বিজ্ঞাপন ছাড়া বিনা মূল্যে ইউটিউবে ভিডিও দেখার কোনো উপায় আর থাকছে না। যারা সব সময় অ্যাডব্লকার ব্যবহার করেন, তাঁদের হয় টাকার বিনিময়ে প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে হবে, নয়তো ভিডিও দেখারই সুযোগ থাকবে না।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাডব্লকারদের বিরুদ্ধে ইউটিউব কর্তৃপক্ষ এমন কঠোর অবস্থানে যাচ্ছে।
এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, বারবার বিজ্ঞাপন ব্লকিং অ্যাপ ব্যবহার শনাক্ত করলে ইউটিউব সেই ভিউয়ারের ভিডিও প্লেব্যাক বন্ধ করে দিতে পারে।
এ ব্যাপারে গুগলের মুখপাত্র ওলুওয়া ফালোডুন ই-মেইলের মাধ্যমে দ্য ভার্জকে জানিয়েছেন, অ্যাডব্লকার শনাক্ত করে পদক্ষেপ নেওয়ার বিষয়টি নতুন নয়। অন্য কনটেন্ট প্রকাশকেরা নিয়মিত দর্শকদের অ্যাডব্লকার নিষ্ক্রিয় করতে বলে।
তিনি বলেন, ‘অ্যাডব্লকার ব্যবহাকারীদের জন্য ইউটিউবে প্লেব্যাক বন্ধ করার পদক্ষেপটাই আমরা খুব গুরুত্বসহকারে দেখছি। শুধু সেই ভিউয়ারের ক্ষেত্রে এটি করা হবে ,যারা বারবার অনুরোধ করা সত্ত্বেও অ্যাডব্লকার নিষ্ক্রিয় করবেন না। তাঁরা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন না। যদি ভিউয়ার মনে করেন ভুলভাবে তাঁকে ফ্ল্যাগ করা হচ্ছে, তাহলে তিনি প্রদেয় লিংকে ক্লিক করে তাঁর প্রতিক্রিয়া শেয়ার করতে পারবেন।’
অর্থাৎ, এটি স্পষ্ট যে অ্যাডব্লকার ব্যবহারকারীদের ব্যাপারে ইউটিউব কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। বিনা খরচে ব্যবহারের প্ল্যাটফর্ম ইউটিউব তার কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করতে ভিউয়ারেদর বিজ্ঞাপন দেখানোর ন্যায্যতা প্রতিষ্ঠার পথেই এগোচ্ছে। ইউটিউবের বিবৃতিতে বলা হয়েছে, তাদের এই বিজ্ঞাপন দেখানোর মডেলটিই কনটেন্ট ক্রিয়েটরদের একটি বৈচিত্র্যময় ইকোসিস্টেম দিচ্ছে। এর কল্যাণেই কোটি কোটি মানুষকে বিশ্বব্যাপী বিনা মূল্যে ইচ্ছেমতো কনটেন্ট দেখার সুযোগ করে দেওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে হলে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইব করতে হবে। এর জন্য প্রতি মাসে খরচ হবে ১১ দশমিক ৯৯ ডলার। আর বছরে খরচ হবে ১১৯ দশমিক ৯৯ ডলার। এর সঙ্গে অফলাইন ডাউনলোড ও ইউটিউব মিউজিক প্রিমিয়ামের মতো অন্যান্য সুবিধাও থাকবে।
গত বছরের নভেম্বরে ইউটিউব জানায়, ইউটিউব প্রিমিয়াম ও ইউটিউব মিউজিকের সাবস্ক্রাইবার ৮ কোটি ছাড়িয়ে গেছে।
বিজ্ঞাপন ছাড়া বিনা মূল্যে ইউটিউবে ভিডিও দেখার কোনো উপায় আর থাকছে না। যারা সব সময় অ্যাডব্লকার ব্যবহার করেন, তাঁদের হয় টাকার বিনিময়ে প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে হবে, নয়তো ভিডিও দেখারই সুযোগ থাকবে না।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাডব্লকারদের বিরুদ্ধে ইউটিউব কর্তৃপক্ষ এমন কঠোর অবস্থানে যাচ্ছে।
এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, বারবার বিজ্ঞাপন ব্লকিং অ্যাপ ব্যবহার শনাক্ত করলে ইউটিউব সেই ভিউয়ারের ভিডিও প্লেব্যাক বন্ধ করে দিতে পারে।
এ ব্যাপারে গুগলের মুখপাত্র ওলুওয়া ফালোডুন ই-মেইলের মাধ্যমে দ্য ভার্জকে জানিয়েছেন, অ্যাডব্লকার শনাক্ত করে পদক্ষেপ নেওয়ার বিষয়টি নতুন নয়। অন্য কনটেন্ট প্রকাশকেরা নিয়মিত দর্শকদের অ্যাডব্লকার নিষ্ক্রিয় করতে বলে।
তিনি বলেন, ‘অ্যাডব্লকার ব্যবহাকারীদের জন্য ইউটিউবে প্লেব্যাক বন্ধ করার পদক্ষেপটাই আমরা খুব গুরুত্বসহকারে দেখছি। শুধু সেই ভিউয়ারের ক্ষেত্রে এটি করা হবে ,যারা বারবার অনুরোধ করা সত্ত্বেও অ্যাডব্লকার নিষ্ক্রিয় করবেন না। তাঁরা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন না। যদি ভিউয়ার মনে করেন ভুলভাবে তাঁকে ফ্ল্যাগ করা হচ্ছে, তাহলে তিনি প্রদেয় লিংকে ক্লিক করে তাঁর প্রতিক্রিয়া শেয়ার করতে পারবেন।’
অর্থাৎ, এটি স্পষ্ট যে অ্যাডব্লকার ব্যবহারকারীদের ব্যাপারে ইউটিউব কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। বিনা খরচে ব্যবহারের প্ল্যাটফর্ম ইউটিউব তার কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করতে ভিউয়ারেদর বিজ্ঞাপন দেখানোর ন্যায্যতা প্রতিষ্ঠার পথেই এগোচ্ছে। ইউটিউবের বিবৃতিতে বলা হয়েছে, তাদের এই বিজ্ঞাপন দেখানোর মডেলটিই কনটেন্ট ক্রিয়েটরদের একটি বৈচিত্র্যময় ইকোসিস্টেম দিচ্ছে। এর কল্যাণেই কোটি কোটি মানুষকে বিশ্বব্যাপী বিনা মূল্যে ইচ্ছেমতো কনটেন্ট দেখার সুযোগ করে দেওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে হলে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইব করতে হবে। এর জন্য প্রতি মাসে খরচ হবে ১১ দশমিক ৯৯ ডলার। আর বছরে খরচ হবে ১১৯ দশমিক ৯৯ ডলার। এর সঙ্গে অফলাইন ডাউনলোড ও ইউটিউব মিউজিক প্রিমিয়ামের মতো অন্যান্য সুবিধাও থাকবে।
গত বছরের নভেম্বরে ইউটিউব জানায়, ইউটিউব প্রিমিয়াম ও ইউটিউব মিউজিকের সাবস্ক্রাইবার ৮ কোটি ছাড়িয়ে গেছে।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১১ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৪ ঘণ্টা আগে