নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মধ্যে হাতাহাতি, হট্টগোল ও পাল্টাপাল্টি বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় বারের সম্পাদকের কক্ষের জানালার কাচ ভাঙচুর করা হয়। ওই ঘটনায় একে অপরকে দায়ী করেছেন আইনজীবীরা।
আজ মঙ্গলবার বেলা ১টার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামীপন্থী আইনজীবীরা। আর নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন বিএনপিপন্থী আইনজীবীরা। তবে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে আওয়ামীপন্থীদের পাশ দিয়ে যেতে চাইলে উভয় পক্ষ হাতাহাতিতে জড়ায়। ধাক্কাধাক্কির একপর্যায়ে সম্পাদকের কক্ষের জানালা তিন পাশ থেকে ভাঙচুর করা হয়। আর ওই সময় কক্ষেই অবস্থান করছিলেন বারের সম্পাদক আবদুন নূর দুলাল।
ভাঙচুরের পর আবারও আওয়ামী সমর্থক আইনজীবীরা বারের সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে এবং বিএনপিপন্থীরা নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং একে অপরের বিরুদ্ধে স্লোগান দেন। ঘটনার পর পরই পুলিশ এসে সভাপতি-সম্পাদকের সঙ্গে আলোচনায় বসে।
এদিকে ভাঙচুরের ঘটনায় বিএনপি সমর্থক আইনজীবীদের দায়ী করেন সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল। তিনি বলেন, ‘আমরা নিচে যাইনি। বিএনপির আইনজীবীরা এখানে এসে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধানোর চেষ্টা করেছেন। আমরা সব সময় সহনশীলতার পরিচয় দিয়েছি। তাঁরা প্রতিবাদ করতে আসেননি, এসেছেন সহিংসতা করার জন্য। তাঁরা অফিস ভাঙচুর করেছেন, অনেককে আহত করেছেন। আমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।’
তবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘যখনই আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করি, তখনই তাঁরা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করে। এর আগে তাঁরা একজন বয়োজ্যেষ্ঠ আইনজীবীকে নিজেরা মেরে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। এসব মিথ্যা মামলা-হামলায় আমরা ভয় করি না। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভে ছিলাম। যাঁরা প্রতিদিনের মতো সভাপতি-সম্পাদকের কক্ষে দখলদারত্ব বজায় রাখেন, তাঁরাই এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন। আমাদের আইনজীবীদের আহত করেছেন।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মধ্যে হাতাহাতি, হট্টগোল ও পাল্টাপাল্টি বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় বারের সম্পাদকের কক্ষের জানালার কাচ ভাঙচুর করা হয়। ওই ঘটনায় একে অপরকে দায়ী করেছেন আইনজীবীরা।
আজ মঙ্গলবার বেলা ১টার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামীপন্থী আইনজীবীরা। আর নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন বিএনপিপন্থী আইনজীবীরা। তবে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে আওয়ামীপন্থীদের পাশ দিয়ে যেতে চাইলে উভয় পক্ষ হাতাহাতিতে জড়ায়। ধাক্কাধাক্কির একপর্যায়ে সম্পাদকের কক্ষের জানালা তিন পাশ থেকে ভাঙচুর করা হয়। আর ওই সময় কক্ষেই অবস্থান করছিলেন বারের সম্পাদক আবদুন নূর দুলাল।
ভাঙচুরের পর আবারও আওয়ামী সমর্থক আইনজীবীরা বারের সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে এবং বিএনপিপন্থীরা নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং একে অপরের বিরুদ্ধে স্লোগান দেন। ঘটনার পর পরই পুলিশ এসে সভাপতি-সম্পাদকের সঙ্গে আলোচনায় বসে।
এদিকে ভাঙচুরের ঘটনায় বিএনপি সমর্থক আইনজীবীদের দায়ী করেন সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল। তিনি বলেন, ‘আমরা নিচে যাইনি। বিএনপির আইনজীবীরা এখানে এসে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধানোর চেষ্টা করেছেন। আমরা সব সময় সহনশীলতার পরিচয় দিয়েছি। তাঁরা প্রতিবাদ করতে আসেননি, এসেছেন সহিংসতা করার জন্য। তাঁরা অফিস ভাঙচুর করেছেন, অনেককে আহত করেছেন। আমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।’
তবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘যখনই আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করি, তখনই তাঁরা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করে। এর আগে তাঁরা একজন বয়োজ্যেষ্ঠ আইনজীবীকে নিজেরা মেরে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। এসব মিথ্যা মামলা-হামলায় আমরা ভয় করি না। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভে ছিলাম। যাঁরা প্রতিদিনের মতো সভাপতি-সম্পাদকের কক্ষে দখলদারত্ব বজায় রাখেন, তাঁরাই এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন। আমাদের আইনজীবীদের আহত করেছেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা।
১৪ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া হয়েছে সাবেক এক ইউপি সদস্যের পরিবার। আব্দুর রাজ্জাক নামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি গোলপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, পাঁচ মাদক কারবারি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ কারণে তিনি মামলা করলে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে
১৮ মিনিট আগে৯ মাস পর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মেরিনা জাহান কবিতাসহ আওয়ামী লীগের ৭৬ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।
২৩ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ...
২৪ মিনিট আগে