অনলাইন ডেস্ক
ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মার্ক জাকারবার্গ জানিয়েছেন, তারা শিগগিরই একটি অডিও ফিচার সিরিজের সঙ্গে গ্রাহকদের পরিচয় করিয়ে দেবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই ফিচারে থাকবে লাইভ অডিও রুম। বিশ্লেষকেরা মনে করছেন, প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার লক্ষ্যেই জনপ্রিয় অ্যাপ ক্লাবহাউজের এই ক্লোন ভার্সন আনছে ফেসবুক। অডিও চ্যাটের সুবিধার কারণে ক্লাবহাউজ এরই মধ্যে অনেক গ্রাহক পেয়েছে। ফেসবুকের টার্গেট হচ্ছে এই গ্রাহক–বাজার ধরা। এই বিশেষ অডিও ফিচার নিয়ে উপস্থিত হওয়ার অন্যতম কারণ এটি।
ফেসবুক জানায়, এই অডিও ফিচারে লাইভ আলাপচারিতা শোনার পাশাপাশি অংশগ্রহণও করতে পারবে ব্যবহারকারীরা। শুধু তাই নয়, ফেসবুক ‘সাউন্ডবাইটস’ নামে আরেকটি নতুন ফিচার আনতে যাচ্ছে। এই ‘সাউন্ডবাইটস’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছোট ছোট অডিও ক্লিপ বানানোর পাশাপাশি শেয়ারও করতে পারবেন।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকেরা লাইভ অডিও রুম বা সাউন্ডবাইটসের মাধ্যমে অর্থও উপার্জন করতে পারবেন। এ ছাড়া গ্রাহকেরা যাতে সরাসরি পোডকাস্ট শুনতে পারেন, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
ফেসবুকের কর্মকর্তা ফিডজি সিমো জানান, এই মহামারিকালে অডিও অনলি প্ল্যাটফর্ম বেশ জনপ্রিয় হয়েছে। তাই ফেসবুক এদিকে বিশেষ মনোযোগ দিয়েছে।
তবে ফেসবুক ছোট কোম্পানির আইডিয়াগুলোকে গ্রাস করছে বলেও অভিযোগ উঠছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) কাছ থেকে এমনটাই জানা গেছে।
ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মার্ক জাকারবার্গ জানিয়েছেন, তারা শিগগিরই একটি অডিও ফিচার সিরিজের সঙ্গে গ্রাহকদের পরিচয় করিয়ে দেবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই ফিচারে থাকবে লাইভ অডিও রুম। বিশ্লেষকেরা মনে করছেন, প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার লক্ষ্যেই জনপ্রিয় অ্যাপ ক্লাবহাউজের এই ক্লোন ভার্সন আনছে ফেসবুক। অডিও চ্যাটের সুবিধার কারণে ক্লাবহাউজ এরই মধ্যে অনেক গ্রাহক পেয়েছে। ফেসবুকের টার্গেট হচ্ছে এই গ্রাহক–বাজার ধরা। এই বিশেষ অডিও ফিচার নিয়ে উপস্থিত হওয়ার অন্যতম কারণ এটি।
ফেসবুক জানায়, এই অডিও ফিচারে লাইভ আলাপচারিতা শোনার পাশাপাশি অংশগ্রহণও করতে পারবে ব্যবহারকারীরা। শুধু তাই নয়, ফেসবুক ‘সাউন্ডবাইটস’ নামে আরেকটি নতুন ফিচার আনতে যাচ্ছে। এই ‘সাউন্ডবাইটস’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছোট ছোট অডিও ক্লিপ বানানোর পাশাপাশি শেয়ারও করতে পারবেন।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকেরা লাইভ অডিও রুম বা সাউন্ডবাইটসের মাধ্যমে অর্থও উপার্জন করতে পারবেন। এ ছাড়া গ্রাহকেরা যাতে সরাসরি পোডকাস্ট শুনতে পারেন, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
ফেসবুকের কর্মকর্তা ফিডজি সিমো জানান, এই মহামারিকালে অডিও অনলি প্ল্যাটফর্ম বেশ জনপ্রিয় হয়েছে। তাই ফেসবুক এদিকে বিশেষ মনোযোগ দিয়েছে।
তবে ফেসবুক ছোট কোম্পানির আইডিয়াগুলোকে গ্রাস করছে বলেও অভিযোগ উঠছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) কাছ থেকে এমনটাই জানা গেছে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ নতুন চারটি ফিচার চালু করল গুগল। প্রতারণামূলক বা স্ক্যাম বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফিচারগুলো নিরাপদে লোকেশন শেয়ারের সুবিধা, ওয়েব ব্রাউজিংয়ের সময় দাম দেখা ও গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদন পাওয়ার সুযোগ দেবে।
১৩ ঘণ্টা আগেসেমিকন্ডাক্টর শিল্পের ভর্তুকি আইন বাতিল করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য গত মঙ্গলবার মার্কিন আইনপ্রণেতাদের উদ্দ্যেশ্য তিনি বলেন, তাঁদের উচিত ২০২২ সালের ঐতিহাসিক দ্বিদলীয় আইনটি বাতিল করা। সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ও তৈরির জন্য ৫২ দশমিক ৭ বিলিয়ন বা ৫ হাজার ২৭০ কোটি ডলার...
১৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে অ্যাপল। এই ডিভাইসে এম ৩ চিপ ব্যবহার করা হয়েছে। আইপ্যাড এয়ার এর এই নতুন সংস্করণটি ২০২২ সালের এম ১ আইপ্যাড এয়ার–এর চেয়েও দ্বিগুণ গতিতে কাজ করবে।
১৫ ঘণ্টা আগেআমরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠাই। তবে অনেক সময় পাঠানো ফাইলের গুণমান বা রেজল্যুশন কমে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও শেয়ার করার সময় এটি সমস্যার কারণ হতে পারে। তবে হোয়াটসঅ্যাপে একটি সহজ সেটিং পরিবর্তন করলেই এই সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।
১৯ ঘণ্টা আগে