Ajker Patrika

ইউটিউবে মনিটাইজেশন চালুর জন্য যেসব শর্ত পূরণ করতে হবে

অনলাইন ডেস্ক
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৮: ২৭
ইউটিউব মনিটাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে নিজের ভিডিওগুলোতে বিজ্ঞাপন দেখিয়ে আপনি আয় করতে পারেন। ছবি: পেসেঞ্জার ব্লগ
ইউটিউব মনিটাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে নিজের ভিডিওগুলোতে বিজ্ঞাপন দেখিয়ে আপনি আয় করতে পারেন। ছবি: পেসেঞ্জার ব্লগ

বর্তমান যুগে ইউটিউব শুধু একটি বিনোদনের মাধ্যম নয়, এটি পুরোদস্তুর ক্যারিয়ার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। হাজারো মানুষ এখন ইউটিউবে ভিডিও তৈরি করে আয় করছে, নিজের প্যাশনকে পেশায় রূপান্তর করছে। তবে ইউটিউবে ভিডিও দিলেই আয় শুরু হয়ে যাবে, বিষয়টি তেমন নয়। এ জন্য গুগলের কিছু শর্ত পূরণ করে চ্যানেলের জন্য মনিটাইজেশন চালু করতে হবে।

ইউটিউব মনিটাইজেশন কী

ইউটিউব মনিটাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে নিজের ভিডিওগুলোতে বিজ্ঞাপন দেখিয়ে আপনি আয় করতে পারেন। বিজ্ঞাপন থেকে আয়ের একটি অংশ কনটেন্ট ক্রিয়েটরকে দেয় ইউটিউব। এর জন্য আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামে (ইউপিপি) যুক্ত হতে হবে। কিছু শর্ত পূরণ ও নিয়ম মেনে এই প্রোগ্রামে আবেদন করতে হবে।

একবার এই মনিটাইজেশন চালু হয়ে গেলে গুগল তার পার্টনার প্রোগ্রাম থেকে আপনার ভিডিওতে অ্যাড দেখাবে।

মনিটাইজেশন চালু করার শর্ত ও নিয়মাবলি

১. এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে

এটি প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। ইউটিউব চায়, আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অডিয়েন্স তৈরি করতে পেরেছেন কি না। কমিউনিটি বিল্ডিং, ধারাবাহিক আপলোডের মাধ্যমে সাবস্ক্রাইবার বাড়াতে পারেন।

২. শেষ ১২ মাসে অন্তত ৪ হাজার ওয়াচ আওয়ার থাকতে হবে

আপনার চ্যানেলে শেষ ১২ মাসে কমপক্ষে ৪ হাজার ঘণ্টা ভিউ থাকতে হবে। বিষয়টি প্রমাণ করে যে আপনার ভিডিওগুলো দর্শকদের কাছে উপযোগী ও আকর্ষণীয়।

৩. গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে

মনিটাইজেশন চালু হলে ইউটিউব থেকে আপনার আয় আসবে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে। তাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। এটি একটি ফ্রি অ্যাকাউন্ট, যা গুগলের মাধ্যমে খোলা যায়। তবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় যেন তথ্য (নাম, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট) সঠিক হয়, তা নিশ্চিত করতে হবে।

৪. কমিউনিটি গাইডলাইন এবং ইউটিউব নীতিমালা মেনে চলতে হবে

আপনার চ্যানেলের কনটেন্ট হতে হবে ইউটিউবের নিয়ম অনুসারে। কোনো ধরনের কপিরাইট ভঙ্গ করলে; ভিডিওগুলোকে ঘৃণামূলক বক্তব্য, সহিংসতা বা অশালীন বিষয়বস্তু থাকলে মনিটাইজেশন না-ও মিলতে পারে। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলে চ্যানেল স্ট্রাইক পেতে পারে, যা আপনার মনিটাইজেশন চালু হওয়ার প্রক্রিয়া ব্যাহত করবে।

৫. টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে হবে

ইউটিউব এখন ক্রিয়েটরদের চ্যানেল সুরক্ষায় আরও কঠোর হয়েছে। ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশ নিতে চাইলে চ্যানেল-সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু রাখা এখন বাধ্যতামূলক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত