বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে ১৬ জানুয়ারি। তবে টেনিসের বড় তারকাদের পাচ্ছে না শুরুর টুর্নামেন্টটি। গতকাল চোটের কারণে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন কার্লোস আলকারেজ ও ভেনাস উইলিয়ামস।
আজ নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন নাওমি ওসাকা। আলকারেজ ও ভেনাস চোটের জন্য ছিটকে গেলেও জাপানি টেনিস তারকার নাম প্রত্যাহারের কোনো কারণ জানা যায়নি। তাঁর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
নিজেদের অফিশিয়াল টুইটে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ লিখেছে, ‘অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাওমি ওসাকা নাম প্রত্যাহার করে নিয়েছে। সে খেলতে পারবে না ২০২৩ টুর্নামেন্ট।’ চারবারের গ্র্যান্ড স্লাম জয়ীর পরিবর্তে টুর্নামেন্টে খেলবেন ইউক্রেনের দায়ানা ইয়াস্ত্রামেস্কা।
২০১৯ ও ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন ওসাকা। এ ছাড়া ২০১৮ ও ২০২০ সালে ইউএস ওপেনেও জিতেছিলেন নারী এককের সাবেক এক নম্বর । এবার তাঁর না থাকায় কিছুটা রং হারাল টুর্নামেন্টটি।
সবশেষ গত বছরের সেপ্টেম্বরে প্রতিযোগিতামূলক টেনিস খেলেছিলেন ওসাকা। এর আগে ২০২১ ফ্রেঞ্চ ওপেন থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। জাপানি টেনিস তারকা তখনকার ছিটকে যাওয়ার কারণ হিসেবে পরে জানিয়েছিলেন মানসিক অবসাদের কথা।
শুধু আলকারেজ, ভেনাস ও ওসাকাই নন, টুর্নামেন্টটি আরও বেশ কয়েকজন তারকাকে হারিয়েছে। গত ১৫ সেপ্টেম্বর টেনিস থেকে বিদায় নেওয়ায় এবার স্বাভাবিকভাবেই থাকছেন খেলাটির কিংবদন্তি রজার ফেদেরার। ঠিক একই কারণে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি ও নারী টেনিসের কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। এ ছাড়া এবারের টুর্নামেন্টে খেলছেন না সাবেক এক নম্বর নারী রোমানিয়ার সিমোন হালেপও।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে ১৬ জানুয়ারি। তবে টেনিসের বড় তারকাদের পাচ্ছে না শুরুর টুর্নামেন্টটি। গতকাল চোটের কারণে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন কার্লোস আলকারেজ ও ভেনাস উইলিয়ামস।
আজ নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন নাওমি ওসাকা। আলকারেজ ও ভেনাস চোটের জন্য ছিটকে গেলেও জাপানি টেনিস তারকার নাম প্রত্যাহারের কোনো কারণ জানা যায়নি। তাঁর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
নিজেদের অফিশিয়াল টুইটে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ লিখেছে, ‘অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাওমি ওসাকা নাম প্রত্যাহার করে নিয়েছে। সে খেলতে পারবে না ২০২৩ টুর্নামেন্ট।’ চারবারের গ্র্যান্ড স্লাম জয়ীর পরিবর্তে টুর্নামেন্টে খেলবেন ইউক্রেনের দায়ানা ইয়াস্ত্রামেস্কা।
২০১৯ ও ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন ওসাকা। এ ছাড়া ২০১৮ ও ২০২০ সালে ইউএস ওপেনেও জিতেছিলেন নারী এককের সাবেক এক নম্বর । এবার তাঁর না থাকায় কিছুটা রং হারাল টুর্নামেন্টটি।
সবশেষ গত বছরের সেপ্টেম্বরে প্রতিযোগিতামূলক টেনিস খেলেছিলেন ওসাকা। এর আগে ২০২১ ফ্রেঞ্চ ওপেন থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। জাপানি টেনিস তারকা তখনকার ছিটকে যাওয়ার কারণ হিসেবে পরে জানিয়েছিলেন মানসিক অবসাদের কথা।
শুধু আলকারেজ, ভেনাস ও ওসাকাই নন, টুর্নামেন্টটি আরও বেশ কয়েকজন তারকাকে হারিয়েছে। গত ১৫ সেপ্টেম্বর টেনিস থেকে বিদায় নেওয়ায় এবার স্বাভাবিকভাবেই থাকছেন খেলাটির কিংবদন্তি রজার ফেদেরার। ঠিক একই কারণে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি ও নারী টেনিসের কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। এ ছাড়া এবারের টুর্নামেন্টে খেলছেন না সাবেক এক নম্বর নারী রোমানিয়ার সিমোন হালেপও।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসের পর খেলার শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল, সাংবাদিক ও গ্যালারির দর্শকেরা
২১ মিনিট আগেসিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ দল। আজ মিরপুরে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের দারুণ সুযোগ স্বাগতিকদের সামনে। লিটনরা যদি জিততে পারেন আজ, তাহলে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার
১ ঘণ্টা আগেসূচি অনুযায়ী বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই মিরপুরে হয়েছে বৃষ্টি। তবে মিরপুর শেরেবাংলায় যথাসময়ে ম্যাচ আয়োজন করা যাবে।
৩ ঘণ্টা আগেকীর্তিমানের মৃত্যু নাই—ডিয়েগো ম্যারাডোনার প্রসঙ্গ এলে বহুল প্রচলিত এই কথাটা চলে আসে আপনাআপনি। ২০২০-এর নভেম্বরে ম্যারাডোনা না ফেরার দেশে চলে গেলেও তিনি যা করেছেন, তা ভক্ত-সমর্থকেরা এখনো স্মরণ করেন। এবার জানা গেল তাঁর ঐতিহাসিক ম্যাচের একটি জার্সির দাম প্রায় ৫ কোটি টাকা হতে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে