‘গরিব হওয়া যে কত কষ্টের সেটা আমি হাড়ে হাড়ে বুঝি’
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘গরিব হওয়া যে কত কষ্টের সেটা আমি হাড়ে হাড়ে বুঝি। প্রত্যেকটা গরিব মানুষকে সামনে রেখেই বাজেট করি। এবার আমরা যে বাজেট প্রণয়ন করেছি, সেটি আমার মনে হয় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বাজেট।’