অনলাইন ডেস্ক
বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক পেজ হয়ে উঠেছে ব্যবসা, ব্র্যান্ডিং ও ব্যক্তিগত পরিচিতি গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ফেসবুক পেজ পরিচালনা শুধু পোস্ট দেওয়া বা ছবি আপলোড করার মধ্যে সীমাবদ্ধ নয়, নিয়মিত আপডেট, গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া, ইনবক্স পরিচালনা, বিজ্ঞাপন চালানো, ইনসাইট বিশ্লেষণ ও কমিউনিটি গঠনের মতো নানা গুরুত্বপূর্ণ কাজ এর অন্তর্ভুক্ত। এসব কাজ একা একজনের পক্ষে সামলানো যেমন কঠিন, তেমনি অপ্রয়োজনীয় চাপের কারণও হতে পারে। তাই ফেসবুক পেজ সফলভাবে পরিচালনার জন্য একক ব্যক্তি নয়, প্রয়োজন হয় অতিরিক্ত অ্যাডমিন বা ম্যানেজার যুক্ত করার।
ফেসবুক পেজে নির্ভরযোগ্য ব্যক্তিকে যুক্ত করে বিভিন্ন দায়িত্ব ভাগ করে নেওয়া যেতে পারে। যেমন কনটেন্ট পোস্ট করা, কমেন্ট মডারেট করা, বিজ্ঞাপন পরিচালনা, এমনকি ইনসাইট রিপোর্ট দেখা ইত্যাদি।
তবে এই দায়িত্ব দেওয়ার আগে জানা জরুরি, কীভাবে নিরাপদ ও সঠিকভাবে একজন ফেসবুক ব্যবহারকারীকে পেজের অ্যাডমিন হিসেবে যুক্ত করতে হয়।
ফেসবুক পেজে অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. পেজেস ইউ ম্যানেজ সেকশনের নিচে আপনার তৈরি সবগুলো পেজ একত্রে দেখতে পারবেন। এখন যে পেজে অ্যাকশন বাটন যুক্ত করতে চান, তার ওপর ট্যাপ করুন।
৫. এবার সুইচ বাটনে ট্যাপ করুন। ফলে সেই পেজ আপনার প্রোফাইল হিসেবে চালু হবে।
৬. এই পেজ থেকে আবার ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৭. এবার ডান পাশের ওপরের দিকে থাকা গিয়ার বা সেটিংস আইকনে ট্যাপ করুন।
৮. এখন সার্চবক্সে ‘পেজ অ্যাকসেস’ টাইপ করুন।
৯. এরপর ‘পিপল উইথ ফেসবুক অ্যাকসেস’ অপশনের পাশে ‘অ্যাড নিউ’ বাটনের ওপর ট্যাপ করুন।
১০. এখন ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
১১. যাকে অ্যাডমিন হিসেবে যুক্ত করতে চান, তাঁর নাম ওপরের সার্চ বারে টাইপ করুন।
১২. সার্চ ফলাফল থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির নামের ওপর ট্যাপ করুন।
১৩. এবার ‘গিভ অ্যাকসেস’ অপশনে টাইপ করুন।
১৪. পরের পেজে নিজের পাসওয়ার্ডটি দিন।
১৫. এখন ‘কনফার্ম’ বাটনে ট্যাপ করুন।
এভাবে ফেসবুক পেজে একাধিক অ্যাডমিন যুক্ত করা যাবে।
বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক পেজ হয়ে উঠেছে ব্যবসা, ব্র্যান্ডিং ও ব্যক্তিগত পরিচিতি গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ফেসবুক পেজ পরিচালনা শুধু পোস্ট দেওয়া বা ছবি আপলোড করার মধ্যে সীমাবদ্ধ নয়, নিয়মিত আপডেট, গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া, ইনবক্স পরিচালনা, বিজ্ঞাপন চালানো, ইনসাইট বিশ্লেষণ ও কমিউনিটি গঠনের মতো নানা গুরুত্বপূর্ণ কাজ এর অন্তর্ভুক্ত। এসব কাজ একা একজনের পক্ষে সামলানো যেমন কঠিন, তেমনি অপ্রয়োজনীয় চাপের কারণও হতে পারে। তাই ফেসবুক পেজ সফলভাবে পরিচালনার জন্য একক ব্যক্তি নয়, প্রয়োজন হয় অতিরিক্ত অ্যাডমিন বা ম্যানেজার যুক্ত করার।
ফেসবুক পেজে নির্ভরযোগ্য ব্যক্তিকে যুক্ত করে বিভিন্ন দায়িত্ব ভাগ করে নেওয়া যেতে পারে। যেমন কনটেন্ট পোস্ট করা, কমেন্ট মডারেট করা, বিজ্ঞাপন পরিচালনা, এমনকি ইনসাইট রিপোর্ট দেখা ইত্যাদি।
তবে এই দায়িত্ব দেওয়ার আগে জানা জরুরি, কীভাবে নিরাপদ ও সঠিকভাবে একজন ফেসবুক ব্যবহারকারীকে পেজের অ্যাডমিন হিসেবে যুক্ত করতে হয়।
ফেসবুক পেজে অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. পেজেস ইউ ম্যানেজ সেকশনের নিচে আপনার তৈরি সবগুলো পেজ একত্রে দেখতে পারবেন। এখন যে পেজে অ্যাকশন বাটন যুক্ত করতে চান, তার ওপর ট্যাপ করুন।
৫. এবার সুইচ বাটনে ট্যাপ করুন। ফলে সেই পেজ আপনার প্রোফাইল হিসেবে চালু হবে।
৬. এই পেজ থেকে আবার ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৭. এবার ডান পাশের ওপরের দিকে থাকা গিয়ার বা সেটিংস আইকনে ট্যাপ করুন।
৮. এখন সার্চবক্সে ‘পেজ অ্যাকসেস’ টাইপ করুন।
৯. এরপর ‘পিপল উইথ ফেসবুক অ্যাকসেস’ অপশনের পাশে ‘অ্যাড নিউ’ বাটনের ওপর ট্যাপ করুন।
১০. এখন ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
১১. যাকে অ্যাডমিন হিসেবে যুক্ত করতে চান, তাঁর নাম ওপরের সার্চ বারে টাইপ করুন।
১২. সার্চ ফলাফল থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির নামের ওপর ট্যাপ করুন।
১৩. এবার ‘গিভ অ্যাকসেস’ অপশনে টাইপ করুন।
১৪. পরের পেজে নিজের পাসওয়ার্ডটি দিন।
১৫. এখন ‘কনফার্ম’ বাটনে ট্যাপ করুন।
এভাবে ফেসবুক পেজে একাধিক অ্যাডমিন যুক্ত করা যাবে।
আশির দশকে মুক্তিপ্রাপ্ত ‘টার্মিনেটর’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল স্কাইনেট নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে সচেতন হয়ে উঠে এবং মানবজাতিকে ধ্বংস করতে উদ্যোগী হয়। তখন সেটি ছিল নিছক বিজ্ঞান কল্পকাহিনি। তবে সময় বদলেছে। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কেবল কল্পকাহিনির বিষয় নয়, তা বাস্তব হয়ে উঠছে।
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণ ও পরিচালনার খরচ বিপুল। শুধু বিদ্যুৎ ব্যয় হিসাব করলেও দেখা যায়, ব্যবহারকারীদের অনুরোধ প্রক্রিয়াজাত ও উত্তর প্রদানে বিশ্বজুড়ে এআই ডেটা সেন্টারগুলো বছরে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলারেরও বেশি খরচ করে।
৭ ঘণ্টা আগেগুগল, মেটা, অ্যাপলসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া ব্যবসা চলে আসছে বছরের পর বছর। এতে বছরে বিলিয়ন ডলারের ব্যবসা হলেও বিভিন্ন মামলার তোপে পড়তে হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির চাপও নিতে হচ্ছে এসব প্রতিষ্ঠানকে। চলতি সময়
৮ ঘণ্টা আগেসামনে একটি কম্পিউটার আর যদি প্রশিক্ষণ থাকে, তাহলে পৃথিবীর যেকোনো জায়গায় বসে ফ্রিল্যান্সার হওয়া সম্ভব। বাংলাদেশে শহরের বাইরে থাকা অনেক তরুণ এই কাজের সঙ্গে যুক্ত অনেক দিন ধরে। নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় বসে মাসে লাখ টাকা পর্যন্ত উপার্জন করছেন তাঁরা। নিজেরা ফ্রিল্যান্সিং শেখার পর এই তরুণ
৮ ঘণ্টা আগে