Ajker Patrika

প্রশান্ত মহাসাগর থেকে ৩২০০ কেজি কোকেন উদ্ধার করল নিউজিল্যান্ড

প্রশান্ত মহাসাগর থেকে ৩২০০ কেজি কোকেন উদ্ধার করল নিউজিল্যান্ড

প্রশান্ত মহাসাগর থেকে ৩ হাজার ২০০ কেজি কোকেন উদ্ধার করেছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ কোকেনের অর্থমূল্য ৩০ কোটি ডলারের বেশি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা এসব মাদকদ্রব্য অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিউজিল্যান্ডের উত্তর পশ্চিম উপকূল থেকে কয়েকশ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে ৮১ বেল কোকেন ভাসছিল। নিউজিল্যান্ড কাস্টমস সার্ভিস এবং ফাইভ আইস অ্যালায়েন্সের প্রতিরক্ষা বাহিনীর যৌথ অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার অ্যান্ড্রু কস্টার বলেন, এটি দীর্ঘ সময়ের মধ্যে নিউজিল্যান্ডের বড় ধরনের মাদক উদ্ধারের ঘটনা। কোকেনগুলো প্রশান্ত মহাসাগরে একটি ভাসমান ট্রানজিট পয়েন্টে ফেলা হয়েছিল বলে ধারণা কর্মকর্তাদের। সেখান থেকে এসব কোকেন অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার লক্ষ্য ছিল।

প্রশান্ত মহাসাগর থেকে ৩ হাজার ২০০ কেজি কোকেন উদ্ধার করেছে নিউজিল্যান্ডনিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দুই দেশের জন্য এটি বড় ঘটনা বলে উল্লেখ করেছেন কস্টার। তাঁর ভাষ্য, ‘সন্দেহ নেই যে, এই ঘটনা দক্ষিণ আমেরিকার উৎপাদক থেকে শুরু করে কারবারি ও এর পরিবেশকদের জন্য একটি বড় আর্থিক ধাক্কা।

পুলিশের পক্ষ থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধার হওয়া কোকেনের হলুদ প্যাকেটগুলো জালের মধ্যে বাঁধা ছিল। কিছু প্যাকেটের ওপর ব্যাটম্যানের চিহ্ন আঁকা ছিল। আর কিছু প্যাকেটের ওপর চার পাতার ক্লোভার চিহ্ন দেওয়া ছিল।

তবে কোকেনগুলো ঠিক কোন স্থান থেকে এসেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত