অনলাইন ডেস্ক
এক্স (সাবেক টুইটার)–এর মালিকানা পরিবর্তন করলেন ইলন মাস্ক। আজ শনিবার ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি এক্স (X) এবং এক্সএআই (xAI) একীভূত করেছেন। এই চুক্তিতে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩ বিলিয়ন ডলার। যেখানে ইলন মাস্ক ২০২২ সালে টুইটার কিনেছিলেন ৪৪ বিলিয়ন ডলারে।
মাস্ক আজ এক্স–এ লিখেছেন, এক্সএআই ‘সম্পূর্ণ স্টক স্থানান্তরের মাধ্যমে এক্স অধিগ্রহণ করেছে। এই একীভূতকরণের ফলে এক্সএআই–এর মূল্য ৮০ বিলিয়ন ডলার এবং এক্স–এর মূল্য ৩৩ বিলিয়ন ডলার (৪৫ বিলিয়ন ডলার থেকে ১২ বিলিয়ন ডলার ঋণ বাদ দিয়ে) নির্ধারণ করা হয়েছে।’
এক্স এবং এক্সএআই আগে থেকেই সহযোগী প্রতিষ্ঠান ছিল। কারণ এক্সএআই–এর গ্রোক (Grok) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এক্সের লাখ লাখ পোস্টের মাধ্যমে। এক্স ব্যবহারকারীদের জন্য গ্রোক উন্মুক্ত করা হয়েছে। বিনা মূল্যে ব্যবহারের পাশাপাশি প্রিমিয়াম সংস্করণও চালু করেছেন মাস্ক।
মাস্ক লিখেছেন, ‘এক্সএআই এবং এক্স-এর ভবিষ্যৎ পরস্পর সংযুক্ত। আজ, আমরা ডেটা, মডেল, কম্পিউটিং, বিতরণ এবং প্রতিভাকে একত্রিত করার জন্য আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নিচ্ছি। এক্সএআই–এর উন্নত এআই সক্ষমতা এবং দক্ষতার সঙ্গে এক্স–এর বিশাল বিস্তৃতি একত্রিত করে এই একীভূতকরণ বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’
মাস্ক বলেন, একীভূত কোম্পানি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করবে যা কেবল বিশ্বকে তুলে ধরবে না, বরং সক্রিয়ভাবে মানবজাতির অগ্রগতিকে ত্বরান্বিত করে।
এক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
এদিকে মাস্কের মালিকানায় পূর্বের টুইটারের বাজার মূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এক্স–এর একজন বিনিয়োগকারী গত বছরের সেপ্টেম্বরের এক্স–এর মূল্য ১০ বিলিয়ন ডলারের কম নির্ধারণ করেছিলেন। তবে, প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং তাঁর সরকারে ইলন মাস্ক গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর এক্স–এর মূল্য পুনরুদ্ধার হয়েছে।
এআই শিল্পে ইলন মাস্কের আগ্রহ নতুন নয়। তিনি ওপেনএআই কেনার চেষ্টাও করছেন। কোম্পানিটিকে অলাভজনক থেকে লাভজনক সত্তায় রূপান্তর সম্পূর্ণ করা ঠেকানোর চেষ্টা করছেন তিনি। শুরুতে এই প্রতিষ্ঠানের অন্যতম বিনিয়োগকারী ছিলেন ইলন মাস্ক।
এক্স (সাবেক টুইটার)–এর মালিকানা পরিবর্তন করলেন ইলন মাস্ক। আজ শনিবার ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি এক্স (X) এবং এক্সএআই (xAI) একীভূত করেছেন। এই চুক্তিতে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩ বিলিয়ন ডলার। যেখানে ইলন মাস্ক ২০২২ সালে টুইটার কিনেছিলেন ৪৪ বিলিয়ন ডলারে।
মাস্ক আজ এক্স–এ লিখেছেন, এক্সএআই ‘সম্পূর্ণ স্টক স্থানান্তরের মাধ্যমে এক্স অধিগ্রহণ করেছে। এই একীভূতকরণের ফলে এক্সএআই–এর মূল্য ৮০ বিলিয়ন ডলার এবং এক্স–এর মূল্য ৩৩ বিলিয়ন ডলার (৪৫ বিলিয়ন ডলার থেকে ১২ বিলিয়ন ডলার ঋণ বাদ দিয়ে) নির্ধারণ করা হয়েছে।’
এক্স এবং এক্সএআই আগে থেকেই সহযোগী প্রতিষ্ঠান ছিল। কারণ এক্সএআই–এর গ্রোক (Grok) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এক্সের লাখ লাখ পোস্টের মাধ্যমে। এক্স ব্যবহারকারীদের জন্য গ্রোক উন্মুক্ত করা হয়েছে। বিনা মূল্যে ব্যবহারের পাশাপাশি প্রিমিয়াম সংস্করণও চালু করেছেন মাস্ক।
মাস্ক লিখেছেন, ‘এক্সএআই এবং এক্স-এর ভবিষ্যৎ পরস্পর সংযুক্ত। আজ, আমরা ডেটা, মডেল, কম্পিউটিং, বিতরণ এবং প্রতিভাকে একত্রিত করার জন্য আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নিচ্ছি। এক্সএআই–এর উন্নত এআই সক্ষমতা এবং দক্ষতার সঙ্গে এক্স–এর বিশাল বিস্তৃতি একত্রিত করে এই একীভূতকরণ বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’
মাস্ক বলেন, একীভূত কোম্পানি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করবে যা কেবল বিশ্বকে তুলে ধরবে না, বরং সক্রিয়ভাবে মানবজাতির অগ্রগতিকে ত্বরান্বিত করে।
এক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
এদিকে মাস্কের মালিকানায় পূর্বের টুইটারের বাজার মূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এক্স–এর একজন বিনিয়োগকারী গত বছরের সেপ্টেম্বরের এক্স–এর মূল্য ১০ বিলিয়ন ডলারের কম নির্ধারণ করেছিলেন। তবে, প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং তাঁর সরকারে ইলন মাস্ক গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর এক্স–এর মূল্য পুনরুদ্ধার হয়েছে।
এআই শিল্পে ইলন মাস্কের আগ্রহ নতুন নয়। তিনি ওপেনএআই কেনার চেষ্টাও করছেন। কোম্পানিটিকে অলাভজনক থেকে লাভজনক সত্তায় রূপান্তর সম্পূর্ণ করা ঠেকানোর চেষ্টা করছেন তিনি। শুরুতে এই প্রতিষ্ঠানের অন্যতম বিনিয়োগকারী ছিলেন ইলন মাস্ক।
ফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
৪ দিন আগেগুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
৪ দিন আগেওপেনএআইয়ের এর চ্যাটজিপিটি-এর নতুন ইমেজ জেনারেটর চালু হওয়ার পর স্টুডিও জিবলি স্টাইলে তৈরি হওয়া ছবি তুমুল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই জাপানি অ্যানিমেশন স্টুডিওটি স্পিরিটেড অ্যাওয়ে, মাইনেইবোর টোটোরো, প্রিন্সেস মনোনোকে, হাওলস মুভিং কাসল মতো ক্লাসিক কিছু মুভির জন্য জনপ্রিয়। চ্যাটজিপিটির
৪ দিন আগেযুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই বিপুল পরিমাণ লাভ করছে চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে। কোম্পানিটির নতুন সফটওয়্যার তৈরি, চিপ উৎপাদন এবং স্মার্ট-ড্রাইভিং প্রযুক্তির ব্যবসার বিস্তারের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। গত বছর প্রায় ৮৬০ বিলিয়ন ইউয়ান (১১৮ বিলিয়ন ডলার) আয় করেছে কোম্পানিটি, যা ২০২০ সালের...
৪ দিন আগে