হোয়াটসঅ্যাপের আপডেট ট্যাবে নতুন সার্চ ফিচার
সম্প্রতি হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ নতুন নতুন ফিচার নিয়ে আসছে মেটা। হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর বরাত দিয়ে গ্যাডেজটস নাও এক প্রতিবেদনে বলছে, আপডেট ট্যাবে চ্যানেলের তথ্য বা মেসেজ সহজে খুঁজে পেতে প্ল্যাটফর্মটিতে সার্চ ফিচার যুক্ত করার জন্য পরীক্ষা–নিরীক্ষা করছে।