Ajker Patrika

রিল দেখতে না চাইলে

প্রযুক্তি ডেস্ক, ঢাকা
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৯: ৩৬
Thumbnail image

সামাজিক যোগাযোগমাধ্যমে রিল দেখে সময় পার করছেন অনেকে। ইনস্টাগ্রামের পর এখন ফেসবুক খুললেই দেখা যাচ্ছে রিলের বন্যা। অনেকের কাছে এটা ভীষণ বিনোদনমূলক, আবার অনেকে হচ্ছেন বিরক্ত। রিল যাঁদের কাছে বিনোদন তাঁরা তো দেখবেনই। কিন্তু যাঁরা রিল দেখতে চান না, তাঁদের জন্যও আছে ব্যবস্থা। সেটিংসে কিছুটা পরিবর্তন আনলেই রিলবিহীন ফেসবুক ব্যবহার করতে পারবেন যে কেউ।

অবিরাম রিল দেখা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো, ফেসবুকের ওয়েবসাইট ব্যবহার করা। ফেসবুক ব্যবহার করে যা দেখতে পছন্দ করেন, নিজের অ্যাকাউন্ট থেকে আপনি তাই দেখতে পাবেন। তাই ফেসবুক অ্যালগরিদমকে বোঝাতে হবে আপনি কী দেখতে চান আর কী দেখতে চান না। যা দেখতে চান না, সেটাকে কয়েক দিন টানা হাইড করে রাখলে আর সেই বিষয়গুলো আপনার সামনে আসবে না।

রিল দেখার জন্য টাইমলাইনে যখন নোটিফিকেশন আসবে, তখনই সেটাকে হাইড করতে হবে। হাইড করার জন্য রিলের নিচের ডান দিকের কোনার তিন ডট আইকনে ক্লিক করে ‘হাইড রিল’ অপশনে ক্লিক করতে হবে। এভাবে যদি বেশ কয়েক দিন হাইড করা যায়, তাহলে পরে আর রিল আসবে না। এরপরও যদি হঠাৎ রিল সামনে চলে আসে, তাহলে চালু থাকা অবস্থায় রিলের নিচের তিন ডট আইকনে ক্লিক করে আগের নিয়মে হাইড করতে হবে। এটাও বেশ কয়েক দিন করা গেলে রিল আর সামনে আসবে না।  

ফেসবুকের পুরোনো সংস্করণগুলোতে রিল দেখা যায় না। অ্যান্ড্রয়েড বা আইফোনে পুরোনো সংস্করণের ফেসবুক ব্যবহার করলে ঝড়ের মতো আসা রিল দেখা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত