Ajker Patrika

ই-কমার্স খাতে সুসংবাদ-দুঃসংবাদ দুই-ই আছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুন ২০২২, ২৩: ২৭
ই-কমার্স খাতে সুসংবাদ-দুঃসংবাদ দুই-ই আছে

প্রস্তাবিত বাজেটে ই-কমার্স খাতের জন্য সুসংবাদ-দুঃসংবাদ দুটোই আছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে ই-কমার্স খাতে নতুন উদ্যোক্তা তৈরি করতে প্রকল্প গ্রহণের কথা বলা হয়েছে। দেশে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা (সিডিবিসি) চালুর লক্ষ্যে একটি ফিজিবিলিটি স্টাডি পরিচালনার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে এই বাজেট প্রস্তাবে ই-কমার্স ব্যবসায়ীদের বহু আকাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের ভ্যাট রোহিত করা বা কমানোর বিষয়ে কিছুই বলা হয়নি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট বক্তব্যে তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরে দেশে ই-কমার্স ব্যবসার প্রসার ঘটাতে এবং ই-কমার্স খাতে নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘ই-বাণিজ্য করব, নিজের ব্যবসা গড়ব’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের উদ্দেশ্য হলো ই-কমার্স বিষয়ে নতুন উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং দেশের গ্রামীণ অর্থনীতিতে ই-কমার্স বিষয়ক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সৃষ্টি।’

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেশে সিডিবিসি চালু করার লক্ষ্যে একটি ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করা হবে। এতে ভার্চুয়াল লেনদেনের ক্ষেত্রে অর্থ আদান-প্রদান সহজ হওয়ার পাশাপাশি স্টার্টআপ ও ই-কমার্স ব্যবসা উৎসাহিত হবে। আমাদের সরকারের যুগোপযোগী পদক্ষেপের কারণে দেশে ইন্টারনেট ও ই-কমার্সের প্রসার ব্যাপক হারে বেড়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেশে সিডিবিসি চালুর লক্ষ্যে একটি ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করা হবে।’

তবে বাজেটে যেসব প্রস্তাব করা হয়েছে, সেগুলো কোনো কাজেই আসবে না বলে জানিয়েছেন ই-কমার্স ব্যবসায়ীরা। এ বিষয়ে ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর আজকের পত্রিকাকে বলেন, ‘ই-কমার্স নিয়ে গত তিন-চার বছর ধরেই বাজেটকে সামনে রেখে অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন প্রস্তাব দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে। কিন্তু বিগত বছরগুলোর মতো আমরা এবারও দেখলাম, আমাদের কোনো প্রস্তাবই বিবেচনায় নেওয়া হয়নি। ই-কমার্সের জন্য কোনো বেনিফিটই (সুবিধা) আসলে এই বাজেট থেকে আসবে বলে মনে হচ্ছে না।’

ফাহিম মাশরুর বলেন, ‘ই-কমার্স ব্যবসায়ের ওপরে ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছিল ২০১৯ সালে। ব্যবসায়ীরা এর পর থেকে প্রতিবছরই এ কর বাতিল চেয়ে আসছেন। কিন্তু বাজেটে সেটা বিবেচনা করা হয়নি। সারা দেশে ডেলিভারি সার্ভিস ফিয়ের ওপর এখন ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। ই-কমার্স সংশ্লিষ্টরা এটাকে ৫ শতাংশ করার প্রস্তাব করেছিলেন। সেটাও বিবেচনায় নেওয়া হয়নি।’

ই-কমার্স ব্যবসায়ীরা বলছেন, এই ডেলিভারি ফির ওপর ১৫ শতাংশ ভ্যাটের কারণে ঢাকার বাইরে পণ্য পেতে গ্রাহকদের অনেক বেশি টাকা খরচ করতে হয়। ফলে ই-কমার্স সারা দেশে ছড়াচ্ছে না। ই-কমার্সের মতো উদীয়মান খাতে এ ধরনের ভ্যাট থাকাটা ব্যবসার প্রবৃদ্ধিতে বড় বাধা। ই-কমার্স প্রতিষ্ঠানের গুদাম বা হাউসের ভাড়ার ওপর ৯ শতাংশ ভ্যাট গুনতে হয় ব্যবসায়ীদের। তাঁরা চেয়েছিলেন, উদীয়মান খাত হওয়ায় এই ভ্যাট যেন রোহিত করা হয়। কিন্তু এবারের বাজেটে এই ভ্যাট রোহিত করার ব্যাপারেও কিছু বলা হয়নি।

প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রয়া জানালেন ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার। তিনি বলেন, ‘যেহেতু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সুযোগ থাকছে, তাই আমি এই বাজেটকে ইতিবাচক বলব। তবে বাজেটে ইন্টারনেটের খরচ বাড়ানো হয়েছে। এর ফলে নতুন উদ্যোক্তারা সমস্যায় পড়বেন বলে আমি মনে করি।’

অন্যদিকে চালডাল ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা জিয়া আশরাফ বলেন, ‘প্রতিযোগিতামূলক বাজারে নতুন উদ্যোগগুলোকে সহায়তা করতে প্রস্তাবিত বাজেটে কিছু সুযোগ রাখা হয়েছে। স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য টার্নওভার ট্যাক্স শূন্য দশমিক ৬ থেকে শূন্য দশমিক ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। কিন্তু পাঁচ বছরের পুরোনো উদ্যোগগুলো এই সুবিধা পাবে না। আমি মনে করি এই সময়সীমা অন্তত ১৫ বছর করা উচিত। দেশি উদ্যোক্তারা যেন সুবিধাগুলো পান, সেটা নিশ্চিত করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত