Ajker Patrika

ফেসবুকে আসছে নতুন অডিও ফিচার

ফেসবুকে আসছে নতুন অডিও ফিচার

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মার্ক জাকারবার্গ জানিয়েছেন, তারা শিগগিরই একটি অডিও ফিচার সিরিজের সঙ্গে গ্রাহকদের পরিচয় করিয়ে দেবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই ফিচারে থাকবে লাইভ অডিও রুম। বিশ্লেষকেরা মনে করছেন, প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার লক্ষ্যেই জনপ্রিয় অ্যাপ ক্লাবহাউজের এই ক্লোন ভার্সন আনছে ফেসবুক। অডিও চ্যাটের সুবিধার কারণে ক্লাবহাউজ এরই মধ্যে অনেক গ্রাহক পেয়েছে। ফেসবুকের টার্গেট হচ্ছে এই গ্রাহক–বাজার ধরা। এই বিশেষ অডিও ফিচার নিয়ে উপস্থিত হওয়ার অন্যতম কারণ এটি।

ফেসবুক জানায়, এই অডিও ফিচারে লাইভ আলাপচারিতা শোনার পাশাপাশি অংশগ্রহণও করতে পারবে ব্যবহারকারীরা। শুধু তাই নয়, ফেসবুক ‘সাউন্ডবাইটস’ নামে আরেকটি নতুন ফিচার আনতে যাচ্ছে। এই ‘সাউন্ডবাইটস’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছোট ছোট অডিও ক্লিপ বানানোর পাশাপাশি শেয়ারও করতে পারবেন।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকেরা লাইভ অডিও রুম বা সাউন্ডবাইটসের মাধ্যমে অর্থও উপার্জন করতে পারবেন। এ ছাড়া গ্রাহকেরা যাতে সরাসরি পোডকাস্ট শুনতে পারেন, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

ফেসবুকের কর্মকর্তা ফিডজি সিমো জানান, এই মহামারিকালে অডিও অনলি প্ল্যাটফর্ম বেশ জনপ্রিয় হয়েছে। তাই ফেসবুক এদিকে বিশেষ মনোযোগ দিয়েছে।

তবে ফেসবুক ছোট কোম্পানির আইডিয়াগুলোকে গ্রাস করছে বলেও অভিযোগ উঠছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) কাছ থেকে এমনটাই জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত