আগুন লাগলে ধোয়া বের হওয়ার জায়গা নেই
এক ছাদের নিচেই মুদি, কাপড়, কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের দোকান। সেখানে প্রয়োজনীয় সামগ্রী পাওয়া গেলেও নেই আলো-বাতাস ঢোকার পরিবেশ। যদি আগুন লাগে ধোয়া বের হওয়ার জায়গা নেই। দমকল বাহিনীর গাড়ি ঢোকার পথ নেই, আশপাশে নেই পানির আধার। অগ্নিকাণ্ডের এমন ঝুঁকির মধ্যে চলছে রাজশাহীর সাহেববাজারের আরডিএ মার্কেট।