Ajker Patrika

অসুস্থ হয়ে হাসপাতালে পন্টিং

অসুস্থ হয়ে হাসপাতালে পন্টিং

অস্ট্রেলিয়া-উইন্ডিজ টেস্টে ধারাভাষ্য দেওয়ার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রিকি পন্টিং। পরে দ্রুত রয়েল পার্থ হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। জানা গেছে, হৃৎপিণ্ডের জটিলতার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে।

গত দুই দিন ধরেই চ্যানেল সাত এর হয়ে পার্থ টেস্টে ধারাভাষ্য দিয়ে আসছিলেন পন্টিং। আজ তৃতীয় দিনের ধারাভাষ্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ জন্য দুই বারের বিশ্বকাপজয়ী অধিনায়ককে হাসপাতালে ভর্তি করানো হয়।

তবে পন্টিংয়ের বড় কোনো সমস্যা হয়নি বলে জানা গেছে। ডেইলি মেইল জানিয়েছে, পন্টিং তাঁর সহকর্মীদের আশ্বস্ত করেছেন তিনি ঠিক আছেন। সতর্কতার অংশ হিসেবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

পার্থ টেস্টের ধারাভাষ্য কক্ষে আবারও পন্টিংকে পাওয়া যাবে কিনা এ ব্যাপারে চ্যানেল সেভেনের এক মুখপাত্র বলেছেন, ‘পন্টিং অসুস্থ এবং আজ বাকি অংশের জন্য আর ধারাভাষ্য দেবেন না তিনি। শনিবারও ফিরবেন কি না তা জানা যায়নি এখনো।’ 

এ পর্যন্ত ওয়ানডেতে ৫ বার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এরা মধ্যে দলটি দুইবারই বিশ্বকাপ জিতেছে পন্টিংয়ের নেতৃত্বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত