অনলাইন ডেস্ক
কোনো লাইব্রেরি, অফিসে বা ক্লাসরুমে ফেসবুকে স্ক্রলিং করার সময় ভিডিও পোস্ট হঠাৎ করেই জোরে বাজতে শুরু করে। এই ধরনের ঘটনা আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। তবে ফেসবুকের অটোপ্লে ফিচার বন্ধ করার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই কীভাবে অটোপ্লে ফিচার চালু বা বন্ধ করতে হবে তা জানা প্রয়োজন।
এ ছাড়া ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু থাকলে অকারণে ফোনের অনেক ডেটা নষ্ট হয়। ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে এটি কোনো সমস্যা মনে না হলেও অপ্রয়োজনীয় ভিডিও স্ট্রিমের মাধ্যমে অনেক মোবাইল ডেটা খরচ হয়। সেই সঙ্গে ভিডিও প্লে করলে স্মার্টফোনের চার্জও দ্রুত শেষ হয়।
ফেসবুকে ভিডিও অটোপ্লে বন্ধ করলে পছন্দের ভিডিওগুলো স্ক্রিনের প্লে আইকনে ক্লিক বা ট্যাপ করে চালু করতে হবে। এটি কম্পিউটার বা স্মার্টফোন ডিভাইস থেকে বন্ধ করা যায়।
কম্পিউটার থেকে অটোপ্লে ফিচার বন্ধ করবেন যেভাবে
কম্পিউটারের যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে ভিডিও অটোপ্লে সেটিংস পরিবর্তন করা যায়। তবে ব্রাউজার থেকে ফেসবুকের অটোপ্লে বন্ধ করা হলে এটি ফেসবুক মোবাইল অ্যাপের সেটিংসে প্রভাব ফেলবে না।
১. পছন্দের ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন এবং নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. ফেসবুকের ওপরের ডান কোনায় থাকা ‘নিম্নমুখী তীর’ আইকোনে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৩. তারপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ আইকোনে ক্লিক করুন।
৪. এরপর ‘সেটিংস’ নির্বাচন করুন।
৫. বাম প্যানেলের নিচের দিকে স্ক্রল করে ‘ভিডিওস’ অপশন নির্বাচন করুন।
৬. ডান পাশে থাকা ‘অটো প্লে ভিডিওস’ অপশনের পাশে ড্রপ ডাইন মেনু থেকে থেকে ‘অফ’ অপশন নির্বাচন করুন।
এভাবে ফেসবুকে ভিডিও আর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না।
অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে অটোপ্লে বন্ধ করবেন যেভাবে
১. স্ক্রিনের নিচের ডান কোনায় থাকা হ্যামবার্গার মেনু (☰) বা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন।
২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ আইকোনে ট্যাপ করুন।
৩. এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৪. নিচের দিকে স্ক্রল করে প্রিফারেন্স বিভাগটি খুঁজে বের করুন। এই বিভাগের অধীনে থাকা ‘মিডিয়া’ অপশন নির্বাচন করুন।
৫. অটোপ্লে এর অধীনে ‘নেভার অটোপ্লে ভিডিওস’ অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: লাইফ ওয়্যার
কোনো লাইব্রেরি, অফিসে বা ক্লাসরুমে ফেসবুকে স্ক্রলিং করার সময় ভিডিও পোস্ট হঠাৎ করেই জোরে বাজতে শুরু করে। এই ধরনের ঘটনা আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। তবে ফেসবুকের অটোপ্লে ফিচার বন্ধ করার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই কীভাবে অটোপ্লে ফিচার চালু বা বন্ধ করতে হবে তা জানা প্রয়োজন।
এ ছাড়া ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু থাকলে অকারণে ফোনের অনেক ডেটা নষ্ট হয়। ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে এটি কোনো সমস্যা মনে না হলেও অপ্রয়োজনীয় ভিডিও স্ট্রিমের মাধ্যমে অনেক মোবাইল ডেটা খরচ হয়। সেই সঙ্গে ভিডিও প্লে করলে স্মার্টফোনের চার্জও দ্রুত শেষ হয়।
ফেসবুকে ভিডিও অটোপ্লে বন্ধ করলে পছন্দের ভিডিওগুলো স্ক্রিনের প্লে আইকনে ক্লিক বা ট্যাপ করে চালু করতে হবে। এটি কম্পিউটার বা স্মার্টফোন ডিভাইস থেকে বন্ধ করা যায়।
কম্পিউটার থেকে অটোপ্লে ফিচার বন্ধ করবেন যেভাবে
কম্পিউটারের যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে ভিডিও অটোপ্লে সেটিংস পরিবর্তন করা যায়। তবে ব্রাউজার থেকে ফেসবুকের অটোপ্লে বন্ধ করা হলে এটি ফেসবুক মোবাইল অ্যাপের সেটিংসে প্রভাব ফেলবে না।
১. পছন্দের ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন এবং নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. ফেসবুকের ওপরের ডান কোনায় থাকা ‘নিম্নমুখী তীর’ আইকোনে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৩. তারপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ আইকোনে ক্লিক করুন।
৪. এরপর ‘সেটিংস’ নির্বাচন করুন।
৫. বাম প্যানেলের নিচের দিকে স্ক্রল করে ‘ভিডিওস’ অপশন নির্বাচন করুন।
৬. ডান পাশে থাকা ‘অটো প্লে ভিডিওস’ অপশনের পাশে ড্রপ ডাইন মেনু থেকে থেকে ‘অফ’ অপশন নির্বাচন করুন।
এভাবে ফেসবুকে ভিডিও আর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না।
অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে অটোপ্লে বন্ধ করবেন যেভাবে
১. স্ক্রিনের নিচের ডান কোনায় থাকা হ্যামবার্গার মেনু (☰) বা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন।
২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ আইকোনে ট্যাপ করুন।
৩. এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৪. নিচের দিকে স্ক্রল করে প্রিফারেন্স বিভাগটি খুঁজে বের করুন। এই বিভাগের অধীনে থাকা ‘মিডিয়া’ অপশন নির্বাচন করুন।
৫. অটোপ্লে এর অধীনে ‘নেভার অটোপ্লে ভিডিওস’ অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: লাইফ ওয়্যার
লাইভ ভিডিও ফিচারে বড় পরিবর্তন আনছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এই পরিবর্তন লাখ লাখ ব্যবহারকারীর ওপর প্রভাব ফেলবে। কারণ, এখন থেকে মাত্র ৩০ দিনের জন্য সংরক্ষিত থাকবে লাইভ ভিডিওগুলো। তারপর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ায় স্মার্টফোন বিক্রিতে নতুন রেকর্ড গড়ল স্যামসাং। মাত্র ২১ দিনের মাথায় গ্যালাক্সি এস২৫ সিরিজের ১০ লাখ ফোন বিক্রি করে এই মাইলফলক অর্জন করেছে কোম্পানিটি। গত ৭ ফেব্রুয়ারি স্যামসাং তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ +এবং গ্যালাক্সি এস২৫ আলট্রা বিশ্বব্যাপী...
৮ ঘণ্টা আগেআগের যুগে স্মার্টফোনগুলোয় মাত্র একটি ক্যামেরা থাকত। তবে বর্তমান যুগে এক স্মার্টফোনের ক্যামেরায় তিন বা তার বেশি লেন্স থাকাটা একেবারে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি অনেকের কাছে মার্কেটিং কৌশল বলে মনে হলেও বাস্তবে একাধিক ক্যামেরা স্মার্টফোনে ভালো মানের ছবি তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ওপেনএআই গত বৃহস্পতিবার তাদের নতুন মডেল জিপিটি ৪.৫ উন্মোচন করেছেন। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এটি তাদের সবচেয়ে বড় ও শক্তিশালী মডেল। এটি ওপেনএআই আগের মডেলগুলো চেয়ে আরও বেশি আবেগ বুঝতে পারে এবং সংবেদনশীলভাবে উত্তর দিতে পারে।
১০ ঘণ্টা আগে