সামনের সপ্তাহ থেকে আইফোন ১৫ সিরিজ বাজারে পাওয়া যাবে। তিন দিন আগে ওয়ান্ডারলাস্ট ইভেন্টে আইফোনের নতুন সব ফিচার প্রকাশ করেছে অ্যাপল। নতুন সিরিজে ইউএসবি সি ও অ্যাকশন বাটনসহ বেশ কিছু ফিচারের তথ্য আগেই ফাঁস হয়েছে। এর বাইরেও বেশ কিছু চমক আছে, যা অজানা ছিল।
প্রথম দেখায় আগের বছরের মডেলগুলোর সঙ্গে আইফোন ১৫ সিরিজের বিশেষ কোনো পার্থক্য নেই বলেই মনে হবে। কিন্তু বাস্তবে এই সিরিজে যেসব নতুন ফিচার যোগ হয়েছে, সেগুলো স্মার্টফোনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।
পোর্ট্রেট স্টাইলের ছবি
অনেক সময় পোর্ট্রেট স্টাইলের ছবি তুলতে গিয়ে ভুলবশত ক্যামেরাকে অন্য সেটিংয়ে রাখা হয়। ছবি তোলার পর দেখা যায় ছবিটি পোর্ট্রেট স্টাইলে তোলা হয়নি। ব্যবহারকারীদের এই অসুবিধা থেকে রেহাই দিতে আইফোন ১৫ সিরিজে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। ক্যামেরার ফ্রেমের সামনে কোনো ব্যক্তি (বা প্রাণী) থাকলে আইফোন ১৫ মডেলগুলো তা শনাক্ত করতে পারে। স্বয়ংক্রিয়ভাবে ছবির ভেতরের সব তথ্য সংগ্রহ করে। এর ফলে গ্যালারিতে থাকা সাধারণ ছবিগুলোও পোর্ট্রেট স্টাইলে পরিবর্তন করা যায়। তাই ছবি তোলার সময় ক্যামেরায় পোর্ট্রেট মোড আলাদাভাবে বাছাই করার প্রয়োজন নেই।
অ্যাপল দাবি করছে, এই মোডের ফলে কম আলোতেও উজ্জ্বল রংসহ স্পষ্ট ছবি তোলা যায়।
পাঁচ গুণ অপটিক্যাল জুম
আইফোন ১৫ প্রো ম্যাক্সে পাঁচ গুণ অপটিক্যাল জুম করার সুবিধা পাওয়া যাবে। এই মডেলের ক্যামেরায় রয়েছে টেলিফটো ক্যামেরা, যার ফলে এত বেশি জুম করা যায়। এই সুবিধা শুধু প্রো ম্যাক্স ভার্সনেই পাওয়া যাবে। প্রো ভার্সনের ক্যামেরায় তিন গুণ পর্যন্ত জুম করা যাবে।
আবার আইফোন ১৫ প্রো ম্যাক্সে ২৫ গুণ এবং আইফোন ১৫ প্রোতে ১৫ গুণ ডিজিটাল জুম করা যাবে।
অপটিক্যাল জুম হলো কোনো দৃশ্যকে ক্যামেরার লেন্সের মাধ্যমে বড় করে তোলা। এদিকে ডিজিটাল জুম হলো ছবি তোলার পর ক্রপ করে কোনো বিষয়কে বড় করা।
ওয়াই-ফাই ৬ই
এ বছর থেকে আইফোন ১৫তে ওয়াই-ফাই ৬ই সমর্থন দেওয়ার পরিকল্পনা নিয়েছে অ্যাপল। অর্থাৎ, ২ দশমিক ৪ গিগাহার্জ ও ৫ গিগাহার্জ ওয়াই-ফাই ব্যান্ডের সঙ্গে ৬ গিগাহার্জ ব্যান্ডের সমর্থন পাওয়া যাবে। ফলে আইফোন ১৫-এর মাধ্যমে ব্যবহারকারী ঘরের ভেতরে ও বাইরে দ্রুতগতির নির্ভরযোগ্য ওয়াই-ফাইয়ের সঙ্গে যুক্ত থাকতে পারবে।
সামনের সপ্তাহ থেকে আইফোন ১৫ সিরিজ বাজারে পাওয়া যাবে। তিন দিন আগে ওয়ান্ডারলাস্ট ইভেন্টে আইফোনের নতুন সব ফিচার প্রকাশ করেছে অ্যাপল। নতুন সিরিজে ইউএসবি সি ও অ্যাকশন বাটনসহ বেশ কিছু ফিচারের তথ্য আগেই ফাঁস হয়েছে। এর বাইরেও বেশ কিছু চমক আছে, যা অজানা ছিল।
প্রথম দেখায় আগের বছরের মডেলগুলোর সঙ্গে আইফোন ১৫ সিরিজের বিশেষ কোনো পার্থক্য নেই বলেই মনে হবে। কিন্তু বাস্তবে এই সিরিজে যেসব নতুন ফিচার যোগ হয়েছে, সেগুলো স্মার্টফোনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।
পোর্ট্রেট স্টাইলের ছবি
অনেক সময় পোর্ট্রেট স্টাইলের ছবি তুলতে গিয়ে ভুলবশত ক্যামেরাকে অন্য সেটিংয়ে রাখা হয়। ছবি তোলার পর দেখা যায় ছবিটি পোর্ট্রেট স্টাইলে তোলা হয়নি। ব্যবহারকারীদের এই অসুবিধা থেকে রেহাই দিতে আইফোন ১৫ সিরিজে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। ক্যামেরার ফ্রেমের সামনে কোনো ব্যক্তি (বা প্রাণী) থাকলে আইফোন ১৫ মডেলগুলো তা শনাক্ত করতে পারে। স্বয়ংক্রিয়ভাবে ছবির ভেতরের সব তথ্য সংগ্রহ করে। এর ফলে গ্যালারিতে থাকা সাধারণ ছবিগুলোও পোর্ট্রেট স্টাইলে পরিবর্তন করা যায়। তাই ছবি তোলার সময় ক্যামেরায় পোর্ট্রেট মোড আলাদাভাবে বাছাই করার প্রয়োজন নেই।
অ্যাপল দাবি করছে, এই মোডের ফলে কম আলোতেও উজ্জ্বল রংসহ স্পষ্ট ছবি তোলা যায়।
পাঁচ গুণ অপটিক্যাল জুম
আইফোন ১৫ প্রো ম্যাক্সে পাঁচ গুণ অপটিক্যাল জুম করার সুবিধা পাওয়া যাবে। এই মডেলের ক্যামেরায় রয়েছে টেলিফটো ক্যামেরা, যার ফলে এত বেশি জুম করা যায়। এই সুবিধা শুধু প্রো ম্যাক্স ভার্সনেই পাওয়া যাবে। প্রো ভার্সনের ক্যামেরায় তিন গুণ পর্যন্ত জুম করা যাবে।
আবার আইফোন ১৫ প্রো ম্যাক্সে ২৫ গুণ এবং আইফোন ১৫ প্রোতে ১৫ গুণ ডিজিটাল জুম করা যাবে।
অপটিক্যাল জুম হলো কোনো দৃশ্যকে ক্যামেরার লেন্সের মাধ্যমে বড় করে তোলা। এদিকে ডিজিটাল জুম হলো ছবি তোলার পর ক্রপ করে কোনো বিষয়কে বড় করা।
ওয়াই-ফাই ৬ই
এ বছর থেকে আইফোন ১৫তে ওয়াই-ফাই ৬ই সমর্থন দেওয়ার পরিকল্পনা নিয়েছে অ্যাপল। অর্থাৎ, ২ দশমিক ৪ গিগাহার্জ ও ৫ গিগাহার্জ ওয়াই-ফাই ব্যান্ডের সঙ্গে ৬ গিগাহার্জ ব্যান্ডের সমর্থন পাওয়া যাবে। ফলে আইফোন ১৫-এর মাধ্যমে ব্যবহারকারী ঘরের ভেতরে ও বাইরে দ্রুতগতির নির্ভরযোগ্য ওয়াই-ফাইয়ের সঙ্গে যুক্ত থাকতে পারবে।
চীনের কনটেম্পরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোং লিমিটেড (সিএটিএল) বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাতাপ্রতিষ্ঠান। এই কোম্পানি নতুন একটি সুপারচার্জিং ব্যাটারি উন্মোচন করেছে। এই ব্যাটারি মাত্র ৫ মিনিটের চার্জেই ৩২০ মাইল বা ৫৬৩ কিলোমিটার পথ চলতে সক্ষম।
৮ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেন মানুষের কণ্ঠ ও চেহারা অন্যায়ভাবে ব্যবহার না করে, তা নিয়ে ২০২৪ সালে বিক্ষোভ করে হলিউডের শক্তিশালী শ্রমিক ইউনিয়ন এসএজি-এএফটিআরএ। তাই গত বছরের শেষ দিকে এক চুক্তির মাধ্যমে শিল্পীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হয়। তবে বোঝাই যাচ্ছিল, সিনেমাশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার
১০ ঘণ্টা আগেআশির দশকে মুক্তিপ্রাপ্ত ‘টার্মিনেটর’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল স্কাইনেট নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে সচেতন হয়ে উঠে এবং মানবজাতিকে ধ্বংস করতে উদ্যোগী হয়। তখন সেটি ছিল নিছক বিজ্ঞান কল্পকাহিনি। তবে সময় বদলেছে। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কেবল কল্পকাহিনির বিষয় নয়, তা বাস্তব হয়ে উঠছে।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণ ও পরিচালনার খরচ বিপুল। শুধু বিদ্যুৎ ব্যয় হিসাব করলেও দেখা যায়, ব্যবহারকারীদের অনুরোধ প্রক্রিয়াজাত ও উত্তর প্রদানে বিশ্বজুড়ে এআই ডেটা সেন্টারগুলো বছরে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলারেরও বেশি খরচ করে।
১৭ ঘণ্টা আগে