বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে ১৬ জানুয়ারি। তবে টেনিসের বড় তারকাদের পাচ্ছে না শুরুর টুর্নামেন্টটি। গতকাল চোটের কারণে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন কার্লোস আলকারেজ ও ভেনাস উইলিয়ামস।
আজ নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন নাওমি ওসাকা। আলকারেজ ও ভেনাস চোটের জন্য ছিটকে গেলেও জাপানি টেনিস তারকার নাম প্রত্যাহারের কোনো কারণ জানা যায়নি। তাঁর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
নিজেদের অফিশিয়াল টুইটে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ লিখেছে, ‘অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাওমি ওসাকা নাম প্রত্যাহার করে নিয়েছে। সে খেলতে পারবে না ২০২৩ টুর্নামেন্ট।’ চারবারের গ্র্যান্ড স্লাম জয়ীর পরিবর্তে টুর্নামেন্টে খেলবেন ইউক্রেনের দায়ানা ইয়াস্ত্রামেস্কা।
২০১৯ ও ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন ওসাকা। এ ছাড়া ২০১৮ ও ২০২০ সালে ইউএস ওপেনেও জিতেছিলেন নারী এককের সাবেক এক নম্বর । এবার তাঁর না থাকায় কিছুটা রং হারাল টুর্নামেন্টটি।
সবশেষ গত বছরের সেপ্টেম্বরে প্রতিযোগিতামূলক টেনিস খেলেছিলেন ওসাকা। এর আগে ২০২১ ফ্রেঞ্চ ওপেন থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। জাপানি টেনিস তারকা তখনকার ছিটকে যাওয়ার কারণ হিসেবে পরে জানিয়েছিলেন মানসিক অবসাদের কথা।
শুধু আলকারেজ, ভেনাস ও ওসাকাই নন, টুর্নামেন্টটি আরও বেশ কয়েকজন তারকাকে হারিয়েছে। গত ১৫ সেপ্টেম্বর টেনিস থেকে বিদায় নেওয়ায় এবার স্বাভাবিকভাবেই থাকছেন খেলাটির কিংবদন্তি রজার ফেদেরার। ঠিক একই কারণে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি ও নারী টেনিসের কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। এ ছাড়া এবারের টুর্নামেন্টে খেলছেন না সাবেক এক নম্বর নারী রোমানিয়ার সিমোন হালেপও।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে ১৬ জানুয়ারি। তবে টেনিসের বড় তারকাদের পাচ্ছে না শুরুর টুর্নামেন্টটি। গতকাল চোটের কারণে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন কার্লোস আলকারেজ ও ভেনাস উইলিয়ামস।
আজ নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন নাওমি ওসাকা। আলকারেজ ও ভেনাস চোটের জন্য ছিটকে গেলেও জাপানি টেনিস তারকার নাম প্রত্যাহারের কোনো কারণ জানা যায়নি। তাঁর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
নিজেদের অফিশিয়াল টুইটে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ লিখেছে, ‘অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাওমি ওসাকা নাম প্রত্যাহার করে নিয়েছে। সে খেলতে পারবে না ২০২৩ টুর্নামেন্ট।’ চারবারের গ্র্যান্ড স্লাম জয়ীর পরিবর্তে টুর্নামেন্টে খেলবেন ইউক্রেনের দায়ানা ইয়াস্ত্রামেস্কা।
২০১৯ ও ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন ওসাকা। এ ছাড়া ২০১৮ ও ২০২০ সালে ইউএস ওপেনেও জিতেছিলেন নারী এককের সাবেক এক নম্বর । এবার তাঁর না থাকায় কিছুটা রং হারাল টুর্নামেন্টটি।
সবশেষ গত বছরের সেপ্টেম্বরে প্রতিযোগিতামূলক টেনিস খেলেছিলেন ওসাকা। এর আগে ২০২১ ফ্রেঞ্চ ওপেন থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। জাপানি টেনিস তারকা তখনকার ছিটকে যাওয়ার কারণ হিসেবে পরে জানিয়েছিলেন মানসিক অবসাদের কথা।
শুধু আলকারেজ, ভেনাস ও ওসাকাই নন, টুর্নামেন্টটি আরও বেশ কয়েকজন তারকাকে হারিয়েছে। গত ১৫ সেপ্টেম্বর টেনিস থেকে বিদায় নেওয়ায় এবার স্বাভাবিকভাবেই থাকছেন খেলাটির কিংবদন্তি রজার ফেদেরার। ঠিক একই কারণে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি ও নারী টেনিসের কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। এ ছাড়া এবারের টুর্নামেন্টে খেলছেন না সাবেক এক নম্বর নারী রোমানিয়ার সিমোন হালেপও।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে