অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনে বেশ কিছু ফিচার যুক্ত হবে। এরই ধারাবাহিকতায় স্মার্টফোনটির ওয়েদার বা আবহাওয়া অ্যাপেও নতুন দুটি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। ‘ফিলস লাইক’ ফিচারের নকশায় পরিবর্তনের পাশাপাশি অ্যাপটিতে বাড়ি ও অফিসের ঠিকানাও স্বয়ক্রিয়ভাবে যুক্ত হবে। ফলে দুটি স্থানের আবহাওয়ার তথ্য একই সঙ্গে দেখতে পারবেন ব্যবহারকারীরা।
ওয়েদার অ্যাপের পরিবর্তনগুলোর কিছু স্ক্রিনশট প্রকাশ করে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ। ছবি অনুসারে, আইফোনের স্ক্রিনে আসল তাপমাত্রার নিচে আরও স্পষ্টভাবে ‘ফিলস লাইক’ তাপমাত্রা দেখানো হবে। এর ফলে ব্যবহারকারীদের বারবার স্ক্রল করে এটি বের করতে হবে না। ‘ফিলস লাইক’ তাপমাত্রার ফন্ট সাইজ ও স্টাইলও পরিবর্তন করা হয়েছে, যেন দুটি ধরনের তাপমাত্রার মধ্যে পার্থক্য দেখা যায়।
আবহাওয়া কেন্দ্রের দ্বারা রেকর্ডকৃত বস্তুনিষ্ঠ বায়ু তাপমাত্রার বিপরীতে মানুষ কতটা গরম বা ঠান্ডা অনুভব করে তার একটি পরিমাপ হলো ‘ফিলস লাইক’ তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতা, বাতাসের গতি ও বায়ুর তাপমাত্রার মতো বিভিন্ন বিষয়ের ওপর এই তাপমাত্রা নির্ভর করে। নতুন আইওএস ১৮ আপডেটের মাধ্যমে ওয়েদার অ্যাপে একই সময়ে দুই ধরনের তাপমাত্রা দেখতে পারবেন ব্যবহারকারীরা।
নাইনটুফাইভ ম্যাকের মতে, যখন বায়ুর আসল তাপমাত্রা ও ফিলস লাইক তাপমাত্রার মধ্যে বিশেষ পার্থক্য থাকবে, তখনই কেবল এই তাপমাত্রা দেখানো হবে। এই পার্থক্য কম হলে অ্যাপটিতে শুধু বায়ুর তাপমাত্রা দেখা যাবে।
ওয়েদার অ্যাপের দ্বিতীয় ফিচারের মাধ্যমে নিজের বাড়ির ও অফিসের তাপমাত্রা একই সঙ্গে দেখতে পারবেন ব্যবহারকারীরা। আইওএস ১৮ আপডেটে কন্টাক্ট অ্যাপ থেকে ঘর ও অফিসের ঠিকানা ওয়েদার অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। এর আগে ব্যবহারকারীদের ম্যানুয়ালি ঠিকানাগুলো যুক্ত করতে হতো।
ওয়েদার অ্যাপের এসব পরিবর্তন আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনসহ ম্যাক ও আইপ্যাডেও পাওয়া যাবে।
ম্যাকে ম্যাকওএস সেকোইয়া ও আইপ্যাডে আইপ্যাড ১৮ আপডেটের মাধ্যমে ওয়েদার অ্যাপের এসব ফিচার ব্যবহার করা যাবে।
অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনে বেশ কিছু ফিচার যুক্ত হবে। এরই ধারাবাহিকতায় স্মার্টফোনটির ওয়েদার বা আবহাওয়া অ্যাপেও নতুন দুটি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। ‘ফিলস লাইক’ ফিচারের নকশায় পরিবর্তনের পাশাপাশি অ্যাপটিতে বাড়ি ও অফিসের ঠিকানাও স্বয়ক্রিয়ভাবে যুক্ত হবে। ফলে দুটি স্থানের আবহাওয়ার তথ্য একই সঙ্গে দেখতে পারবেন ব্যবহারকারীরা।
ওয়েদার অ্যাপের পরিবর্তনগুলোর কিছু স্ক্রিনশট প্রকাশ করে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ। ছবি অনুসারে, আইফোনের স্ক্রিনে আসল তাপমাত্রার নিচে আরও স্পষ্টভাবে ‘ফিলস লাইক’ তাপমাত্রা দেখানো হবে। এর ফলে ব্যবহারকারীদের বারবার স্ক্রল করে এটি বের করতে হবে না। ‘ফিলস লাইক’ তাপমাত্রার ফন্ট সাইজ ও স্টাইলও পরিবর্তন করা হয়েছে, যেন দুটি ধরনের তাপমাত্রার মধ্যে পার্থক্য দেখা যায়।
আবহাওয়া কেন্দ্রের দ্বারা রেকর্ডকৃত বস্তুনিষ্ঠ বায়ু তাপমাত্রার বিপরীতে মানুষ কতটা গরম বা ঠান্ডা অনুভব করে তার একটি পরিমাপ হলো ‘ফিলস লাইক’ তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতা, বাতাসের গতি ও বায়ুর তাপমাত্রার মতো বিভিন্ন বিষয়ের ওপর এই তাপমাত্রা নির্ভর করে। নতুন আইওএস ১৮ আপডেটের মাধ্যমে ওয়েদার অ্যাপে একই সময়ে দুই ধরনের তাপমাত্রা দেখতে পারবেন ব্যবহারকারীরা।
নাইনটুফাইভ ম্যাকের মতে, যখন বায়ুর আসল তাপমাত্রা ও ফিলস লাইক তাপমাত্রার মধ্যে বিশেষ পার্থক্য থাকবে, তখনই কেবল এই তাপমাত্রা দেখানো হবে। এই পার্থক্য কম হলে অ্যাপটিতে শুধু বায়ুর তাপমাত্রা দেখা যাবে।
ওয়েদার অ্যাপের দ্বিতীয় ফিচারের মাধ্যমে নিজের বাড়ির ও অফিসের তাপমাত্রা একই সঙ্গে দেখতে পারবেন ব্যবহারকারীরা। আইওএস ১৮ আপডেটে কন্টাক্ট অ্যাপ থেকে ঘর ও অফিসের ঠিকানা ওয়েদার অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। এর আগে ব্যবহারকারীদের ম্যানুয়ালি ঠিকানাগুলো যুক্ত করতে হতো।
ওয়েদার অ্যাপের এসব পরিবর্তন আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনসহ ম্যাক ও আইপ্যাডেও পাওয়া যাবে।
ম্যাকে ম্যাকওএস সেকোইয়া ও আইপ্যাডে আইপ্যাড ১৮ আপডেটের মাধ্যমে ওয়েদার অ্যাপের এসব ফিচার ব্যবহার করা যাবে।
ফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
২ ঘণ্টা আগেধর্ষণ ও অজাচার (নিকটাত্মীয়ের মধ্যে যৌন সম্পর্ক) উৎসাহিত করার অভিযোগের মুখে পড়েছে ভিডিও গেম ‘নো মার্সি’। সারা বিশ্বে গেমিং কমিউনিটির তীব্র সমালোচনার মুখে অবশেষে স্টিম প্ল্যাটফর্ম থেকে সেটি সরিয়ে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেবিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
১১ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
২০ ঘণ্টা আগে