Ajker Patrika

গুগল অ্যাকাউন্টের নাম অপরিবর্তিত রেখে ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তনের উপায়

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৩ মে ২০২১, ১৯: ৩১
গুগল অ্যাকাউন্টের নাম অপরিবর্তিত রেখে ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তনের উপায়

ঢাকা: এখন সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ। এ ক্ষেত্রে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের জনপ্রিয়তা তুঙ্গে। কী নেই ইউটিউবে! সিনেমা, নাটক, গান, বিচিত্র বিষয়ের ওপর নির্মিত তথ্যচিত্র ইত্যাদি তো আছেই, সঙ্গে আছে অগণিত টিউটোরিয়াল। এমনকি বন্ধুদের আড্ডাও অনেকে ইউটিউবে তুলে দেন। একটি জিমেইল অ্যাকাউন্ট থাকলেই যে কেউ চাইলে খুলে ফেলতে পারে নিজস্ব ইউটিউব চ্যানেল।

চ্যানেল তো খোলা গেল, কিন্তু এর কনটেন্ট কী হবে? হ্যাঁ, ইউটিউবাররা অনেক ভেবেই নিজের চ্যানেল খোলেন। কিন্তু মুশকিল হয় নতুন ইউটিউবারদের জন্য। কনটেন্টের ধরন বিচারে তারা শুরুতে হয়তো একটি নাম দিল, কিন্তু কয়েক দিন পরই মনে হলো অন্য কনটেন্ট করবেন। সে ক্ষেত্রে চ্যানেলের নাম বদলও জরুরি হয়ে পড়ে। কিন্তু কোনো একটি অ্যাকাউন্টের বিপরীতে তৈরি করা চ্যানেলের নাম কি পরে বদল করা যায়?

হ্যাঁ, যায়। জিমেইল অ্যাকাউন্ট একই রেখে ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করা যায়। ডেস্কটপে ইউটিউব চ্যানেল পরিবর্তনের জন্য প্রথমে ইউটিউব স্টুডিও খুলে মেনুবারে যেতে হবে। এর পর সেখানে কাস্টমাইজেশন অপশন সিলেক্ট করতে হবে। এভাবে বেসিক ইনফরমেশন সিলেক্ট করা হয়ে গেলে চ্যানেলের নাম পরিবর্তন করার জন্য পেনসিল আইকনে ক্লিক করতে হবে। তখন আপনার চ্যানেলের নাম পরিবর্তন করার অপশন তৈরি হবে। এভাবে চ্যানেলের নামটি পরিবর্তন করে নিতে হবে।

মোবাইলেও এই কাজটি করা যাবে। এ জন্য প্রথমে ‘ইওর চ্যানেল’ অপশনে ক্লিক করতে হবে। তারপর এডিট চ্যানেল সিলেক্ট করে নিতে হবে। এই কাজ হয়ে গেলে পেনসিল আইকনে ক্লিক করে প্রোফাইলের নাম পরিবর্তন করা যাবে।

এভাবে গুগল অ্যাকাউন্ট পরিবর্তন না করেই ডেস্কটপ বা মোবাইল ব্যবহারকারীরা ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ, ব্যবহারকারী অরিজিনাল গুগল অ্যাকাউন্ট রেখেই ইউটিউব চ্যানেলের নাম ও প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবে।

তাই বলা যায়, নিজের জিমেইল ব্যবহার করেই চ্যানেল খুলতে পারবেন ব্যবহারকারীরা। তবে এই কাজটি করলে নাম পরিবর্তনের ফলে সৃষ্ট নতুন চ্যানেলে ভেরিফিকেশন ব্যাজ থাকে না। এ জন্য নাম পরিবর্তনকারীকে নতুন করে আবেদন করতে হবে। তবেই পাওয়া যাবে ভেরিফিকেশন ব্যাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত