লন্ডনের সঙ্গে অস্ট্রেলিয়ার কীসের ‘শত্রুতা’
কথাটা কানে এলে দাঁড়িয়ে যান লাবুশেন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি কি কিছু বলেছেন?’ লাবুশেনের পেছনে ছিলেন উসমান খাজা। দর্শক ও লাবুশেনের মাঝে হস্তক্ষেপ করেন খাজা এবং অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার দর্শককে শান্ত হতে বলেন। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক পিটার ম্যাককরমিকের ভিডিওতে দেখা গেছ