Ajker Patrika

২৫ শ্রমিকের প্রাণ বাঁচানো হানিফকে পুরস্কৃত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২২, ১৩: ৪০
২৫ শ্রমিকের প্রাণ বাঁচানো হানিফকে পুরস্কৃত

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আহত ২৫ শ্রমিককে নিজের জীবন বাজি রেখে দেয়াল টপকে বের করে আনেন চা-দোকানি হানিফ। জীবনের ঝুঁকি নিয়ে বিস্ফোরণে আহতদের বাঁচানোর সাহসিকতার জন্য তাঁকে পুরস্কৃত করেছেন সিএমপি পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর। 

গতকাল বুধবার বিকেলে দামপাড়ার পুলিশ কমিশনার কার্যালয়ে তাঁকে সম্মান ও স্বীকৃতি প্রদান করে তাঁর হাতে পুরস্কার তুলে দেন তিনি। 

জানা যায়, চা-দোকানি হানিফ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার মৃত নুরুল আহাদের ছেলে। ছোটবেলা থেকেই সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লালবাগ এলাকায় বসবাস করেন তিনি। আট সন্তানের জনক হানিফ দুই বছর আগে বিএম ডিপোর পাশে চায়ের দোকান দেন। দোকানের আয় দিয়েই চলে তাঁর সংসার। 

সিএমপি পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর বলেন, নিজ জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচানোর চেষ্টার মাধ্যমে চা-দোকানি হানিফ যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাঁর জন্য সবার কাছে স্মরণীয় হয়ে থাকবেন তিনি। বিপদে পড়া মানুষকে বাঁচাতে তাঁর এই সাহসিকতা, জীবনমুখিতা ও অসামান্য অবদানকে সম্মান দিতে আমরা তাঁকে পুরস্কৃত করেছি। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘বিএম ডিপোর অগ্নিকাণ্ড-পরবর্তী বিস্ফোরণে আহত ২৫ শ্রমিককে দেয়ালের সঙ্গে মই লাগিয়ে দেয়াল টপকে বের করে আনার খবরটি ‘আজকের পত্রিকা’য় প্রকাশের পর তা সিএমপি পুলিশ কমিশনারের নজরে আসে। চা-দোকানি হানিফের মহানুভবতা দেখে সিএমপি কমিশনার আবেগাপ্লুত হয়ে পড়েন। তাই তাঁর সাহসিকতাকে সম্মান জানাতে গতকাল বিকেলে তাঁকে নিজ হাতে পুরস্কৃত করেন তিনি।’ 

চা-দোকানি হানিফকে পুরস্কৃত করার সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন, ইউপি সদস্য ইয়াকুব প্রমুখ। 

উল্লেখ্য, গতকাল বুধবার ‘২৫ জনের প্রাণ বাঁচালেন হানিফ’ নামে একটি প্রতিবেদন আজকের পত্রিকায় প্রকাশের পর সেটি সিআরপি পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নজরে আসে। পরে দুপুরে কমিশনারের পক্ষ থেকে হানিফের সঙ্গে যোগাযোগ করা হয়। বিকেলে হানিফকে দামপাড়ার পুলিশ কমিশনার কার্যালয়ে ডেকে নিয়ে হতাহতদের প্রাণ বাঁচাতে তাঁর সাহসিকতাকে সম্মান জানিয়ে তাঁকে পুরস্কৃত করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত