Ajker Patrika

সুপ্রিম কোর্ট বারে আইনজীবীদের হাতাহাতি, সম্পাদকের কক্ষ ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মে ২০২৩, ২১: ০৪
সুপ্রিম কোর্ট বারে আইনজীবীদের হাতাহাতি, সম্পাদকের কক্ষ ভাঙচুর

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মধ্যে হাতাহাতি, হট্টগোল ও পাল্টাপাল্টি বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় বারের সম্পাদকের কক্ষের জানালার কাচ ভাঙচুর করা হয়। ওই ঘটনায় একে অপরকে দায়ী করেছেন আইনজীবীরা।

আজ মঙ্গলবার বেলা ১টার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামীপন্থী আইনজীবীরা। আর নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন বিএনপিপন্থী আইনজীবীরা। তবে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে আওয়ামীপন্থীদের পাশ দিয়ে যেতে চাইলে উভয় পক্ষ হাতাহাতিতে জড়ায়। ধাক্কাধাক্কির একপর্যায়ে সম্পাদকের কক্ষের জানালা তিন পাশ থেকে ভাঙচুর করা হয়। আর ওই সময় কক্ষেই অবস্থান করছিলেন বারের সম্পাদক আবদুন নূর দুলাল।

ভাঙচুরের পর আবারও আওয়ামী সমর্থক আইনজীবীরা বারের সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে এবং বিএনপিপন্থীরা নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং একে অপরের বিরুদ্ধে স্লোগান দেন। ঘটনার পর পরই পুলিশ এসে সভাপতি-সম্পাদকের সঙ্গে আলোচনায় বসে। 

এদিকে ভাঙচুরের ঘটনায় বিএনপি সমর্থক আইনজীবীদের দায়ী করেন সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল। তিনি বলেন, ‘আমরা নিচে যাইনি। বিএনপির আইনজীবীরা এখানে এসে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধানোর চেষ্টা করেছেন। আমরা সব সময় সহনশীলতার পরিচয় দিয়েছি। তাঁরা প্রতিবাদ করতে আসেননি, এসেছেন সহিংসতা করার জন্য। তাঁরা অফিস ভাঙচুর করেছেন, অনেককে আহত করেছেন। আমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।’

তবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘যখনই আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করি, তখনই তাঁরা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করে। এর আগে তাঁরা একজন বয়োজ্যেষ্ঠ আইনজীবীকে নিজেরা মেরে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। এসব মিথ্যা মামলা-হামলায় আমরা ভয় করি না। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভে ছিলাম। যাঁরা প্রতিদিনের মতো সভাপতি-সম্পাদকের কক্ষে দখলদারত্ব বজায় রাখেন, তাঁরাই এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন। আমাদের আইনজীবীদের আহত করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত