Ajker Patrika

পাসওয়ার্ড ব্যবস্থাপনার জন্য নতুন অ্যাপ নিয়ে আসবে অ্যাপল

অনলাইন ডেস্ক
Thumbnail image

পাসওয়ার্ড ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার জন্য ‘পাসওয়ার্ড’ নামে নতুন অ্যাপ নিয়ে আসবে অ্যাপল। ভ্যারিফেকেশন কোডগুলোও সমর্থন করবে এই অ্যাপ। অ্যাপলের ডেভেলপার সম্মেলনে নতুন অ্যাপটি  উন্মোচন হতে পারে। 

আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮ ও ম্যাকওএস ১৫ অপারেটিং সিস্টেমে এই অ্যাপ দেখা যেতে  পারে। 

আগামী ১০ জুন অ্যাপলের ৩৫ তম ডেভেলপার সম্মেলন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক প্রকল্পগুলো উন্মোচন করা হবে। সেই সঙ্গে নতুন অ্যাপটিও উন্মোচন করবে বলে জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষকেরা। 

এ সম্পর্কে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এই অ্যাপ নতুন পাসওয়ার্ড তৈরি করতে ও গুছিয়ে রাখতে সাহায্য করবে। এটি ভ্যারিফিকেশন কোড সমর্থন করবে ও গুগল অথেনটিক্যাটর–এর মতো যাচাইকরণেও সাহায্য করবে। 

অ্যাপটিতে আইক্লাউডের সমর্থন থাকবে। এর ফলে পাসওয়ার্ড ও পাসকিগুলো অ্যাপলের সব ডিভাইসের সঙ্গে সম্বনয় করা যাবে। এই সুবিধা সেটিংস অ্যাপের মধ্যে লুকায়িত ছিল। তবে এসব সুবিধার জন্য অ্যাপল একটি বিশেষ অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা আরও সুরক্ষিত পাসওয়ার্ড তৈরি করতে পারবে ও ডিভাইসগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে। 

অন্যান্য পাসওয়ার্ড ম্যানেজারে মতো এই অ্যাপেও পাসওয়ার্ড ও পাসকির জন্য তালিকা তৈরি করা যাবে। বিভিন্ন প্ল্যাটফর্মে লগ ইনের তথ্য বিভিন্ন বিভাগে ভাগ করা হবে। কোনো ওয়েবসাইটে লগ ইন করার সময় স্বয়ংক্রিয়ভাবে অ্যাপটি পাসওয়ার্ড দিয়ে দেবে। 

এই সম্মেলনে আইফোন, আইপ্যাড, ভিশন প্রো, অ্যাপল ওয়াচের জন্য নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আসা হতে পারে। ম্যাকের জন্য নতুন হার্ডওয়্যারের ঘোষণা দেওয়া হতে পারে। 

এবারের নতুন আইওএস ১৮–এ এআইভিত্তিক বিভিন্ন ফিচার দেখা যাবে। এআইয়ের সাহায্যে রাইটিং অ্যাসিস্ট্যান্ট, স্লাইড তৈরি, এক্স কোডে কোড তৈরির সুযোগ থাকবে। এ ছাড়া এআইয়ের মাধ্যমে সিরিকে আরও উন্নত করা হবে। অ্যাপল মিউজিকে প্লে লিস্ট তৈরি করে দেবে এআই। আর ম্যাসেজিং সেবায় আরসিএস সুবিধা যুক্ত হতে পারে। 

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত