নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে যেসব মার্কেট অগ্নিকাণ্ডের ঝুঁকিতে আছে, সেসব মার্কেট থেকে ধীরে ধীরে ব্যবসা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার পরিদর্শনে এসে মন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান।
বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঝুঁকিপূর্ণ যদি আরও কোনো মার্কেট থাকে, ফায়ার সার্ভিস সেটাও নির্দেশনা দেবে। সেইগুলো নিয়ে যেন ব্যবসায়ীরাও চিন্তা-ভাবনা করেন। সেই সব মার্কেটে অগ্নিনির্বাপণের সব ব্যবস্থা না রেখে তাঁরা যেন ব্যবসা না করেন। মার্কেটগুলো থেকে তাঁরা যেন ধীরে ধীরে ব্যবসা সরিয়ে নেন।’
বঙ্গবাজারে আগুনের ঘটনায় যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটাকে উদাহরণ হিসেবে ধরে নিয়ে সবকিছু চিন্তা করতে হবে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা এসব বিষয়কে কীভাবে প্রোটেকশন দেব সেটাও এখন আলোচনায় এসে গেছে। এর পাশেই আমাদের পুলিশ হেডকোয়ার্টার আছে। সেটাও আগুনে পুড়েছে। সেখানে যদি আগুন ছড়িয়ে পড়ত তাহলে এই পুলিশ হেডকোয়ার্টারও হয়তো আরও ক্ষতিগ্রস্ত হতো। পুলিশ হেডকোয়ার্টারে কিছু অগ্নিনির্বাপক যন্ত্র মেইনটেন করার কারণে কিছুটা হলেও সেটা থেকে রক্ষা পাওয়া গেছে। কিন্তু বাকি এই কমপ্লেক্সসহ (বঙ্গবাজার কমপ্লেক্স) চারটি মার্কেট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আমরা ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
এ ঘটনায় ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি কমিটি করেছে বলেও জানান মন্ত্রী। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে একটি কমিটি করেছে। তারা জানার চেষ্টা করছে কীভাবে এই আগুনের সূত্রপাত হলো। আমাদের মন্ত্রণালয় থেকেও একটি কমিটি করা হয়েছে। সেখানে সবাইকে রাখা হয়েছে। যাতে করে, কেন এই দুর্ঘটনা ঘটল, মানে কারও অবহেলা আছে কিনা, আমাদের ভবিষ্যতে কী করণীয় সেটাও আমাদের দিক–নির্দেশনা এই কমিটিগুলো দেবে। আমরা সেটার অপেক্ষায় রয়েছি।’
রাজধানীতে যেসব মার্কেট অগ্নিকাণ্ডের ঝুঁকিতে আছে, সেসব মার্কেট থেকে ধীরে ধীরে ব্যবসা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার পরিদর্শনে এসে মন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান।
বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঝুঁকিপূর্ণ যদি আরও কোনো মার্কেট থাকে, ফায়ার সার্ভিস সেটাও নির্দেশনা দেবে। সেইগুলো নিয়ে যেন ব্যবসায়ীরাও চিন্তা-ভাবনা করেন। সেই সব মার্কেটে অগ্নিনির্বাপণের সব ব্যবস্থা না রেখে তাঁরা যেন ব্যবসা না করেন। মার্কেটগুলো থেকে তাঁরা যেন ধীরে ধীরে ব্যবসা সরিয়ে নেন।’
বঙ্গবাজারে আগুনের ঘটনায় যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটাকে উদাহরণ হিসেবে ধরে নিয়ে সবকিছু চিন্তা করতে হবে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা এসব বিষয়কে কীভাবে প্রোটেকশন দেব সেটাও এখন আলোচনায় এসে গেছে। এর পাশেই আমাদের পুলিশ হেডকোয়ার্টার আছে। সেটাও আগুনে পুড়েছে। সেখানে যদি আগুন ছড়িয়ে পড়ত তাহলে এই পুলিশ হেডকোয়ার্টারও হয়তো আরও ক্ষতিগ্রস্ত হতো। পুলিশ হেডকোয়ার্টারে কিছু অগ্নিনির্বাপক যন্ত্র মেইনটেন করার কারণে কিছুটা হলেও সেটা থেকে রক্ষা পাওয়া গেছে। কিন্তু বাকি এই কমপ্লেক্সসহ (বঙ্গবাজার কমপ্লেক্স) চারটি মার্কেট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আমরা ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
এ ঘটনায় ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি কমিটি করেছে বলেও জানান মন্ত্রী। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে একটি কমিটি করেছে। তারা জানার চেষ্টা করছে কীভাবে এই আগুনের সূত্রপাত হলো। আমাদের মন্ত্রণালয় থেকেও একটি কমিটি করা হয়েছে। সেখানে সবাইকে রাখা হয়েছে। যাতে করে, কেন এই দুর্ঘটনা ঘটল, মানে কারও অবহেলা আছে কিনা, আমাদের ভবিষ্যতে কী করণীয় সেটাও আমাদের দিক–নির্দেশনা এই কমিটিগুলো দেবে। আমরা সেটার অপেক্ষায় রয়েছি।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে