মোহামেডানের হুমকিকে ফেডারেশন বলছে ‘মামা বাড়ির আবদার’
প্রিমিয়ার ডিভিশন হকি লিগ জেতার সমীকরণের সামনে মোহামেডান, আবাহনী ও মেরিনার্স। আগামীকাল লিগের শেষ দিনে শিরোপা জিততে পারে এই তিন দলের যে কেউ। শিরোপাকে সামনে রেখে যেখানে কঠিন অনুশীলনে ব্যস্ত থাকার কথা, সেখানে আজ মোহামেডান আর হকি ফেডারেশনের নাটকে সরগরম ঘরোয়া হকি।