কুবার পেডি: অস্ট্রেলিয়ার পাতাল শহর
সাউথ অস্ট্রেলিয়ার উত্তর প্রান্তের ছোট্ট এক শহর কুবার পেডি। ওপাল পাথরের খনির জন্য বিখ্যাত শহরটির আসল মজা এর পাতালরাজ্যে। ঘর, রেস্তোরাঁ, গির্জা, জাদুঘর—কী নেই সেখানে। হলিউডের ছবির শুটিংয়ের জায়গা হিসেবেও এটি বিখ্যাত। পিচ ব্ল্যাক, মেড মেক্স: বিয়ন্ড থান্ডারস্টর্ম, রেড প্ল্যানেটসহ বেশ কিছু