চার কামালে পাহাড় বেসামাল: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ
সংবাদ সম্মেলনে মেজবাহ কামাল, ড. কামাল হোসেন ও তাঁর মেয়ে আইনজীবী সারা হোসেন এবং মানবাধিকারকর্মী সুলতানা কামালকে ইঙ্গিত করে কাজী মো. মজিবর রহমান বলেন, ‘এই চার কামালে পাহাড় বেসামাল। ওনারা কখনো পাহাড়ে যাননি, ঢাকায় বসে কথা বলেন। ওনাদের কারণে পাহাড়ের অবস্থা বেসামাল হয়ে যাচ্ছে