Ajker Patrika

এক যুগ পর বিশ্বকাপে জয় খরা কাটাল অস্ট্রেলিয়া

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৮: ৪২
এক যুগ পর বিশ্বকাপে জয় খরা কাটাল অস্ট্রেলিয়া

প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে বড় ব্যবধানের হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে অস্ট্রেলিয়া। সেই হারের শোক কাটিয়ে আজ তিউনিশিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে সকারুজরা। দলের একমাত্র গোলটি করেছেন মিচেল ডিউক।

 ২০১০ সালের পর বিশ্বকাপে প্রথম জয় পেল অস্ট্রেলিয়া। সময়ের হিসেবে এক যুগ পর। এ জয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ বাঁচিয়ে রাখল দলটি। গ্রুপের শেষ ম্যাচে ডেনমার্ককে হারাতে পারলেই রাউন্ড ১৬ এ খেলবে দলটি।

 শুরু থেকেই ভুল পাসে খেলতে থাকেন দুই দলের ফুটবলাররা। তবে ভুল পাসের ছড়াছড়ির মাঝে ১৯ মিনিটের এক পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করে তিউনিশিয়া। কিন্তু সুযোগটি কাজে লাগতে পারেননি ফরোয়ার্ড ইউসেফ এমসাকনি। প্রতিপক্ষ সুযোগের সদ্ব্যবহার করতে না পারলেও ২৩ মিনিটে ঠিকই কাজে লাগিয়েছে অস্ট্রেলিয়া। বাম প্রান্ত থেকে ক্রেইগ গুডউইনের দুর্দান্ত ক্রসটিতে মাথা ছুঁইয়ে অস্ট্রেলিয়াকে লিড এনে দেন মিচেল ডিউক। গোলটি থামানোর কোনো সুযোগই পাননি তিউনিশিয়ার গোলরক্ষক আইমেন দাহমেন। ৪৪ মিনিটে আরও একটি সুযোগ তৈরি করেছিলেন গুডউইন ও ডিউক জুটি। তবে এবার গোল স্কোরার ডিউকের নেওয়া বাঁকানো শটটিতে ঠিকমতো মাথা লাগাতে পারেননি অ্যাসিস্টকারী গুডউইন। আর বিরতিতে যাওয়ার আগে শেষ সুযোগটি পেয়েছিল তিউনিশিয়া। অতিরিক্ত সময়ে বক্সের মধ্যে ইসাম জেবালির পাসটিকে গোলপোস্টে রাখতে পারেননি অধিনায়ক এমসাকনি।

 দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধ দেওয়ার চেষ্টা করে তিউনিশিয়া। বেশ কিছু আক্রমণ করলেও অস্ট্রেলিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেননি এমসাকনি-জেবালিরা। উল্টো ৭১ মিনিটে আরেকটি গোল হজম করতে পারত দলটি। গোলস্কোরার ডিউকের পরিবর্তে মাঠে নামা জেমি ম্যাকলারেনের বাম প্রান্ত থেকে বাড়ানো পাসটিতে পা লাগাতে পারেননি ম্যাথু লেকি। অস্ট্রেলিয়ার আক্রমণের পরের মিনিটেই সুযোগ পায় তিউনিশিয়াও। দুইবার শট নিয়েও ম্যাথু রায়ানকে পরাস্ত করতে পারেননি এমসাকনি। এরপর আরও কয়েকটি সুযোগ পেলেও বারের ওপর দিয়ে শট মারেন এই স্ট্রাইকার। ৮৮ মিনিটে গোল শোধের শেষ সুযোগ পেয়েছিলেন ওয়াহবি খাজরি। কিন্তু তাঁর শটটি সরাসরি গোলরক্ষক রায়ানের হাতে চলে যায়। এতে করে অস্ট্রেলিয়ার কাছে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয় তিউনিশিয়াকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত