অনলাইন ডেস্ক
সামনের সপ্তাহ থেকে আইফোন ১৫ সিরিজ বাজারে পাওয়া যাবে। তিন দিন আগে ওয়ান্ডারলাস্ট ইভেন্টে আইফোনের নতুন সব ফিচার প্রকাশ করেছে অ্যাপল। নতুন সিরিজে ইউএসবি সি ও অ্যাকশন বাটনসহ বেশ কিছু ফিচারের তথ্য আগেই ফাঁস হয়েছে। এর বাইরেও বেশ কিছু চমক আছে, যা অজানা ছিল।
প্রথম দেখায় আগের বছরের মডেলগুলোর সঙ্গে আইফোন ১৫ সিরিজের বিশেষ কোনো পার্থক্য নেই বলেই মনে হবে। কিন্তু বাস্তবে এই সিরিজে যেসব নতুন ফিচার যোগ হয়েছে, সেগুলো স্মার্টফোনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।
পোর্ট্রেট স্টাইলের ছবি
অনেক সময় পোর্ট্রেট স্টাইলের ছবি তুলতে গিয়ে ভুলবশত ক্যামেরাকে অন্য সেটিংয়ে রাখা হয়। ছবি তোলার পর দেখা যায় ছবিটি পোর্ট্রেট স্টাইলে তোলা হয়নি। ব্যবহারকারীদের এই অসুবিধা থেকে রেহাই দিতে আইফোন ১৫ সিরিজে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। ক্যামেরার ফ্রেমের সামনে কোনো ব্যক্তি (বা প্রাণী) থাকলে আইফোন ১৫ মডেলগুলো তা শনাক্ত করতে পারে। স্বয়ংক্রিয়ভাবে ছবির ভেতরের সব তথ্য সংগ্রহ করে। এর ফলে গ্যালারিতে থাকা সাধারণ ছবিগুলোও পোর্ট্রেট স্টাইলে পরিবর্তন করা যায়। তাই ছবি তোলার সময় ক্যামেরায় পোর্ট্রেট মোড আলাদাভাবে বাছাই করার প্রয়োজন নেই।
অ্যাপল দাবি করছে, এই মোডের ফলে কম আলোতেও উজ্জ্বল রংসহ স্পষ্ট ছবি তোলা যায়।
পাঁচ গুণ অপটিক্যাল জুম
আইফোন ১৫ প্রো ম্যাক্সে পাঁচ গুণ অপটিক্যাল জুম করার সুবিধা পাওয়া যাবে। এই মডেলের ক্যামেরায় রয়েছে টেলিফটো ক্যামেরা, যার ফলে এত বেশি জুম করা যায়। এই সুবিধা শুধু প্রো ম্যাক্স ভার্সনেই পাওয়া যাবে। প্রো ভার্সনের ক্যামেরায় তিন গুণ পর্যন্ত জুম করা যাবে।
আবার আইফোন ১৫ প্রো ম্যাক্সে ২৫ গুণ এবং আইফোন ১৫ প্রোতে ১৫ গুণ ডিজিটাল জুম করা যাবে।
অপটিক্যাল জুম হলো কোনো দৃশ্যকে ক্যামেরার লেন্সের মাধ্যমে বড় করে তোলা। এদিকে ডিজিটাল জুম হলো ছবি তোলার পর ক্রপ করে কোনো বিষয়কে বড় করা।
ওয়াই-ফাই ৬ই
এ বছর থেকে আইফোন ১৫তে ওয়াই-ফাই ৬ই সমর্থন দেওয়ার পরিকল্পনা নিয়েছে অ্যাপল। অর্থাৎ, ২ দশমিক ৪ গিগাহার্জ ও ৫ গিগাহার্জ ওয়াই-ফাই ব্যান্ডের সঙ্গে ৬ গিগাহার্জ ব্যান্ডের সমর্থন পাওয়া যাবে। ফলে আইফোন ১৫-এর মাধ্যমে ব্যবহারকারী ঘরের ভেতরে ও বাইরে দ্রুতগতির নির্ভরযোগ্য ওয়াই-ফাইয়ের সঙ্গে যুক্ত থাকতে পারবে।
সামনের সপ্তাহ থেকে আইফোন ১৫ সিরিজ বাজারে পাওয়া যাবে। তিন দিন আগে ওয়ান্ডারলাস্ট ইভেন্টে আইফোনের নতুন সব ফিচার প্রকাশ করেছে অ্যাপল। নতুন সিরিজে ইউএসবি সি ও অ্যাকশন বাটনসহ বেশ কিছু ফিচারের তথ্য আগেই ফাঁস হয়েছে। এর বাইরেও বেশ কিছু চমক আছে, যা অজানা ছিল।
প্রথম দেখায় আগের বছরের মডেলগুলোর সঙ্গে আইফোন ১৫ সিরিজের বিশেষ কোনো পার্থক্য নেই বলেই মনে হবে। কিন্তু বাস্তবে এই সিরিজে যেসব নতুন ফিচার যোগ হয়েছে, সেগুলো স্মার্টফোনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।
পোর্ট্রেট স্টাইলের ছবি
অনেক সময় পোর্ট্রেট স্টাইলের ছবি তুলতে গিয়ে ভুলবশত ক্যামেরাকে অন্য সেটিংয়ে রাখা হয়। ছবি তোলার পর দেখা যায় ছবিটি পোর্ট্রেট স্টাইলে তোলা হয়নি। ব্যবহারকারীদের এই অসুবিধা থেকে রেহাই দিতে আইফোন ১৫ সিরিজে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। ক্যামেরার ফ্রেমের সামনে কোনো ব্যক্তি (বা প্রাণী) থাকলে আইফোন ১৫ মডেলগুলো তা শনাক্ত করতে পারে। স্বয়ংক্রিয়ভাবে ছবির ভেতরের সব তথ্য সংগ্রহ করে। এর ফলে গ্যালারিতে থাকা সাধারণ ছবিগুলোও পোর্ট্রেট স্টাইলে পরিবর্তন করা যায়। তাই ছবি তোলার সময় ক্যামেরায় পোর্ট্রেট মোড আলাদাভাবে বাছাই করার প্রয়োজন নেই।
অ্যাপল দাবি করছে, এই মোডের ফলে কম আলোতেও উজ্জ্বল রংসহ স্পষ্ট ছবি তোলা যায়।
পাঁচ গুণ অপটিক্যাল জুম
আইফোন ১৫ প্রো ম্যাক্সে পাঁচ গুণ অপটিক্যাল জুম করার সুবিধা পাওয়া যাবে। এই মডেলের ক্যামেরায় রয়েছে টেলিফটো ক্যামেরা, যার ফলে এত বেশি জুম করা যায়। এই সুবিধা শুধু প্রো ম্যাক্স ভার্সনেই পাওয়া যাবে। প্রো ভার্সনের ক্যামেরায় তিন গুণ পর্যন্ত জুম করা যাবে।
আবার আইফোন ১৫ প্রো ম্যাক্সে ২৫ গুণ এবং আইফোন ১৫ প্রোতে ১৫ গুণ ডিজিটাল জুম করা যাবে।
অপটিক্যাল জুম হলো কোনো দৃশ্যকে ক্যামেরার লেন্সের মাধ্যমে বড় করে তোলা। এদিকে ডিজিটাল জুম হলো ছবি তোলার পর ক্রপ করে কোনো বিষয়কে বড় করা।
ওয়াই-ফাই ৬ই
এ বছর থেকে আইফোন ১৫তে ওয়াই-ফাই ৬ই সমর্থন দেওয়ার পরিকল্পনা নিয়েছে অ্যাপল। অর্থাৎ, ২ দশমিক ৪ গিগাহার্জ ও ৫ গিগাহার্জ ওয়াই-ফাই ব্যান্ডের সঙ্গে ৬ গিগাহার্জ ব্যান্ডের সমর্থন পাওয়া যাবে। ফলে আইফোন ১৫-এর মাধ্যমে ব্যবহারকারী ঘরের ভেতরে ও বাইরে দ্রুতগতির নির্ভরযোগ্য ওয়াই-ফাইয়ের সঙ্গে যুক্ত থাকতে পারবে।
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
২ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
৩ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
৩ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
৬ ঘণ্টা আগে