ব্যস্ততার কারণের অনেক সময় খুদে বার্তা বা এসএমএস শিডিউল করে রাখার প্রয়োজনীতা দেখা দেয়। এর মাধ্যমে একটি নিদির্ষ্ট সময়ে বার্তাগুলো প্রাপকের কাছে কাছে স্বয়ক্রিয়ভাবে পৌঁছে যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই এসএমএম শিডিউল করা যায়।
আইফোনের চেয়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এসএমএস শিডিউল করা সহজ। তবে ফিচারটি কীভাবে ব্যবহার করতে হয় তা অনেকের অজানা। তাই অ্যান্ড্রয়েড ও আইফোনে এসএমএস শিডিউল করার প্রক্রিয়াটি তুলে ধরা হলো—
অ্যান্ড্রয়েড এসএমএস শিডিউল করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ম্যাসেজিং অ্যাপে প্রবেশ করুন।
২. এরপর পছন্দের মতো এসএমএস টাইপ করুন।
৩. মেসেজটি পাঠানোর জন্য নিচের দিকে ডান পাশে থাকা সেন্ড আইকোনে (কাগজের প্লেন) ট্যাপ করতে হয়। তবে মেসেজ শিডিউলের জন্য এই আইকোনের ওপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হয়। এর ফলে একটি নতুন মেনু দেখা যাবে।
৪. মেনু থেকে সময় নির্বাচন করুন বা নিজের সুবিধামতো সময় নির্বাচন করুন। এ জন্য ‘পিক ডেট অ্যান্ড টাইম’ অপশনটি নির্বাচন করুন।
৫. এরপর ক্যালেন্ডার থেকে দিনটি নির্বাচন করে নেক্সট বাটনে ট্যাপ করুন।
৬. ঘড়ি থেকে সময় নির্বাচন করে আবার নেক্সট বাটনে ট্যাপ করুন।
৭. আপনার সেট করার সময় ও দিনটি নিশ্চিত করার জন্য একটি পপ আপ মেনু দেখানো হবে। এর ‘সেভ’ বাটনে ট্যাপ করুন।
এভাবে আপনার এসএমএসটি শিডিউল হয়ে যাবে। নির্দিষ্ট দিন ও সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এসএমএসটি পাঠানো হবে।
আইফোনে এসএমএস শিডিউল করবেন যেভাবে
আইমেসেজ থেকে সরাসরি এসএমএস শিডিউল করা যায় না। তবে আইফোনের শর্ট কাট অ্যাপ ব্যবহার করে এই কাজ করা যায়। অ্যাপটি আইওএস ১৩ ও পরবর্তী অপারেটিং সিস্টেমগুলোর আইফোনে ব্যবহার করা যায়। অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড ও ইনস্টল করতে হবে।
১. ফোনের শর্টকাট অ্যাপটি চালু করুন।
২. পেজের নিচের দিকে থাকা ‘অটোমেশন’ ট্যাবটি নির্বাচন করুন।
৩. এর আগে কোনো অটোমেশন (শিডিউল) তৈরি করে না থাকলে ‘Create Personal Automations’–এ ট্যাপ করুন।
আগে থেকেই কোনো অটোমেশন তৈরি করা থাকলে এই অপশন দেখা যাবে না। এ জন্য ওপরের ডান দিকে কোনায় থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন ও এরপর ‘Create Personal Automation’ অপশনে ট্যাপ করুন।
৪. ‘Time of Day’ অপশনটি নির্বাচন করুন।
৫. দিন ও সময় নির্বাচন করুন।
৬. এরপর মেসেজটি প্রতি মাসে না একবারেই পাঠানো হবে তা নির্বাচন করুন।
৭. পরের পেজের ‘এড অ্যাকশন’ বাটনে ট্যাপ করুন।
৮. অ্যাকশন মেনুতে সেন্ড মেসেজ সেকশন থেকে যাকে মেসেজ পাঠাতে চান তাকে নির্বাচন করুন। এরপর ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৯. এরপর এসএমএসটি টাইপ করুন ও আবার নেক্সট বাটনে ট্যাপ করুন।
১০. সময় ও দিনটি পুনরায় চেক করে ‘Ask Before Running’ এর পাশের টগল বাটনটি ট্যাপ করুন। এর ফলে কোনো নোটিফিকেশন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ওই সময়ে মেসেজটি চলে যাবে।
ব্যস্ততার কারণের অনেক সময় খুদে বার্তা বা এসএমএস শিডিউল করে রাখার প্রয়োজনীতা দেখা দেয়। এর মাধ্যমে একটি নিদির্ষ্ট সময়ে বার্তাগুলো প্রাপকের কাছে কাছে স্বয়ক্রিয়ভাবে পৌঁছে যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই এসএমএম শিডিউল করা যায়।
আইফোনের চেয়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এসএমএস শিডিউল করা সহজ। তবে ফিচারটি কীভাবে ব্যবহার করতে হয় তা অনেকের অজানা। তাই অ্যান্ড্রয়েড ও আইফোনে এসএমএস শিডিউল করার প্রক্রিয়াটি তুলে ধরা হলো—
অ্যান্ড্রয়েড এসএমএস শিডিউল করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ম্যাসেজিং অ্যাপে প্রবেশ করুন।
২. এরপর পছন্দের মতো এসএমএস টাইপ করুন।
৩. মেসেজটি পাঠানোর জন্য নিচের দিকে ডান পাশে থাকা সেন্ড আইকোনে (কাগজের প্লেন) ট্যাপ করতে হয়। তবে মেসেজ শিডিউলের জন্য এই আইকোনের ওপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হয়। এর ফলে একটি নতুন মেনু দেখা যাবে।
৪. মেনু থেকে সময় নির্বাচন করুন বা নিজের সুবিধামতো সময় নির্বাচন করুন। এ জন্য ‘পিক ডেট অ্যান্ড টাইম’ অপশনটি নির্বাচন করুন।
৫. এরপর ক্যালেন্ডার থেকে দিনটি নির্বাচন করে নেক্সট বাটনে ট্যাপ করুন।
৬. ঘড়ি থেকে সময় নির্বাচন করে আবার নেক্সট বাটনে ট্যাপ করুন।
৭. আপনার সেট করার সময় ও দিনটি নিশ্চিত করার জন্য একটি পপ আপ মেনু দেখানো হবে। এর ‘সেভ’ বাটনে ট্যাপ করুন।
এভাবে আপনার এসএমএসটি শিডিউল হয়ে যাবে। নির্দিষ্ট দিন ও সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এসএমএসটি পাঠানো হবে।
আইফোনে এসএমএস শিডিউল করবেন যেভাবে
আইমেসেজ থেকে সরাসরি এসএমএস শিডিউল করা যায় না। তবে আইফোনের শর্ট কাট অ্যাপ ব্যবহার করে এই কাজ করা যায়। অ্যাপটি আইওএস ১৩ ও পরবর্তী অপারেটিং সিস্টেমগুলোর আইফোনে ব্যবহার করা যায়। অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড ও ইনস্টল করতে হবে।
১. ফোনের শর্টকাট অ্যাপটি চালু করুন।
২. পেজের নিচের দিকে থাকা ‘অটোমেশন’ ট্যাবটি নির্বাচন করুন।
৩. এর আগে কোনো অটোমেশন (শিডিউল) তৈরি করে না থাকলে ‘Create Personal Automations’–এ ট্যাপ করুন।
আগে থেকেই কোনো অটোমেশন তৈরি করা থাকলে এই অপশন দেখা যাবে না। এ জন্য ওপরের ডান দিকে কোনায় থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন ও এরপর ‘Create Personal Automation’ অপশনে ট্যাপ করুন।
৪. ‘Time of Day’ অপশনটি নির্বাচন করুন।
৫. দিন ও সময় নির্বাচন করুন।
৬. এরপর মেসেজটি প্রতি মাসে না একবারেই পাঠানো হবে তা নির্বাচন করুন।
৭. পরের পেজের ‘এড অ্যাকশন’ বাটনে ট্যাপ করুন।
৮. অ্যাকশন মেনুতে সেন্ড মেসেজ সেকশন থেকে যাকে মেসেজ পাঠাতে চান তাকে নির্বাচন করুন। এরপর ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৯. এরপর এসএমএসটি টাইপ করুন ও আবার নেক্সট বাটনে ট্যাপ করুন।
১০. সময় ও দিনটি পুনরায় চেক করে ‘Ask Before Running’ এর পাশের টগল বাটনটি ট্যাপ করুন। এর ফলে কোনো নোটিফিকেশন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ওই সময়ে মেসেজটি চলে যাবে।
প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৩ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৫ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৭ ঘণ্টা আগে