েস্ট ল’ ও ‘লেক্সিসনেক্সিস’-এ পাওয়া যেতে পারে। শোয়ার্টজ এই উত্তরে সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসা করেছিল, অন্য মামলাগুলি জাল কিনা। চ্যাটজিপিটি জানায়, উল্লিখিত সমস্ত মামলা বাস্তব।

বিরোধী কৌঁসুলি আদালতে বিষয়টি উত্থাপন করেন এবং লেভিডো, লেভিডো এবং ওবারম্যানের আইনজীবীদের মাধ্যমে জমা নথিটি কীভাবে মিথ্যা তথ্যে ভরা হয়েছিল তার একটি বিশদ বিবরণ সরবরাহ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত