Ajker Patrika

ইন্দোনেশিয়া থেকে অনলাইন শপিং গুটিয়ে নিল টিকটক

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৫: ৪৬
ইন্দোনেশিয়া থেকে অনলাইন শপিং গুটিয়ে নিল টিকটক

দক্ষিণপূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া থেকে অনলাইন শপিং গুটিয়ে নিয়েছে টিকটক। আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৫টার পর এই কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেনে জানিয়েছে। 

সরকারি আদেশ মানতেই ইন্দোনেশিয়া থেকে অনলাইন বিপণন গুটিয়ে নিল টিকটক। গত সপ্তাহে দেশটির বাণিজ্যমন্ত্রী জুলকিফ্লি হাসান এক সভায় বলেছিলেন, ‘ইন্দোনেশিয়ায় এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আর ই-কমার্স এক হয়ে গেছে। এভাবে চলতে পারে না...দুটি সম্পূর্ণ আলাদা। সবাইকে নিজ নিজ জায়গার মধ্যে থাকতে হবে।’

বিশ্বের অন্যান্য দেশের মতো ইন্দোনেশিয়াতেও তুমুল জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। দক্ষিণপূর্ব এশিয়ার বৃহত্তম এই দ্বীপরাষ্ট্রে বসবাসকারী ১৭ কোটি ৮০ লাখ মানুষের মধ্যে ১২ কোটি ৫০ লাখ বাসিন্দা টিকটক ব্যবহার করেন।

বিপুল ব্যবহারকারী থাকার ফলে টিকটককে ঘিরে বিশাল ই-কমার্স নেটওয়ার্ক গড়ে উঠেছিল দেশটিতে। বিক্রেতাদের অনেকেই তাদের পণ্যের বিজ্ঞাপন বা প্রচারকাজ চালানো এবং ক্রেতাদের সঙ্গে সংযোগ রাখতে টিকটককে ব্যবহার করা শুরু করেন।

এতে একদিকে টিকটকে জনপ্রিয় বিক্রেতাদের পণ্য বিক্রিতে ব্যাপক সুবিধা হলেও বাকিরা উপকৃত হননি। সরকারও প্রাপ্য কর থেকে বঞ্চিত হচ্ছিল।

বিশ্বের যেসব দেশ টিকটকের ই-কমার্সে যুক্ত হওয়ার অনুমোদন দিয়েছিল, ইন্দোনেশিয়া তাদের মধ্যে অন্যতম। ২০২১ সালের শুরুর দিকে দেশটিতে পাইলট আকারে ই-কমার্স খাতে যুক্ত হয় টিকটক।

টিকটক যুক্ত হওয়ার পর থেকে রীতিমতো ফুলে-ফেঁপে উঠতে থাকে ইন্দোনেশিয়ার ই-কমার্স খাত। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটির ই-কমার্স খাতের আকার ৪ হাজার ৪০০ কোটি ডলার, ২০১৮ সালের তুলনায় এটি ৬ গুণ বড়।

কিন্তু অভিযোগ উঠেছে, এই বিশাল আকারের ই-কমার্স খাত থেকে লাভবান হচ্ছে কেবল টিকটকের মালিক কোম্পানি বাইটড্যান্স এবং ইন্দোনেশিয়ার অল্প কিছু খুচরা ব্যবসায়ী— যারা ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। সরকার ও অন্যান্য অসংখ্য খুচরা ব্যবসায়ীরা তেমন সুফল ভোগ করছেন না।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো গত মাসে এক বক্তৃতায় বলেছিলেন, ‘আমাদের অবশ্যই ই-কমার্স খাতের বিষয়ে আরও সতর্ক ও যত্নশীল হতে হবে। যেকোনো খাত যদি নিয়ন্ত্রণে থাকে— তাহলে খুবই ভাল, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সমস্যা।’

‘আমাদের অবশ্যই দেশের প্রচলিত আইন ও বিধিবিধানকে গুরুত্ব দিতে হবে। এ কারণে আমরা টিকটকের ক্রমশ ই-কমার্স খাতে রূপান্তর হওয়াকে আর সমর্থন করতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত