Ajker Patrika

ইউটিউব চ্যানেলের প্রোফাইল ছবি ও ব্যানার কেমন হওয়া উচিত

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমান ডিজিটাল যুগে একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্ল্যাটফর্মটিতে লাখ লাখ মানুষ নিজের জ্ঞান, প্রতিভা ও অভিজ্ঞতা শেয়ার করছেন। একটি ইউটিউব চ্যানেলকে আকর্ষণীয় ও পেশাদারভাবে উপস্থাপন করার জন্য প্রোফাইল ছবি ও চ্যানেল ব্যানার খুবই গুরুত্বপূর্ণ।

দর্শকেরা যখন একটি চ্যানেলে প্রবেশ করেন, তখন তাঁদের চোখে প্রথম যে দুটি জিনিস পড়ে, তা হলো, প্রোফাইল ছবি ও চ্যানেল ব্যানার। তাই এগুলো চিন্তাভাবনা করে চ্যানেলের উদ্দেশ্য ও কনটেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে তৈরি করা উচিত।

প্রোফাইল ছবি যেমন হওয়া উচিত

পরিচিতিমূলক ও স্পষ্ট: প্রোফাইল ছবিতে একটি ব্যক্তি বা ব্র্যান্ডের লোগো হওয়া উচিত, যা ছোট আকারেও পরিষ্কার বোঝা যায়। ব্যক্তিগত চ্যানেলের ক্ষেত্রে আপনার মুখের একটি স্পষ্ট, হাই রেজল্যুশনের ছবি ব্যবহার করা সবচেয়ে ভালো। এতে দর্শকের সঙ্গে ব্যক্তিগত সংযোগ তৈরি হয়।

ব্র্যান্ড কালার বজায় রাখা: আপনি যদি আপনার ভিডিও বা চ্যানেল আর্টে একটি নির্দিষ্ট রং বা ফন্ট ব্যবহার করে থাকেন, তাহলে প্রোফাইল ছবিতেও তা বজায় রাখা উচিত। এটি ব্র্যান্ডের একটানা পরিচয় তুলে ধরতে সাহায্য করবে।

ছবির আকার ও মান: ইউটিউব প্রোফাইল ছবি সাধারণত গোলাকৃতি দেখায়, তাই কোনায় থাকা লেখা বা ছবির অংশ কেটে যেতে পারে। ছবিটি যেন অন্তত ৮০০ x ৮০০ পিক্সেল হয়, জেপিজি (JPG), পিএনজি (PNG), বিপিএম (BMP) অথবা জিআইএফ (GIF) ফরম্যাটের ছবি ব্যবহার করা যাবে। আর ফাইলের সর্বোচ্চ আকার ৪ এমবির নিচে হওয়া উচিত।

চ্যানেল ব্যানার যেমন হওয়া উচিত

চ্যানেলের বার্তা প্রকাশ করা: ব্যানারে থাকা গ্রাফিক ও টেক্সট দর্শককে জানিয়ে দেবে চ্যানেলে কী ধরনের কনটেন্ট থাকে—যেমন ‘ট্রাভেল ভ্লগ’, ‘ফুড রিভিউ’, ‘এডুকেশনাল ভিডিও’ ইত্যাদি। এটি নতুন দর্শকের জন্য স্পষ্ট ধারণা তৈরি করে। এখানে চ্যানেলের থিম, সময়সূচি বা সোশ্যাল মিডিয়া লিংক দেওয়া যেতে পারে।

ডিভাইস অনুযায়ী দৃশ্যমানতা: ইউটিউব ব্যানার বিভিন্ন ডিভাইসে ভিন্নভাবে দেখা যায়—মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ ও টিভি স্ক্রিনে। ব্যানার ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে যেন টেক্সট ও গুরুত্বপূর্ণ অংশগুলো দেখা যায়। এ জন্য ব্যানারটি ১৫৪৬ x ৪২৩ পিক্সেলের মধ্যে থাকা ভালো।

দৃষ্টি আকর্ষণকারী ডিজাইন: ব্যানারে আকর্ষণীয় ভিজ্যুয়াল, রঙের সামঞ্জস্য ও সৃজনশীলতা থাকা উচিত, তবে যেন তা চোখে ধাঁধা না লাগে। খুব বেশি লেখা বা অতিরিক্ত উপাদান ব্যানারকে বিশৃঙ্খল করে তোলে।

আপডেটেড ও সময়োপযোগী: ব্যানারে আপনি আপনার আপলোড শিডিউল, সোশ্যাল মিডিয়া লিংক বা কোনো বিশেষ ক্যাম্পেইনের তথ্য দিতে পারেন। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে তা পরিবর্তন করা জরুরি, যেন পুরোনো বা বিভ্রান্তিকর তথ্য না থাকে।

এ ছাড়া চ্যানেল যখন ধীরে ধীরে বাড়তে থাকে, কনটেন্টের ধরন বা লক্ষ্য পরিবর্তিত হয়, তখন নতুনভাবে প্রোফাইল ছবি ও ব্যানার আপডেট করার প্রয়োজনীয়তাও দেখা দেয়। সে সময় খুব সহজেই তা পরিবর্তন করা যায়।

প্রোফাইল ছবি পরিবর্তন করবেন যেভাবে

১ . প্রথমেই ইউটিউব অ্যাপ চালু করুন।

২. এরপর নিচের দিকে থাকা চ্যানেলের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।

৩. পরের পেজে চ্যানেলের নামের ওপর ট্যাপ করুন।

৪. এখন ‘এডিট’ (কলমের মতো আইকন) আইকনে ট্যাপ করুন।

৫. তারপর প্রোফাইল ছবির ওপরে থাকা ক্যামেরা আইকনে ট্যাপ করুন। এখন ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলুন বা গ্যালারি থেকে ছবি বাছাই করুন।

৬. এরপর ছবিটি ক্রপ করুন।

৭. সেভ অ্যাজ প্রোফাইল পিকচার বাটনে ট্যাপ করুন।

উল্লেখ্য, চ্যানেলের ব্যানার পরিবর্তনে একই পদ্ধতি অবলম্বন করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

বিমানবন্দর থেকেই ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত