Ajker Patrika

ফেসবুক পেজের রিচ বাড়ানোর কৌশল

অনলাইন ডেস্ক
সহজ কিছু কৌশলের মাধ্যমে ফেসবুক পেজের রিচ বাড়ানো সম্ভব। ছবি: ইয়োক ডিজিটাল সার্ভিস
সহজ কিছু কৌশলের মাধ্যমে ফেসবুক পেজের রিচ বাড়ানো সম্ভব। ছবি: ইয়োক ডিজিটাল সার্ভিস

ব্যক্তিগত ব্র্যান্ডিং বা ব্যবসায়িক প্রচারের ক্ষেত্রে ফেসবুক পেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে পেজ তৈরি করে বসে থাকলেই চলবে না, এর কনটেন্ট কতজন মানুষের কাছে পৌঁছেছে, সেটাই বড় বিষয়। এখানেই আসে ‘রিচ’ বা ফেসবুক ব্যবহারকারীদের কাছে পোস্ট বা কনটেন্ট পৌঁছানোর পরিসরের গুরুত্ব।

বর্তমানের অ্যালগরিদম, বিজ্ঞাপন প্রতিযোগিতা ও অগণিত কনটেন্টের ভিড়ে ফেসবুকে রিচ ধরে রাখা কিংবা বাড়ানো সত্যিই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তবে সহজ কিছু কৌশলের মাধ্যমে ফেসবুক পেজের রিচ বাড়ানো সম্ভব।

ফেসবুক রিচ কী

ফেসবুক রিচ একটি গুরুত্বপূর্ণ মেট্রিক, যা আমাদের পোস্ট বা পেজ কতজন ব্যবহারকারী দেখেছেন, তা নির্দেশ করে। এটি মূলত একটি কনটেন্টের ভিউয়ারদের সংখ্যা পরিমাপ করে এবং এখানে সেসব লোককে গণনা করা হয়, যাঁরা কোনো পোস্টে ইন্টারঅ্যাক্ট করেছেন বা কেবল দেখেছেন। ফেসবুক রিচ একটি নির্দিষ্ট সময়ে (যেমন ২৮ দিন) পরিমাপ করা হয় এবং এটি পোস্ট বা পেজের ক্ষেত্রে আলাদা হতে পারে।

ফেসবুক রিচের ধরন

ফেসবুক রিচ মূলত দুভাবে বিভক্ত—পোস্ট রিচ (নির্দিষ্ট একটি পোস্ট কতজন দেখেছেন) ও পেজ রিচ (একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পেজের সব কনটেন্ট কতজন দেখেছেন)।

এই দুই রিচ আবার তিন ভাগে ভাগ করা যায়—

অর্গানিক রিচ: বিজ্ঞাপন দেওয়া ছাড়াই আপনার পোস্ট কতজন দেখেছেন, তা বোঝায়। এটি অর্জন করা সবচেয়ে কঠিন, কারণ, আপনাকে পেইড কনটেন্ট ও অ্যালগরিদমের প্রতিযোগিতায় টিকে থাকতে হয়।

ভাইরাল রিচ: অন্য কেউ আপনার পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করার ফলে সেটি আরও লোকের নিউজফিডে গেলে যে রিচ তৈরি হয়, সেটিই ভাইরাল রিচ।

অ্যাড রিচ: ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে পোস্ট কতজনের কাছে পৌঁছেছে, তা নির্দেশ করে। এটি মূলত বাজেট ও টার্গেটিংয়ের ওপর নির্ভরশীল।

ফেসবুক রিচ বাড়ানোর কৌশল

১. কনটেন্ট অপটিমাইজেশন: ফেসবুকের জন্য কনটেন্ট তৈরি করার সময় অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কনটেন্ট কপি করা উচিত নয়। বিশেষ করে, কনটেন্টে আকর্ষণীয় ক্যাপশন ও সঠিক ফরম্যাট ব্যবহার করুন। ভিডিও কনটেন্ট ফেসবুকে অনেক ভালো পারফর্ম করে এবং লাইভ সেশনও রিচ বাড়াতে সাহায্য করে।

২. নিয়মিত পোস্ট করা: ফেসবুকে কনটেন্ট আপলোড করার ক্ষেত্রে ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট করার মাধ্যমে আপনি ফেসবুকের অ্যালগরিদমকে জানান দিতে পারেন যে আপনার পেজ সক্রিয়, যা রিচ বাড়াতে সহায়ক।

৩. সময়ের ওপর নজর দিন: কনটেন্ট পোস্ট করার সঠিক সময় নির্ধারণ করুন। গবেষণায় দেখা গেছে, সঠিক সময়ে পোস্ট করলে আপনার পোস্টের এনগেজমেন্ট ও রিচ বাড়ে। এ জন্য পেজের ইনসাইটস টুল ব্যবহার করতে পারেন। কোন সময় মানুষ কনটেন্ট দেখেন বা ফেসবুকে বেশি সক্রিয় থাকেন, সেগুলোর তথ্য পেজের ড্যাশবোর্ডের আওতায় থাকা ইনসাইটস টুলে পাওয়া যাবে।

৪. ফেসবুক বিজ্ঞাপন ব্যবহার করুন: অর্গানিক রিচের সীমাবদ্ধতা থাকলেও ফেসবুক অ্যাডস ব্যবহার করলে আপনি খুব সহজেই আপনার লক্ষ্যবস্তু শ্রোতার কাছে পৌঁছাতে পারবেন। এটি আপনার রিচ দ্রুত বাড়াতে সাহায্য করবে।

৫. গ্রুপ ও থার্ড পার্টি এনগেজমেন্ট: ফেসবুকে রিচ বাড়ানোর অন্যতম কার্যকর উপায় হলো গ্রুপ ও থার্ড পার্টি এনগেজমেন্ট ব্যবহার করা। শুধু নিজের পেজে পোস্ট করেই এখন আর কাঙ্ক্ষিতসংখ্যক দর্শকের কাছে পৌঁছানো সহজ নয়, এ জন্য প্রয়োজন কনটেন্টকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। রিচ বাড়ানোর জন্য অন্য বড় গ্রুপে বা পেজে নিজের পেজের প্রচারণা বা কনটেন্ট শেয়ার করতে পারেন।

ফেসবুক রিচ পরিমাপের উপায়

ফেসবুক রিচ পরিমাপ করতে মেটা বিজনেস স্যুটের ইনসাইটস ট্যাব ব্যবহার করতে পারেন। এখানে নিজের পেজ বা পোস্টের রিচ, এনগেজমেন্ট ও অন্যান্য মেট্রিক দেখতে পাবেন। এ ছাড়া আপনি এই ডেটা বিশ্লেষণ করে বুঝতে পারবেন কোন ধরনের কনটেন্ট বেশি রিচ পাচ্ছে এবং সেটি কীভাবে আপনার ভবিষ্যতের কনটেন্ট পরিকল্পনায় প্রভাব ফেলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত