আজকের পত্রিকা ডেস্ক
এক্স (সাবেক টুইটার)–এর মালিকানা পরিবর্তন করলেন ইলন মাস্ক। আজ শনিবার ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি এক্স (X) এবং এক্সএআই (xAI) একীভূত করেছেন। এই চুক্তিতে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩ বিলিয়ন ডলার। যেখানে ইলন মাস্ক ২০২২ সালে টুইটার কিনেছিলেন ৪৪ বিলিয়ন ডলারে।
মাস্ক আজ এক্স–এ লিখেছেন, এক্সএআই ‘সম্পূর্ণ স্টক স্থানান্তরের মাধ্যমে এক্স অধিগ্রহণ করেছে। এই একীভূতকরণের ফলে এক্সএআই–এর মূল্য ৮০ বিলিয়ন ডলার এবং এক্স–এর মূল্য ৩৩ বিলিয়ন ডলার (৪৫ বিলিয়ন ডলার থেকে ১২ বিলিয়ন ডলার ঋণ বাদ দিয়ে) নির্ধারণ করা হয়েছে।’
এক্স এবং এক্সএআই আগে থেকেই সহযোগী প্রতিষ্ঠান ছিল। কারণ এক্সএআই–এর গ্রোক (Grok) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এক্সের লাখ লাখ পোস্টের মাধ্যমে। এক্স ব্যবহারকারীদের জন্য গ্রোক উন্মুক্ত করা হয়েছে। বিনা মূল্যে ব্যবহারের পাশাপাশি প্রিমিয়াম সংস্করণও চালু করেছেন মাস্ক।
মাস্ক লিখেছেন, ‘এক্সএআই এবং এক্স-এর ভবিষ্যৎ পরস্পর সংযুক্ত। আজ, আমরা ডেটা, মডেল, কম্পিউটিং, বিতরণ এবং প্রতিভাকে একত্রিত করার জন্য আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নিচ্ছি। এক্সএআই–এর উন্নত এআই সক্ষমতা এবং দক্ষতার সঙ্গে এক্স–এর বিশাল বিস্তৃতি একত্রিত করে এই একীভূতকরণ বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’
মাস্ক বলেন, একীভূত কোম্পানি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করবে যা কেবল বিশ্বকে তুলে ধরবে না, বরং সক্রিয়ভাবে মানবজাতির অগ্রগতিকে ত্বরান্বিত করে।
এক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
এদিকে মাস্কের মালিকানায় পূর্বের টুইটারের বাজার মূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এক্স–এর একজন বিনিয়োগকারী গত বছরের সেপ্টেম্বরের এক্স–এর মূল্য ১০ বিলিয়ন ডলারের কম নির্ধারণ করেছিলেন। তবে, প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং তাঁর সরকারে ইলন মাস্ক গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর এক্স–এর মূল্য পুনরুদ্ধার হয়েছে।
এআই শিল্পে ইলন মাস্কের আগ্রহ নতুন নয়। তিনি ওপেনএআই কেনার চেষ্টাও করছেন। কোম্পানিটিকে অলাভজনক থেকে লাভজনক সত্তায় রূপান্তর সম্পূর্ণ করা ঠেকানোর চেষ্টা করছেন তিনি। শুরুতে এই প্রতিষ্ঠানের অন্যতম বিনিয়োগকারী ছিলেন ইলন মাস্ক।
এক্স (সাবেক টুইটার)–এর মালিকানা পরিবর্তন করলেন ইলন মাস্ক। আজ শনিবার ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি এক্স (X) এবং এক্সএআই (xAI) একীভূত করেছেন। এই চুক্তিতে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩ বিলিয়ন ডলার। যেখানে ইলন মাস্ক ২০২২ সালে টুইটার কিনেছিলেন ৪৪ বিলিয়ন ডলারে।
মাস্ক আজ এক্স–এ লিখেছেন, এক্সএআই ‘সম্পূর্ণ স্টক স্থানান্তরের মাধ্যমে এক্স অধিগ্রহণ করেছে। এই একীভূতকরণের ফলে এক্সএআই–এর মূল্য ৮০ বিলিয়ন ডলার এবং এক্স–এর মূল্য ৩৩ বিলিয়ন ডলার (৪৫ বিলিয়ন ডলার থেকে ১২ বিলিয়ন ডলার ঋণ বাদ দিয়ে) নির্ধারণ করা হয়েছে।’
এক্স এবং এক্সএআই আগে থেকেই সহযোগী প্রতিষ্ঠান ছিল। কারণ এক্সএআই–এর গ্রোক (Grok) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এক্সের লাখ লাখ পোস্টের মাধ্যমে। এক্স ব্যবহারকারীদের জন্য গ্রোক উন্মুক্ত করা হয়েছে। বিনা মূল্যে ব্যবহারের পাশাপাশি প্রিমিয়াম সংস্করণও চালু করেছেন মাস্ক।
মাস্ক লিখেছেন, ‘এক্সএআই এবং এক্স-এর ভবিষ্যৎ পরস্পর সংযুক্ত। আজ, আমরা ডেটা, মডেল, কম্পিউটিং, বিতরণ এবং প্রতিভাকে একত্রিত করার জন্য আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নিচ্ছি। এক্সএআই–এর উন্নত এআই সক্ষমতা এবং দক্ষতার সঙ্গে এক্স–এর বিশাল বিস্তৃতি একত্রিত করে এই একীভূতকরণ বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’
মাস্ক বলেন, একীভূত কোম্পানি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করবে যা কেবল বিশ্বকে তুলে ধরবে না, বরং সক্রিয়ভাবে মানবজাতির অগ্রগতিকে ত্বরান্বিত করে।
এক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
এদিকে মাস্কের মালিকানায় পূর্বের টুইটারের বাজার মূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এক্স–এর একজন বিনিয়োগকারী গত বছরের সেপ্টেম্বরের এক্স–এর মূল্য ১০ বিলিয়ন ডলারের কম নির্ধারণ করেছিলেন। তবে, প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং তাঁর সরকারে ইলন মাস্ক গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর এক্স–এর মূল্য পুনরুদ্ধার হয়েছে।
এআই শিল্পে ইলন মাস্কের আগ্রহ নতুন নয়। তিনি ওপেনএআই কেনার চেষ্টাও করছেন। কোম্পানিটিকে অলাভজনক থেকে লাভজনক সত্তায় রূপান্তর সম্পূর্ণ করা ঠেকানোর চেষ্টা করছেন তিনি। শুরুতে এই প্রতিষ্ঠানের অন্যতম বিনিয়োগকারী ছিলেন ইলন মাস্ক।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
১ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস গতকাল মঙ্গলবার তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ ডিজাইনের সিরিজ উন্মোচন করেছে। ‘লুমেক্স’ নামের এই নতুন ডিজাইন সেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সামনে রেখেই তৈরি, যা স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো মোবাইল ডিভাইসে ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে।
৩ ঘণ্টা আগেঅ্যাপলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে মঙ্গলবার রাতে। নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল আলোচিত, নতুন প্রজন্মের ও এখন পর্যন্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন—আইফোন ১৭ এয়ার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের সদর দপ্তরে
৩ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া জগতে নির্বিঘ্ন যোগাযোগ ও সংযোগের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে কিউআর কোড। আর জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে এই ফিচার গ্রহণ করেছে টিকটক। এই কিউআর কোডগুলো সরাসরি এবং সহজভাবে টিকটক প্রোফাইল ও কনটেন্টের সঙ্গে যুক্ত হওয়ার পথ করে দেয়।
৭ ঘণ্টা আগে