ক্রীড়া ডেস্ক
ওভালে চলছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজের পঞ্চম ও টেস্ট। এই টেস্ট জিতলে ২২ বছর পর ইংল্যান্ডের মাঠে অ্যাশেজ জিতবে অজিরা। বিপরীতে সিরিজ হার এড়াতে ওভালে জিততেই হবে ইংলিশদের। তবে বৃষ্টির কারণে ওল্ড ট্রাফোর্ড টেস্ট ড্র হওয়ায় বেশ মন খারাপ ইংল্যান্ড সমর্থকদের। অ্যাশেজ যে ঘরে ফেরানো হচ্ছে না তাদের।
তবে অ্যাশেজের উত্তেজনার মাঝেই হঠাৎ সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ক্রিস ট্রেমলেট। গত দশকের অ্যাশেজ নায়ক বলেই নয়, এখন ইংলিশ পেসারকে চিনতেই কষ্ট হবে সবার। রেসলারের মতোই যে শরীর বানিয়ে ফেলেছেন ৪১ বছর বয়সী তারকা।
২০১১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ অ্যাশেজ জিতেছে ইংল্যান্ড। সেই অ্যাশেজে ‘থ্রি লায়নদের’ জয়ের নায়ক ছিলেন ট্রেমলেট। ২০১৫ সালে অবসরের পর থেকে বডিবিল্ডিংয়ের দিকে মনোযোগ দিয়েছেন তিনি। আর নিজের জিমের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দিয়ে থাকেন। সম্প্রতি তাঁর পোস্টকৃত এক ছবিতে রিঅ্যাক্ট করে একজন মজা করে লিখেছেন, ‘আমার মনে হয় (আমরা) আপনাকে শিগগিরই ডব্লুডব্লুইতে (ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট) দেখব।’
৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ট্রেমলেটকে দেখে যে কেউ রেসলার হিসেবে ভুল করবেন। হাতের মাংসপেশি ও সিক্স প্যাক শরীর বানিয়ে ফেলেছেন তিনি। পেসার থেকে নিজেকে বডিবিল্ডার হিসেবে রূপান্তর করেছেন তিনি। অথচ তাঁকে অবসর নিতে হয়েছিল ফিটনেস নিয়ে হতাশ হয়ে। পিঠ ও কাঁধের চোট তাঁকে বেশি দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেয়নি। এসব থেকে মুক্তি পেতে ৩৩ জন বিশেষজ্ঞও দেখান তিনি।
ইনস্টাগ্রামে ট্রেমলেটের অনুসারীর সংখ্যা প্রায় ১৪ হাজার। ইংল্যান্ডের হয়ে ১২টি টেস্ট খেলে ৫৩ উইকেট নিয়েছেন তিনি। ১৫ ওয়ানডেতে নিয়েছেন ১৫ উইকেট। তবে এই পেসারকে ইংলিশ সমর্থকেরা মনে রেখেছেন চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে বীরত্ব দেখানোর জন্য। গত বৃহস্পতির ওভাল টেস্টের প্রথম দিনের খেলা দেখতে মাঠেও আসেন ট্রেমলেট।
ওভালে চলছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজের পঞ্চম ও টেস্ট। এই টেস্ট জিতলে ২২ বছর পর ইংল্যান্ডের মাঠে অ্যাশেজ জিতবে অজিরা। বিপরীতে সিরিজ হার এড়াতে ওভালে জিততেই হবে ইংলিশদের। তবে বৃষ্টির কারণে ওল্ড ট্রাফোর্ড টেস্ট ড্র হওয়ায় বেশ মন খারাপ ইংল্যান্ড সমর্থকদের। অ্যাশেজ যে ঘরে ফেরানো হচ্ছে না তাদের।
তবে অ্যাশেজের উত্তেজনার মাঝেই হঠাৎ সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ক্রিস ট্রেমলেট। গত দশকের অ্যাশেজ নায়ক বলেই নয়, এখন ইংলিশ পেসারকে চিনতেই কষ্ট হবে সবার। রেসলারের মতোই যে শরীর বানিয়ে ফেলেছেন ৪১ বছর বয়সী তারকা।
২০১১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ অ্যাশেজ জিতেছে ইংল্যান্ড। সেই অ্যাশেজে ‘থ্রি লায়নদের’ জয়ের নায়ক ছিলেন ট্রেমলেট। ২০১৫ সালে অবসরের পর থেকে বডিবিল্ডিংয়ের দিকে মনোযোগ দিয়েছেন তিনি। আর নিজের জিমের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দিয়ে থাকেন। সম্প্রতি তাঁর পোস্টকৃত এক ছবিতে রিঅ্যাক্ট করে একজন মজা করে লিখেছেন, ‘আমার মনে হয় (আমরা) আপনাকে শিগগিরই ডব্লুডব্লুইতে (ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট) দেখব।’
৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ট্রেমলেটকে দেখে যে কেউ রেসলার হিসেবে ভুল করবেন। হাতের মাংসপেশি ও সিক্স প্যাক শরীর বানিয়ে ফেলেছেন তিনি। পেসার থেকে নিজেকে বডিবিল্ডার হিসেবে রূপান্তর করেছেন তিনি। অথচ তাঁকে অবসর নিতে হয়েছিল ফিটনেস নিয়ে হতাশ হয়ে। পিঠ ও কাঁধের চোট তাঁকে বেশি দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেয়নি। এসব থেকে মুক্তি পেতে ৩৩ জন বিশেষজ্ঞও দেখান তিনি।
ইনস্টাগ্রামে ট্রেমলেটের অনুসারীর সংখ্যা প্রায় ১৪ হাজার। ইংল্যান্ডের হয়ে ১২টি টেস্ট খেলে ৫৩ উইকেট নিয়েছেন তিনি। ১৫ ওয়ানডেতে নিয়েছেন ১৫ উইকেট। তবে এই পেসারকে ইংলিশ সমর্থকেরা মনে রেখেছেন চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে বীরত্ব দেখানোর জন্য। গত বৃহস্পতির ওভাল টেস্টের প্রথম দিনের খেলা দেখতে মাঠেও আসেন ট্রেমলেট।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩৩ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৩ ঘণ্টা আগে