Ajker Patrika

ইউটিউবে স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে নিষেধাজ্ঞা

ইউটিউবে স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে নিষেধাজ্ঞা

মহামারি করোনাভাইরাস নিয়ে ভুল তথ্য প্রকাশ করায় জনপ্রিয় টেলিভিশন চ্যানেল স্কাই নিউজ অস্ট্রেলিয়ার ওপর সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউটিউব। আগামী সাত দিন তারা ইউটিউবে কোনো ভিডিও শেয়ার করতে পারবে না।

আজ রোববার এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। করোনা নিয়ে ইউটিউবের বিধি লঙ্ঘন করায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চ্যানেলটি ইউটিউবে এমন কিছু ভিডিও শেয়ার করেছে, যাতে মনে হয় করোনাভাইরাস বলে কিছু নেই। কিছু ভিডিওতে করোনার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন কিংবা আইভারমেকটিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এটি ইউটিউবের করোনা নিয়ে করা বিধি লঙ্ঘন করেছে। তবে কোন কোন ভিডিওতে এমন বলা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

এরই মধ্যে ইউটিউব থেকে এসব ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট ভিডিওগুলো ছাড়া অন্য ভিডিওগুলো রয়েছে। ইউটিউবে স্কাই নিউজ অস্ট্রেলিয়ার ১৮ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

ইউটিউব ঘোষিত এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত