Ajker Patrika

বিপজ্জনক কনটেন্ট নিয়ন্ত্রণে ইউটিউবের নতুন পদক্ষেপ

প্রযুক্তি প্রতিবেদক
বিপজ্জনক কনটেন্ট নিয়ন্ত্রণে ইউটিউবের নতুন পদক্ষেপ

বিপদজনক কনটেন্টের নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইউটিউব কতৃপক্ষ ব্যর্থ হচ্ছে। পর্নোগ্রাফীসহ বিপদজনক কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য ইউটিউবের রয়েছে বিশেষ কৃত্রিম বৃদ্ধিমত্তার ব্যবস্থা। এটি ভিডিও নিয়ন্ত্রণে কাজ করে থাকে। কিন্তু কিছু ক্ষেত্রে এই কৃত্রিম বৃদ্ধিমত্তার ব্যবস্থা দিয়েও বিপদজনক কনটেন্ট নিয়ন্ত্রণ করতে পারছে না ইউটিউব কতৃপক্ষ। ফলে ইউটিউব বিপদজনক ভিডিওগুলো সময়মতো সাইট থেকে নামিয়ে ফেলতে পারছেনা।

দ্য নিউওয়র্ক টাইমসের সূত্রে জানা গেছে,এরকম পরিস্থিতিতে ইউটিউব কতৃপক্ষ নতুন একটি প্যারামিটার নিয়ে উপস্থিত হয়েছে। প্যারামিটারটির নাম হচ্ছে ভায়োলেটিভ ভিউ রেট। যেসকল ভিডিও ইউটিউবের গাইডলাইন মানছে না অথচ সাইট থেকে কৃত্রিম বৃদ্ধিমত্তার ব্যবস্থা দিয়েও রিমুভ করা যায়নি সেকল ভিডিও আসলে কতজন দেখেছে সেটি জানা যাবে এই প্যারামিটারের সাহায্যে। গত ৬ এপ্রিল মঙ্গলবার ইউটিউব কতৃপক্ষ এই প্যারামিটারটির বিষয়ে জানিয়েছে।

ইউটিউবের ট্রাস্ট এবং সেফটি টীমের ডিরেক্টর জেনিফার ও কনোর বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে ইউটিউব কতৃপক্ষ বিপদের মাত্রা সম্পর্কে কতৃপক্ষকে বা গ্রাহককে তথ্য দিতে সক্ষম হবে। জেনিফার ও কনোর আরও জানান, তারা তাদের সিস্টেম নিয়ে আরো নিরীক্ষা করছেন যাতে গাইড লাইন মানছে না এরকম কনটেন্টগুলো সাথে সাথে বা অত্যন্ত দ্রুত ইউটিউব থেকে রিমুভ করা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত