পাসওয়ার্ড ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার জন্য ‘পাসওয়ার্ড’ নামে নতুন অ্যাপ নিয়ে আসবে অ্যাপল। ভ্যারিফেকেশন কোডগুলোও সমর্থন করবে এই অ্যাপ। অ্যাপলের ডেভেলপার সম্মেলনে নতুন অ্যাপটি উন্মোচন হতে পারে।
আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮ ও ম্যাকওএস ১৫ অপারেটিং সিস্টেমে এই অ্যাপ দেখা যেতে পারে।
আগামী ১০ জুন অ্যাপলের ৩৫ তম ডেভেলপার সম্মেলন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক প্রকল্পগুলো উন্মোচন করা হবে। সেই সঙ্গে নতুন অ্যাপটিও উন্মোচন করবে বলে জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষকেরা।
এ সম্পর্কে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এই অ্যাপ নতুন পাসওয়ার্ড তৈরি করতে ও গুছিয়ে রাখতে সাহায্য করবে। এটি ভ্যারিফিকেশন কোড সমর্থন করবে ও গুগল অথেনটিক্যাটর–এর মতো যাচাইকরণেও সাহায্য করবে।
অ্যাপটিতে আইক্লাউডের সমর্থন থাকবে। এর ফলে পাসওয়ার্ড ও পাসকিগুলো অ্যাপলের সব ডিভাইসের সঙ্গে সম্বনয় করা যাবে। এই সুবিধা সেটিংস অ্যাপের মধ্যে লুকায়িত ছিল। তবে এসব সুবিধার জন্য অ্যাপল একটি বিশেষ অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা আরও সুরক্ষিত পাসওয়ার্ড তৈরি করতে পারবে ও ডিভাইসগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে।
অন্যান্য পাসওয়ার্ড ম্যানেজারে মতো এই অ্যাপেও পাসওয়ার্ড ও পাসকির জন্য তালিকা তৈরি করা যাবে। বিভিন্ন প্ল্যাটফর্মে লগ ইনের তথ্য বিভিন্ন বিভাগে ভাগ করা হবে। কোনো ওয়েবসাইটে লগ ইন করার সময় স্বয়ংক্রিয়ভাবে অ্যাপটি পাসওয়ার্ড দিয়ে দেবে।
এই সম্মেলনে আইফোন, আইপ্যাড, ভিশন প্রো, অ্যাপল ওয়াচের জন্য নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আসা হতে পারে। ম্যাকের জন্য নতুন হার্ডওয়্যারের ঘোষণা দেওয়া হতে পারে।
এবারের নতুন আইওএস ১৮–এ এআইভিত্তিক বিভিন্ন ফিচার দেখা যাবে। এআইয়ের সাহায্যে রাইটিং অ্যাসিস্ট্যান্ট, স্লাইড তৈরি, এক্স কোডে কোড তৈরির সুযোগ থাকবে। এ ছাড়া এআইয়ের মাধ্যমে সিরিকে আরও উন্নত করা হবে। অ্যাপল মিউজিকে প্লে লিস্ট তৈরি করে দেবে এআই। আর ম্যাসেজিং সেবায় আরসিএস সুবিধা যুক্ত হতে পারে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
পাসওয়ার্ড ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার জন্য ‘পাসওয়ার্ড’ নামে নতুন অ্যাপ নিয়ে আসবে অ্যাপল। ভ্যারিফেকেশন কোডগুলোও সমর্থন করবে এই অ্যাপ। অ্যাপলের ডেভেলপার সম্মেলনে নতুন অ্যাপটি উন্মোচন হতে পারে।
আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮ ও ম্যাকওএস ১৫ অপারেটিং সিস্টেমে এই অ্যাপ দেখা যেতে পারে।
আগামী ১০ জুন অ্যাপলের ৩৫ তম ডেভেলপার সম্মেলন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক প্রকল্পগুলো উন্মোচন করা হবে। সেই সঙ্গে নতুন অ্যাপটিও উন্মোচন করবে বলে জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষকেরা।
এ সম্পর্কে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এই অ্যাপ নতুন পাসওয়ার্ড তৈরি করতে ও গুছিয়ে রাখতে সাহায্য করবে। এটি ভ্যারিফিকেশন কোড সমর্থন করবে ও গুগল অথেনটিক্যাটর–এর মতো যাচাইকরণেও সাহায্য করবে।
অ্যাপটিতে আইক্লাউডের সমর্থন থাকবে। এর ফলে পাসওয়ার্ড ও পাসকিগুলো অ্যাপলের সব ডিভাইসের সঙ্গে সম্বনয় করা যাবে। এই সুবিধা সেটিংস অ্যাপের মধ্যে লুকায়িত ছিল। তবে এসব সুবিধার জন্য অ্যাপল একটি বিশেষ অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা আরও সুরক্ষিত পাসওয়ার্ড তৈরি করতে পারবে ও ডিভাইসগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে।
অন্যান্য পাসওয়ার্ড ম্যানেজারে মতো এই অ্যাপেও পাসওয়ার্ড ও পাসকির জন্য তালিকা তৈরি করা যাবে। বিভিন্ন প্ল্যাটফর্মে লগ ইনের তথ্য বিভিন্ন বিভাগে ভাগ করা হবে। কোনো ওয়েবসাইটে লগ ইন করার সময় স্বয়ংক্রিয়ভাবে অ্যাপটি পাসওয়ার্ড দিয়ে দেবে।
এই সম্মেলনে আইফোন, আইপ্যাড, ভিশন প্রো, অ্যাপল ওয়াচের জন্য নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আসা হতে পারে। ম্যাকের জন্য নতুন হার্ডওয়্যারের ঘোষণা দেওয়া হতে পারে।
এবারের নতুন আইওএস ১৮–এ এআইভিত্তিক বিভিন্ন ফিচার দেখা যাবে। এআইয়ের সাহায্যে রাইটিং অ্যাসিস্ট্যান্ট, স্লাইড তৈরি, এক্স কোডে কোড তৈরির সুযোগ থাকবে। এ ছাড়া এআইয়ের মাধ্যমে সিরিকে আরও উন্নত করা হবে। অ্যাপল মিউজিকে প্লে লিস্ট তৈরি করে দেবে এআই। আর ম্যাসেজিং সেবায় আরসিএস সুবিধা যুক্ত হতে পারে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৮ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৮ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
২১ ঘণ্টা আগে