নওরোজ চৌধুরী
বছর শেষে বাজারে এসেছে রিয়েলমি ১০ প্রো ফাইভ-জি। এই ফোনে শক্তিশালী প্রসেসরের সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো হাই রিফ্রেশ রেট অ্যামুলেট ডিসপ্লে। এ ছাড়া ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপরে চলবে সম্প্রতি লঞ্চ হওয়া কোম্পানির নিজস্ব রিয়েলমি ইউআই ৪.০ স্কিন। হালকা ও পাতলা এই ফোনে রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
রিয়েলমি ১০ প্রো ফাইভ-জি ডিজাইন
হালকা ও পাতলা ডিজাইনের এই ফোনের দুই দিকে রয়েছে কার্ভড ডিজাইন। ফলে এই ফোন হাতে নিয়ে আরও পাতলা মনে হবে। ফোনের পেছনে রয়েছে গ্র্যাডিয়েন্ট রিফলেকটিভ ফিনিশ। ফোনের পেছনে গ্লসি ফিনিশ হওয়ার কারণে খুব বেশি আঙুলের ছাপ দেখা যাবে।
ডিসপ্লে ও অডিও
রিয়েলমি ১০ প্রো ফাইভ-জিতে ব্যবহার হয়েছে এফএইচডি অ্যামুলেট ডিসপ্লে। ১২০ হার্জ রিফ্রেশ রেট। রয়েছে সাইডবার টুল, যা এই ফোনে মাল্টিটাস্কিংয়ে সাহায্য করে। ডুয়াল স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। ফলে স্পিকারের সব আওয়াজ জোরে ও পরিষ্কার শোনা যাবে।
পারফরম্যান্স ও সফটওয়্যার
পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ১০৮০ ফাইভ-জি চিপসেট। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপর চলবে কোম্পানির রিয়েলমি ইউআই ৪.০ স্কিন। অ্যানড্রয়েড স্কিনে খুব বেশি অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল রয়েছে।
ক্যামেরা
রিয়েলমি ১০ প্রো ফাইভ-জিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ১০৮ এমপি প্রাইমারি ক্যামেরার সঙ্গেই ৮ এমপি আলট্রা ওয়াইড ক্যামেরা ও একটি ম্যাক্রো ক্যামেরা পাবেন। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ এমপি ক্যামেরা। যদিও এই ফোনের ক্যামেরার একাধিক খামতি রয়েছে। দিনের আলোয় প্রাইমারি ক্যামেরায় ভালো ছবি উঠবে। পাবেন ভালো ডিটেল। যদিও ঘরের ভেতরে ও কম আলোয় ছবি তোলার সময় ধাক্কা খেয়েছে এই ফোনের প্রাইমারি ক্যামেরা। সেলফি ক্যামেরায়ও দিনের আলোয় ভালো ছবি উঠলেও কম আলোয় তোলা ছবিতে সমস্যা দেখা দেবে।
ব্যাটারি
৫ হাজার এমএএইচ ব্যাটারি। ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহার করলেও খুব সহজেই এক চার্জে সারা দিন চলবে এই ফোন। ফাইভ-জি নেটওয়ার্ক সিলেক্ট করলে ব্যাকআপ আরও কয়েক ঘণ্টা বেড়ে যাবে। সঙ্গে রয়েছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মাত্র ৫০ মিনিটে এই ফোনের ব্যাটারি ফুল চার্জ হবে।
তথ্যসূত্র: এনডিটিভি
বছর শেষে বাজারে এসেছে রিয়েলমি ১০ প্রো ফাইভ-জি। এই ফোনে শক্তিশালী প্রসেসরের সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো হাই রিফ্রেশ রেট অ্যামুলেট ডিসপ্লে। এ ছাড়া ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপরে চলবে সম্প্রতি লঞ্চ হওয়া কোম্পানির নিজস্ব রিয়েলমি ইউআই ৪.০ স্কিন। হালকা ও পাতলা এই ফোনে রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
রিয়েলমি ১০ প্রো ফাইভ-জি ডিজাইন
হালকা ও পাতলা ডিজাইনের এই ফোনের দুই দিকে রয়েছে কার্ভড ডিজাইন। ফলে এই ফোন হাতে নিয়ে আরও পাতলা মনে হবে। ফোনের পেছনে রয়েছে গ্র্যাডিয়েন্ট রিফলেকটিভ ফিনিশ। ফোনের পেছনে গ্লসি ফিনিশ হওয়ার কারণে খুব বেশি আঙুলের ছাপ দেখা যাবে।
ডিসপ্লে ও অডিও
রিয়েলমি ১০ প্রো ফাইভ-জিতে ব্যবহার হয়েছে এফএইচডি অ্যামুলেট ডিসপ্লে। ১২০ হার্জ রিফ্রেশ রেট। রয়েছে সাইডবার টুল, যা এই ফোনে মাল্টিটাস্কিংয়ে সাহায্য করে। ডুয়াল স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। ফলে স্পিকারের সব আওয়াজ জোরে ও পরিষ্কার শোনা যাবে।
পারফরম্যান্স ও সফটওয়্যার
পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ১০৮০ ফাইভ-জি চিপসেট। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপর চলবে কোম্পানির রিয়েলমি ইউআই ৪.০ স্কিন। অ্যানড্রয়েড স্কিনে খুব বেশি অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল রয়েছে।
ক্যামেরা
রিয়েলমি ১০ প্রো ফাইভ-জিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ১০৮ এমপি প্রাইমারি ক্যামেরার সঙ্গেই ৮ এমপি আলট্রা ওয়াইড ক্যামেরা ও একটি ম্যাক্রো ক্যামেরা পাবেন। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ এমপি ক্যামেরা। যদিও এই ফোনের ক্যামেরার একাধিক খামতি রয়েছে। দিনের আলোয় প্রাইমারি ক্যামেরায় ভালো ছবি উঠবে। পাবেন ভালো ডিটেল। যদিও ঘরের ভেতরে ও কম আলোয় ছবি তোলার সময় ধাক্কা খেয়েছে এই ফোনের প্রাইমারি ক্যামেরা। সেলফি ক্যামেরায়ও দিনের আলোয় ভালো ছবি উঠলেও কম আলোয় তোলা ছবিতে সমস্যা দেখা দেবে।
ব্যাটারি
৫ হাজার এমএএইচ ব্যাটারি। ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহার করলেও খুব সহজেই এক চার্জে সারা দিন চলবে এই ফোন। ফাইভ-জি নেটওয়ার্ক সিলেক্ট করলে ব্যাকআপ আরও কয়েক ঘণ্টা বেড়ে যাবে। সঙ্গে রয়েছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মাত্র ৫০ মিনিটে এই ফোনের ব্যাটারি ফুল চার্জ হবে।
তথ্যসূত্র: এনডিটিভি
বর্তমান যুগে ইউটিউব শুধু একটি বিনোদনের মাধ্যম নয়, এটি পুরোদস্তুর ক্যারিয়ার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। হাজারো মানুষ এখন ইউটিউবে ভিডিও তৈরি করে আয় করছে, নিজের প্যাশনকে পেশায় রূপান্তর করছে। তবে ইউটিউবে ভিডিও দিলেই আয় শুরু হয়ে যাবে, বিষয়টি তেমন নয়। এ জন্য গুগলের কিছু শর্ত পূরণ করে চ্যানেলের জন্য মনিটাইজেশন
১ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট মেটার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইতালির অ্যান্টি ট্রাস্ট কর্তৃপক্ষ।। হোয়াটসঅ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ইনস্টল করে প্রতিযোগিতায় প্রভাব ফেলছে কি না তা খতিয়ে দেখা হবে এই তদন্তে।
১৭ ঘণ্টা আগেভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরঘেঁষা বিভিন্ন দেশের সরকারগুলো সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করে। এমনকি দূরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থাও পশ্চিম উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করে। ভূমিকম্পের কাছাকাছি অবস্থিত জাপান কর্তৃপক্ষ উপকূলবর্তী নিচু এলাকার বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ উচ্চস্
১৭ ঘণ্টা আগেপর্নোগ্রাফি ভিডিও চুরি করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণে ব্যবহারের অভিযোগে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জেলা আদালতে মামলাটি দায়ের করেছে পর্ন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত দুটি প্রতিষ্ঠান স্ট্রাইক ৩ হোল্ডিংস এবং কাউন্টারলাইফ
২০ ঘণ্টা আগে