নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বারের নেতা আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদকে অপহরণ করে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী গতকাল মঙ্গলবার কোতোয়ালি মডেল থানা–পুলিশে মৌখিকভাবে অভিযোগ জানালেও কোনো লিখিত দেননি বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।
খান মোহাম্মদ মোর্শেদ বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা।
আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ জানান, গতকাল বিকেলের দিকে নগরীর অক্সফোর্ড মিশন রোড থেকে তাঁকে অপহরণ করা হয়। তিনি আদালত থেকে মোটরসাইকেলে বাসায় যাওয়ার পথে অক্সফোর্ড মিশন রোড মসজিদের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ছয়-সাতজন দুর্বৃত্ত তাঁকে থামায়।
এ সময় তারা ভয়ভীতি প্রদর্শন করে মুসলিম গোরস্থানের একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে নিয়ে যায়। নির্জন ফ্ল্যাটের একটি অন্ধকার কক্ষে নিয়ে তাঁকে বেধড়ক মারধর করে।
পরবর্তীকালে অপহরণকারীরা জোরপূর্বক তাঁকে বিবস্ত্র করে এক নারীকে পাশে বসিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
তিনি জানান, অপহরণকারীদের চেকের মাধ্যমে টাকা পরিশোধের প্রলোভন দিয়ে তিনি আইনজীবী সমিতির নিজ কক্ষে এসে কোতোয়ালি মডেল থানা–পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসাটি তালাবদ্ধ পেয়েছে বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই ফ্ল্যাটে পলিন নামে এক ব্যক্তি বসবাস করেন। মোর্শেদ শিক্ষানবিশ এক নারী আইনজীবীকে কুপ্রস্তাব দেওয়ার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঙ্গে ছাত্রদলের সাবেক এক নেতা জড়িত।
এ ব্যাপারে ওসি মো. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আইনজীবী মোর্শেদ থানায় এসেছিলেন। তিনি মৌখিকভাবে অভিযোগ করেছেন। যেহেতু মামলাই হয়নি, সেহেতু এর সত্যতা আছে কি না তা দেখার সুযোগ নেই।’
বরিশাল বারের নেতা আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদকে অপহরণ করে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী গতকাল মঙ্গলবার কোতোয়ালি মডেল থানা–পুলিশে মৌখিকভাবে অভিযোগ জানালেও কোনো লিখিত দেননি বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।
খান মোহাম্মদ মোর্শেদ বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা।
আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ জানান, গতকাল বিকেলের দিকে নগরীর অক্সফোর্ড মিশন রোড থেকে তাঁকে অপহরণ করা হয়। তিনি আদালত থেকে মোটরসাইকেলে বাসায় যাওয়ার পথে অক্সফোর্ড মিশন রোড মসজিদের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ছয়-সাতজন দুর্বৃত্ত তাঁকে থামায়।
এ সময় তারা ভয়ভীতি প্রদর্শন করে মুসলিম গোরস্থানের একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে নিয়ে যায়। নির্জন ফ্ল্যাটের একটি অন্ধকার কক্ষে নিয়ে তাঁকে বেধড়ক মারধর করে।
পরবর্তীকালে অপহরণকারীরা জোরপূর্বক তাঁকে বিবস্ত্র করে এক নারীকে পাশে বসিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
তিনি জানান, অপহরণকারীদের চেকের মাধ্যমে টাকা পরিশোধের প্রলোভন দিয়ে তিনি আইনজীবী সমিতির নিজ কক্ষে এসে কোতোয়ালি মডেল থানা–পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসাটি তালাবদ্ধ পেয়েছে বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই ফ্ল্যাটে পলিন নামে এক ব্যক্তি বসবাস করেন। মোর্শেদ শিক্ষানবিশ এক নারী আইনজীবীকে কুপ্রস্তাব দেওয়ার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঙ্গে ছাত্রদলের সাবেক এক নেতা জড়িত।
এ ব্যাপারে ওসি মো. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আইনজীবী মোর্শেদ থানায় এসেছিলেন। তিনি মৌখিকভাবে অভিযোগ করেছেন। যেহেতু মামলাই হয়নি, সেহেতু এর সত্যতা আছে কি না তা দেখার সুযোগ নেই।’
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে আতাহার মাতুব্বর নামে এক ইউপি সদস্যকে কয়েকজন চাঁদাবাজ মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আতাহার দাবি করেন, স্থানীয় বখাটে ওসমান হাওলাদার তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছেন। বাধ্য হয়ে তাঁকে আড়াই লাখ টাকা দিলেও সন্তুষ্ট হননি তিনি। বাকি টাকার জন্য কয়েকজন মিলে তাঁকে মারধ
১১ মিনিট আগেশেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তখন স্বৈরাচারীব্যবস্থা আমাদের দেশে বিরাজমান ছিল। বিদ্যমান, নিয়ম-পদ্ধতি, প্রতিষ্ঠান, আইনকানুন শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত করেছে।
১১ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলার রাজমিস্ত্রি রাশেদের ঘরে ভূমিষ্ঠ হয়েছে নবজাতক। কিন্তু সন্তানের মুখ দেখা হলো না রাশেদের। ছেলের জন্মের মাত্র ২৪ ঘণ্টা আগে ৯তলা ভবন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন তিনি। উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের চরলাঙ্গলিয়া গ্রামে এমন বেদনাদায়ক ঘটনা ঘটেছে।
১৭ মিনিট আগেজুলাই শহীদদের স্মরণে চট্টগ্রাম কলেজে ছাত্রদলের পূর্বনির্ধারিত দোয়া মাহফিল একদল শিক্ষার্থীর বাধার মুখে পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি ও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। আজ শনিবার চট্টগ্রাম সরকারি কলেজে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে