হারিয়ে গেল কত শিশুর বাবা ডাক
কাজের ব্যস্ততার ফাঁকে একটু অবসর মিললেই আবদুস সোবহান ভিডিও কল দিতেন স্ত্রী ইস্ফাহান সুলতানাকে। অপর প্রান্ত থেকে স্ত্রী সাড়া দিলেই সোবহানের প্রথম প্রশ্ন থাকত—‘আমার রাজকন্যা কোথায়?’ সাত মাস বয়সী মেয়ে ফাইজা রহমানের মুখটা স্ক্রিনে ভেসে উঠতেই তিনি একটানা বলে চলতেন, ‘মা-মা-মা।’