কোনো লাইব্রেরি, অফিসে বা ক্লাসরুমে ফেসবুকে স্ক্রলিং করার সময় ভিডিও পোস্ট হঠাৎ করেই জোরে বাজতে শুরু করে। এই ধরনের ঘটনা আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। তবে ফেসবুকের অটোপ্লে ফিচার বন্ধ করার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই কীভাবে অটোপ্লে ফিচার চালু বা বন্ধ করতে হবে তা জানা প্রয়োজন।
এ ছাড়া ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু থাকলে অকারণে ফোনের অনেক ডেটা নষ্ট হয়। ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে এটি কোনো সমস্যা মনে না হলেও অপ্রয়োজনীয় ভিডিও স্ট্রিমের মাধ্যমে অনেক মোবাইল ডেটা খরচ হয়। সেই সঙ্গে ভিডিও প্লে করলে স্মার্টফোনের চার্জও দ্রুত শেষ হয়।
ফেসবুকে ভিডিও অটোপ্লে বন্ধ করলে পছন্দের ভিডিওগুলো স্ক্রিনের প্লে আইকনে ক্লিক বা ট্যাপ করে চালু করতে হবে। এটি কম্পিউটার বা স্মার্টফোন ডিভাইস থেকে বন্ধ করা যায়।
কম্পিউটার থেকে অটোপ্লে ফিচার বন্ধ করবেন যেভাবে
কম্পিউটারের যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে ভিডিও অটোপ্লে সেটিংস পরিবর্তন করা যায়। তবে ব্রাউজার থেকে ফেসবুকের অটোপ্লে বন্ধ করা হলে এটি ফেসবুক মোবাইল অ্যাপের সেটিংসে প্রভাব ফেলবে না।
১. পছন্দের ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন এবং নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. ফেসবুকের ওপরের ডান কোনায় থাকা ‘নিম্নমুখী তীর’ আইকোনে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৩. তারপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ আইকোনে ক্লিক করুন।
৪. এরপর ‘সেটিংস’ নির্বাচন করুন।
৫. বাম প্যানেলের নিচের দিকে স্ক্রল করে ‘ভিডিওস’ অপশন নির্বাচন করুন।
৬. ডান পাশে থাকা ‘অটো প্লে ভিডিওস’ অপশনের পাশে ড্রপ ডাইন মেনু থেকে থেকে ‘অফ’ অপশন নির্বাচন করুন।
এভাবে ফেসবুকে ভিডিও আর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না।
অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে অটোপ্লে বন্ধ করবেন যেভাবে
১. স্ক্রিনের নিচের ডান কোনায় থাকা হ্যামবার্গার মেনু (☰) বা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন।
২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ আইকোনে ট্যাপ করুন।
৩. এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৪. নিচের দিকে স্ক্রল করে প্রিফারেন্স বিভাগটি খুঁজে বের করুন। এই বিভাগের অধীনে থাকা ‘মিডিয়া’ অপশন নির্বাচন করুন।
৫. অটোপ্লে এর অধীনে ‘নেভার অটোপ্লে ভিডিওস’ অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: লাইফ ওয়্যার
কোনো লাইব্রেরি, অফিসে বা ক্লাসরুমে ফেসবুকে স্ক্রলিং করার সময় ভিডিও পোস্ট হঠাৎ করেই জোরে বাজতে শুরু করে। এই ধরনের ঘটনা আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। তবে ফেসবুকের অটোপ্লে ফিচার বন্ধ করার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই কীভাবে অটোপ্লে ফিচার চালু বা বন্ধ করতে হবে তা জানা প্রয়োজন।
এ ছাড়া ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু থাকলে অকারণে ফোনের অনেক ডেটা নষ্ট হয়। ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে এটি কোনো সমস্যা মনে না হলেও অপ্রয়োজনীয় ভিডিও স্ট্রিমের মাধ্যমে অনেক মোবাইল ডেটা খরচ হয়। সেই সঙ্গে ভিডিও প্লে করলে স্মার্টফোনের চার্জও দ্রুত শেষ হয়।
ফেসবুকে ভিডিও অটোপ্লে বন্ধ করলে পছন্দের ভিডিওগুলো স্ক্রিনের প্লে আইকনে ক্লিক বা ট্যাপ করে চালু করতে হবে। এটি কম্পিউটার বা স্মার্টফোন ডিভাইস থেকে বন্ধ করা যায়।
কম্পিউটার থেকে অটোপ্লে ফিচার বন্ধ করবেন যেভাবে
কম্পিউটারের যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে ভিডিও অটোপ্লে সেটিংস পরিবর্তন করা যায়। তবে ব্রাউজার থেকে ফেসবুকের অটোপ্লে বন্ধ করা হলে এটি ফেসবুক মোবাইল অ্যাপের সেটিংসে প্রভাব ফেলবে না।
১. পছন্দের ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন এবং নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. ফেসবুকের ওপরের ডান কোনায় থাকা ‘নিম্নমুখী তীর’ আইকোনে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৩. তারপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ আইকোনে ক্লিক করুন।
৪. এরপর ‘সেটিংস’ নির্বাচন করুন।
৫. বাম প্যানেলের নিচের দিকে স্ক্রল করে ‘ভিডিওস’ অপশন নির্বাচন করুন।
৬. ডান পাশে থাকা ‘অটো প্লে ভিডিওস’ অপশনের পাশে ড্রপ ডাইন মেনু থেকে থেকে ‘অফ’ অপশন নির্বাচন করুন।
এভাবে ফেসবুকে ভিডিও আর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না।
অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে অটোপ্লে বন্ধ করবেন যেভাবে
১. স্ক্রিনের নিচের ডান কোনায় থাকা হ্যামবার্গার মেনু (☰) বা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন।
২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ আইকোনে ট্যাপ করুন।
৩. এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৪. নিচের দিকে স্ক্রল করে প্রিফারেন্স বিভাগটি খুঁজে বের করুন। এই বিভাগের অধীনে থাকা ‘মিডিয়া’ অপশন নির্বাচন করুন।
৫. অটোপ্লে এর অধীনে ‘নেভার অটোপ্লে ভিডিওস’ অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: লাইফ ওয়্যার
টিসিএস জানিয়েছে, এই কর্মী ছাঁটাইয়ের মূল কারণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। একই সঙ্গে সংস্থাটি নতুন বাজারে প্রবেশ করছে এবং বিশ্বজুড়ে প্রযুক্তির চাহিদা অনিশ্চিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিসিএস আশ্বস্ত করেছে, এই পরিবর্তনের কারণে ক্লায়েন্টদের
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যে পর্নোগ্রাফি দেখতে হলে এখন থেকে বয়স যাচাইয়ের জন্য সেলফি কিংবা ছবিসহ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) থেকে কার্যকর হওয়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী, পর্নো কনটেন্ট প্রকাশ বা প্রদর্শনকারী যেকোনো ওয়েবসাইটকে ‘ব্যাপকভাবে কার্যকর’ বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে।
৮ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় চলতি মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রশ্ন মানুষের মতো সমাধান করে ‘স্বর্ণপদকের মান’ (গোল্ড স্ট্যান্ডার্ড) অর্জন করেছে গুগল ডিপমাইন্ডের তৈরি একটি চ্যাটবট এআই সিস্টেম। ছয়টি সমস্যার মধ্যে পাঁচটির সমাধান করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো এমন উচ্চস্তরের পারফরম্যা
১০ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করছে চীন। গতকাল শনিবার শাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স’-এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই প্রস্তাব দেন।
১১ ঘণ্টা আগে