কোনো লাইব্রেরি, অফিসে বা ক্লাসরুমে ফেসবুকে স্ক্রলিং করার সময় ভিডিও পোস্ট হঠাৎ করেই জোরে বাজতে শুরু করে। এই ধরনের ঘটনা আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। তবে ফেসবুকের অটোপ্লে ফিচার বন্ধ করার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই কীভাবে অটোপ্লে ফিচার চালু বা বন্ধ করতে হবে তা জানা প্রয়োজন।
এ ছাড়া ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু থাকলে অকারণে ফোনের অনেক ডেটা নষ্ট হয়। ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে এটি কোনো সমস্যা মনে না হলেও অপ্রয়োজনীয় ভিডিও স্ট্রিমের মাধ্যমে অনেক মোবাইল ডেটা খরচ হয়। সেই সঙ্গে ভিডিও প্লে করলে স্মার্টফোনের চার্জও দ্রুত শেষ হয়।
ফেসবুকে ভিডিও অটোপ্লে বন্ধ করলে পছন্দের ভিডিওগুলো স্ক্রিনের প্লে আইকনে ক্লিক বা ট্যাপ করে চালু করতে হবে। এটি কম্পিউটার বা স্মার্টফোন ডিভাইস থেকে বন্ধ করা যায়।
কম্পিউটার থেকে অটোপ্লে ফিচার বন্ধ করবেন যেভাবে
কম্পিউটারের যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে ভিডিও অটোপ্লে সেটিংস পরিবর্তন করা যায়। তবে ব্রাউজার থেকে ফেসবুকের অটোপ্লে বন্ধ করা হলে এটি ফেসবুক মোবাইল অ্যাপের সেটিংসে প্রভাব ফেলবে না।
১. পছন্দের ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন এবং নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. ফেসবুকের ওপরের ডান কোনায় থাকা ‘নিম্নমুখী তীর’ আইকোনে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৩. তারপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ আইকোনে ক্লিক করুন।
৪. এরপর ‘সেটিংস’ নির্বাচন করুন।
৫. বাম প্যানেলের নিচের দিকে স্ক্রল করে ‘ভিডিওস’ অপশন নির্বাচন করুন।
৬. ডান পাশে থাকা ‘অটো প্লে ভিডিওস’ অপশনের পাশে ড্রপ ডাইন মেনু থেকে থেকে ‘অফ’ অপশন নির্বাচন করুন।
এভাবে ফেসবুকে ভিডিও আর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না।
অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে অটোপ্লে বন্ধ করবেন যেভাবে
১. স্ক্রিনের নিচের ডান কোনায় থাকা হ্যামবার্গার মেনু (☰) বা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন।
২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ আইকোনে ট্যাপ করুন।
৩. এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৪. নিচের দিকে স্ক্রল করে প্রিফারেন্স বিভাগটি খুঁজে বের করুন। এই বিভাগের অধীনে থাকা ‘মিডিয়া’ অপশন নির্বাচন করুন।
৫. অটোপ্লে এর অধীনে ‘নেভার অটোপ্লে ভিডিওস’ অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: লাইফ ওয়্যার
কোনো লাইব্রেরি, অফিসে বা ক্লাসরুমে ফেসবুকে স্ক্রলিং করার সময় ভিডিও পোস্ট হঠাৎ করেই জোরে বাজতে শুরু করে। এই ধরনের ঘটনা আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। তবে ফেসবুকের অটোপ্লে ফিচার বন্ধ করার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই কীভাবে অটোপ্লে ফিচার চালু বা বন্ধ করতে হবে তা জানা প্রয়োজন।
এ ছাড়া ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু থাকলে অকারণে ফোনের অনেক ডেটা নষ্ট হয়। ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে এটি কোনো সমস্যা মনে না হলেও অপ্রয়োজনীয় ভিডিও স্ট্রিমের মাধ্যমে অনেক মোবাইল ডেটা খরচ হয়। সেই সঙ্গে ভিডিও প্লে করলে স্মার্টফোনের চার্জও দ্রুত শেষ হয়।
ফেসবুকে ভিডিও অটোপ্লে বন্ধ করলে পছন্দের ভিডিওগুলো স্ক্রিনের প্লে আইকনে ক্লিক বা ট্যাপ করে চালু করতে হবে। এটি কম্পিউটার বা স্মার্টফোন ডিভাইস থেকে বন্ধ করা যায়।
কম্পিউটার থেকে অটোপ্লে ফিচার বন্ধ করবেন যেভাবে
কম্পিউটারের যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে ভিডিও অটোপ্লে সেটিংস পরিবর্তন করা যায়। তবে ব্রাউজার থেকে ফেসবুকের অটোপ্লে বন্ধ করা হলে এটি ফেসবুক মোবাইল অ্যাপের সেটিংসে প্রভাব ফেলবে না।
১. পছন্দের ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন এবং নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. ফেসবুকের ওপরের ডান কোনায় থাকা ‘নিম্নমুখী তীর’ আইকোনে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৩. তারপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ আইকোনে ক্লিক করুন।
৪. এরপর ‘সেটিংস’ নির্বাচন করুন।
৫. বাম প্যানেলের নিচের দিকে স্ক্রল করে ‘ভিডিওস’ অপশন নির্বাচন করুন।
৬. ডান পাশে থাকা ‘অটো প্লে ভিডিওস’ অপশনের পাশে ড্রপ ডাইন মেনু থেকে থেকে ‘অফ’ অপশন নির্বাচন করুন।
এভাবে ফেসবুকে ভিডিও আর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না।
অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে অটোপ্লে বন্ধ করবেন যেভাবে
১. স্ক্রিনের নিচের ডান কোনায় থাকা হ্যামবার্গার মেনু (☰) বা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন।
২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ আইকোনে ট্যাপ করুন।
৩. এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৪. নিচের দিকে স্ক্রল করে প্রিফারেন্স বিভাগটি খুঁজে বের করুন। এই বিভাগের অধীনে থাকা ‘মিডিয়া’ অপশন নির্বাচন করুন।
৫. অটোপ্লে এর অধীনে ‘নেভার অটোপ্লে ভিডিওস’ অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: লাইফ ওয়্যার
বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে আর্টিকেল বা নিবন্ধের সংখ্যা ৭০ লাখের কাছাকাছি। তবে দ্বিতীয় বৃহত্তম সংস্করণটি ফরাসি, স্প্যানিশ বা চীনা ভাষায় নয়—এটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে প্রচলিত স্থানীয় ভাষা সেবুয়ানোয় লেখা হয়েছে। এই সংস্করণের নিবন্ধসংখ্যা ৬০ লাখেরও বেশি।
১ ঘণ্টা আগেসর্বশেষ উইন্ডোজ ১১ আপডেটের পর একটি ‘রহস্যময়’ খালি ফোল্ডার দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। ফোল্ডারে কিছু না থাকলেও তা ডিলিট করতে মানা করছে মাইক্রোসফট। কারণ এটি উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেটের অংশ।
৩ ঘণ্টা আগেমাত্র তিন মাস আগে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল আর ১ উন্মোচন করে চীনের কোম্পানি ডিপসিক। এরই মধ্যে মডেলটি বিভিন্ন সেবা ও পণ্যে ব্যাপকভাবে প্রয়োগ করা করেছে। বিশেষ করে চীনে দেশপ্রেম ও প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে এই মডেল। তবে সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক দিক হলো—চীন সরকারের নজরদারি...
৪ ঘণ্টা আগেঅ্যাপল হয়তো বড় কোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে। এবার নতুন এক হুমকি আসছে ওপেনএআই-এর দিক থেকে। কারণ স্ক্রিনবিহীন এআই প্রযুক্তির ফোন তৈরি করতে পারে ওপেনএআই। আর এই ফোন তৈরির প্রকল্পে সম্ভবত বিনিয়োগ করেছেন স্টিভ জবসের স্ত্রী লরিন পাওয়েল জবস।
৬ ঘণ্টা আগে