Ajker Patrika

বিএম ডিপোতে বিস্ফোরণ: ৮ জনকে আসামি করে মামলা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২২, ১৬: ৫৭
বিএম ডিপোতে বিস্ফোরণ: ৮ জনকে আসামি করে মামলা

সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ছাড়াও মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। তদন্তে যাদের নাম আসবে মামলায় তাদেরও আসামি করা হবে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, সীতাকুণ্ডের বিএম ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ডিপোর কর্মকর্তা ও কর্মচারীদের। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে মামলার তদন্তের কাজ চলমান। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা সম্ভব নয়।

প্রসঙ্গত, গত শনিবার রাত সোয়া ৯টার দিকে বিএম কনটিইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিকেরও অধিক মানুষ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত