Ajker Patrika

ইনস্টাগ্রাম প্রোফাইলে ‘কিউআর কোড’ তৈরির উপায়

প্রযুক্তি প্রতিবেদক
আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৫: ২২
ইনস্টাগ্রাম প্রোফাইলে ‘কিউআর কোড’ তৈরির উপায়

ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে কিউআর কোড তৈরির বিশেষ পদ্ধতি রয়েছে। এজন্য প্রথমে যেটা করতে হবে তা হলো স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করতে হবে। তারপর ডান দিকে নিচে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে।

এরপর ডান দিকে উপরে তিনটি দাগে ট্যাপ করে 'কিউআর কোড’ অপশন সিলেক্ট করতে হবে। এবার নিজের প্রোফাইলের কিউআর কোড দেখতে পারা যাবে।

মজার বিষয় হচ্ছে, বিভিন্ন ইমোজি সিলেক্ট করে মনের মতো কিউআর কোড তৈরি করা যাবে। ইনস্টাগ্রামে অন্যের কিউআর কোড স্ক্যান করারও রয়েছে বিশেষ পদ্ধতি।

নিজের প্রোফাইলের জন্য নেম ট্যাগ তৈরি করার জন্য রয়েছে নানারকম উপায়। এজন্য প্রথমে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাপ আপডেট করতে হবে। সাথে থাকতে হবে একটি সচল ইন্টারনেট কানেকশন। তারপর নিজের প্রোফাইলে ঢুকে হামবার্গার মেন্যুতে যেতে হবে। এরপর সেখান থেকে নেমট্যাগ অপশনে ঢুকে ফিচারটি চালু করতে হবে।

ইন্সটাগ্রামের ক্যামেরা ব্যবহার করে নেম ট্যাগ স্ক্যান করলেই যে কোন অ্যাকাউন্ট খুঁজে পাওয়া সম্ভব। ব্যবসায়ীদের জন্য এই ফিচার খুব কাজের । বিজনেস কার্ড থেকে শুরু করে হোটেল রেস্তোরায় সর্বত্র নেম ট্যাগ প্রিন্ট করে রাখলে গ্রাহক চাইলে সেই ট্যাগ স্ক্যান করতে বিজনেস অ্যাকাউন্ট ফলো করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত