আর্জেন্টিনার এশিয়াই কাঁটা, এশিয়াই আশা
অস্ট্রেলিয়ান ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ অথচ তাদের ফুটবলারদের মাথায় কিনা ঢুকে আছে একটি নাম, ‘লিওনেল মেসি’! অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমের খবর, আর্জেন্টিনার মহাতারকাকে কীভাবে ঠেকানো যায়, সেটি নিয়ে না ভেবে মেসির বিপক্ষে খেলতে পারার আনন্দে বুঁদ হয়ে আছেন অজি ফুটবলাররা।