অ্যাপলের ডেভেলপার সম্মেলন আগামীকাল, দেখবেন যেভাবে
অ্যাপলের ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে সম্মেলন ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ’ শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১০ জুন)। এই সম্মেলনে আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮, টিভিওএস ১৮, ম্যাকওএস ১৫, ওয়াচওএস ১১ ও ভিশনওএস ২ উন্মোচন করা হবে। আগামী ১৪ জুন পর্যন্ত সম্মেলনটি চলবে। ঘরে বসেই অনুষ্ঠানট