Ajker Patrika

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডকে ‘দুর্ঘটনা’ বললেন মির্জা আব্বাস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৫: ২৭
Thumbnail image

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের এ ক্ষতি পূরণ করার মতো নয়।’

আজ বুধবার দুপুরে বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো সহযোগিতার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে সরকার ঘোষিত অনুদান নিয়েও আপত্তি তোলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি। সব দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের এই ক্ষতিপূরণ করা সম্ভব নয়। আমরা চেষ্টা করব ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য।’

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণার বিষয়ে মির্জা আব্বাস বলেন, ব্যবসায়ীদের লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এই ঘোষণায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে তামাশা করা হয়েছে বলেও মন্তব্য করেন আব্বাস। তিনি বলেন, ‘১৫ হাজার টাকা কাকে দেবে? একটা দোকানের কর্মচারী আছে, মালিক আছে, মালিকের পরিবার আছে। ১৫ হাজার টাকা অপ্রতুল। এটাকে আরও বেশি করা উচিত। এখানে যত মালিক, কর্মচারী আছে, তাদের প্রত্যেককে এই সহযোগিতা দেওয়া উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত