প্রযুক্তি ডেস্ক
বাজার সর্বশেষ সংস্করণের প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে ব্যবহারকারীরা আইফোন ১৪ প্রো এবং পিক্সেল ৭ প্রো–এর মধ্যে তুলনা করছেন। দামে কিছুটা কম হলেও কনফিগারেশন এবং পারফরমেন্সে গুগলের স্মার্টফোনটিকে অ্যাপলের ফোনের শক্ত প্রতিদ্বন্দ্বী বলেই মনে করা হচ্ছে। এই দুই স্মার্টফোনের তুলনামূলক একটি চিত্র নিচে তুলে ধরা হলো—
ডিজাইন
অ্যাপল-এর আইফোন ১৪ প্রোর বডিতে রয়েছে স্টেইনলেস স্টিল এবং কাচের সমন্বয়। স্টিলের ফ্রেমে ফোনটির পরিমিত সহজ সুন্দর নকশা বজায় রাখা হয়েছে।
অপরদিকে, পিক্সেল ৭ প্রো-এর ডিজাইনে রয়েছে মসৃণ ম্যাট অ্যালুমিনিয়াম ফ্রেম। এ ছাড়া, ফোনটির পেছনে রয়েছে কাচের নিরাপত্তা আবরণ। পেছনে আরও রয়েছে একটি ধাতব ক্যামেরা বার। ফোনটিতে আইফোনের মতো ‘নচ’ নেই। ফোনটির সামনে রয়েছে পাঞ্চহোল ক্যামেরা।
ডিসপ্লে
আইফোন ১৪ প্রোতে রয়েছে ৬ দশমিক ১ ইঞ্চির এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে। ডিসপ্লেকে সুরক্ষা প্রদান করছে সিরামিক শিল্ডের তৈরি ডিসপ্লে প্রোটেক্টর।
পিক্সেল ৭ প্রোতে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির কিউএইচডি প্লাস এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির ডিসপ্লের সুরক্ষায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস।
স্থায়িত্ব
আইফোন ১৪ প্রো ৭১ মিলিমিটার চওড়া এবং ৭ দশমিক ৮ মিলিমিটার পুরু। ফোনের পেছনের অংশ পিচ্ছিল হওয়ায় ব্যাক কাভার ব্যবহার না করলে হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফোনটি ‘আইপি ৬৮’ রেটিং প্রাপ্ত। ‘আইপি ৬৮’ রেটিং প্রাপ্ত একটি ডিভাইস ৩০ মিনিটের জন্য ধুলাবালি এবং ১ দশমিক ৫ মিটার পর্যন্ত পানি রোধ করতে সক্ষম।
পিক্সেল ৭ প্রো ৮ দশমিক ৯ মিলিমিটার পুরু, যা আইফোন ১৪ প্রো থেকে প্রায় ১ মিলিমিটার বেশি। পিক্সেল প্রো ৭ ও আইপি ৬৮ রেটিং প্রাপ্ত। আইফোন ১৪ প্রোর মতোই পানি ও ধুলাবালি থেকে সুরক্ষা পাচ্ছে ফোনটি।
পারফরম্যান্স
স্পেসিফিকেশনের হিসেবে পিক্সেল ৭ প্রোর ব্যাটারি ক্ষমতা বেশি। তবে ব্যাটারি লাইফের দিকে তাকালে মিলবে ভিন্ন চিত্র। অ্যাপলের আইওএস ব্যাটারির আয়ু ধরে রাখার জন্য অপটিমাইজড করা। ফলে পিক্সেল প্রো ৭–এর সমান সময় ধরে চার্জ থাকে আইফোন ১৪ প্রোতে।
পিক্সেল প্রো ৭–এ রয়েছে ৩০ ওয়াট ক্ষমতায় চার্জিংয়ের সুবিধা, অপর দিকে আইফোন ১৪ প্রো চার্জ করা যাবে ২০ ওয়াট ক্ষমতায়। এই তথ্যে পিক্সেলকে এগিয়ে রাখা যাবে মনে হলেও বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। আইফোন ১৪ প্রো ৫০ শতাংশ চার্জ হতে ৩০ মিনিট সময় নেয়, পিক্সেল ৭ প্রোও নিচ্ছে একই সময়।
তবে, পিক্সেলে রয়েছে ‘এক্সট্রিম’ ব্যাটারি সেভার মোড। এই ফিচার ব্যবহারে অতিরিক্ত ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে এই ফোনে।
প্রসেসর পারফরমেন্সের দিক থেকে আইফোন থেকে পিছিয়ে রয়েছে পিক্সেল। প্রসেসরে চাপ বাড়ার সঙ্গে ফোনের তাপমাত্রাও বাড়তে থাকে পিক্সেল ৭ প্রোতে। তবে এই সমস্যা আইফোন ১৪ প্রোতে লক্ষ্য করা যায়নি। পিক্সেল ৭ প্রোতে রয়েছে গুগলের টেনসর জি২ প্রসসের আর আইফোন ১৪ প্রোতে রয়েছে এ১৬ বায়োনিক প্রসেসর।
ক্যামেরা
আইফোন ১৪ প্রোতে রয়েছে এফ/ ১ দশমিক ৭৮ অ্যাপারচারসহ ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। এ ছাড়া রয়েছে এফ/ ২ দশমিক ২ অ্যাপারচারসহ ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং এফ/ ২ দশমিক ৮ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ক্যামেরা।
পিক্সেল ৭ প্রোতে রয়েছে এফ/ ১ দশমিক ৮৫ অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। যা ছবির বিস্তারিত নিখুঁতভাবে তুলতে পারে এবং কম আলোতেও বেশ ভালো ছবি তুলতে সক্ষম।
এ ছাড়া আইফোন ১৪ প্রোর মতো এতেও রয়েছে এফ/ ২ দশমিক ২ অ্যাপারচারসহ ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং এফ/ ৩ দশমিক ৫ অ্যাপারচারসহ ৪৮ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ক্যামেরা। ফোনটির সামনে রয়েছে এফ/ ২ দশমিক ২ অ্যাপারচারসহ ১০ দশমিক ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
এ ছাড়া পিক্সেল ৭ প্রো ফোনটিতে আছে ৫ গুন অপটিক্যাল জুম এবং ৩০ গুন পর্যন্ত সুপার রেস জুম, যা আইফোন ১৪ প্রোতে নেই।
দুটি ফোনের ক্যামেরা পারফরম্যান্স প্রায় একই। সাধারণ ব্যবহারকারীরা পার্থক্য ধরতে পারবেন না।
অপারেটিং সিস্টেম
আইফোন ১৪ সিরিজের ফোনগুলোতে আইওএসের সর্বশেষ সংস্করণ ‘আইওএস ১৬’ রয়েছে। এতে কাস্টমাইজ যোগ্য লক স্ক্রিন, আই-মেসেজে নতুন কিছু অপশন এবং হ্যাপটিক কিবোর্ড প্রতিক্রিয়ার সুবিধা যুক্ত হয়েছে।
পিক্সেল ৭ প্রোতে রয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ—অ্যান্ড্রয়েড ১৩। অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণে রয়েছে ফটো ফিচার সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারী কোনো অ্যাপকে ছবির অ্যাকসেস দেবেন আর কোন অ্যাপকে দেবেন না—তা আরও সহজে নির্ধারণ করতে পারবেন। এর ফলে কোনো অ্যাপ চাইলেই ফোনের মিডিয়া ফাইলগুলোর অ্যাকসেস নিতে পারবে না।
এ ছাড়া অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে রয়েছে ‘কাস্টম কুইক সেটিংস’ এবং ‘আপডেট থিম ইঞ্জিন’ সুবিধা। আপডেট থিম ইঞ্জিন সুবিধার ফলে, গুগল ছাড়া অন্য অ্যাপগুলো যেমন, হোয়াটসঅ্যাপ আইকনও সিস্টেমের ওয়ালপেপারের কালার থিম ফলো করতে পারবে। এ সুবিধাটি এর আগে শুধু গুগল অ্যাপের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল।
বাজার সর্বশেষ সংস্করণের প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে ব্যবহারকারীরা আইফোন ১৪ প্রো এবং পিক্সেল ৭ প্রো–এর মধ্যে তুলনা করছেন। দামে কিছুটা কম হলেও কনফিগারেশন এবং পারফরমেন্সে গুগলের স্মার্টফোনটিকে অ্যাপলের ফোনের শক্ত প্রতিদ্বন্দ্বী বলেই মনে করা হচ্ছে। এই দুই স্মার্টফোনের তুলনামূলক একটি চিত্র নিচে তুলে ধরা হলো—
ডিজাইন
অ্যাপল-এর আইফোন ১৪ প্রোর বডিতে রয়েছে স্টেইনলেস স্টিল এবং কাচের সমন্বয়। স্টিলের ফ্রেমে ফোনটির পরিমিত সহজ সুন্দর নকশা বজায় রাখা হয়েছে।
অপরদিকে, পিক্সেল ৭ প্রো-এর ডিজাইনে রয়েছে মসৃণ ম্যাট অ্যালুমিনিয়াম ফ্রেম। এ ছাড়া, ফোনটির পেছনে রয়েছে কাচের নিরাপত্তা আবরণ। পেছনে আরও রয়েছে একটি ধাতব ক্যামেরা বার। ফোনটিতে আইফোনের মতো ‘নচ’ নেই। ফোনটির সামনে রয়েছে পাঞ্চহোল ক্যামেরা।
ডিসপ্লে
আইফোন ১৪ প্রোতে রয়েছে ৬ দশমিক ১ ইঞ্চির এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে। ডিসপ্লেকে সুরক্ষা প্রদান করছে সিরামিক শিল্ডের তৈরি ডিসপ্লে প্রোটেক্টর।
পিক্সেল ৭ প্রোতে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির কিউএইচডি প্লাস এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির ডিসপ্লের সুরক্ষায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস।
স্থায়িত্ব
আইফোন ১৪ প্রো ৭১ মিলিমিটার চওড়া এবং ৭ দশমিক ৮ মিলিমিটার পুরু। ফোনের পেছনের অংশ পিচ্ছিল হওয়ায় ব্যাক কাভার ব্যবহার না করলে হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফোনটি ‘আইপি ৬৮’ রেটিং প্রাপ্ত। ‘আইপি ৬৮’ রেটিং প্রাপ্ত একটি ডিভাইস ৩০ মিনিটের জন্য ধুলাবালি এবং ১ দশমিক ৫ মিটার পর্যন্ত পানি রোধ করতে সক্ষম।
পিক্সেল ৭ প্রো ৮ দশমিক ৯ মিলিমিটার পুরু, যা আইফোন ১৪ প্রো থেকে প্রায় ১ মিলিমিটার বেশি। পিক্সেল প্রো ৭ ও আইপি ৬৮ রেটিং প্রাপ্ত। আইফোন ১৪ প্রোর মতোই পানি ও ধুলাবালি থেকে সুরক্ষা পাচ্ছে ফোনটি।
পারফরম্যান্স
স্পেসিফিকেশনের হিসেবে পিক্সেল ৭ প্রোর ব্যাটারি ক্ষমতা বেশি। তবে ব্যাটারি লাইফের দিকে তাকালে মিলবে ভিন্ন চিত্র। অ্যাপলের আইওএস ব্যাটারির আয়ু ধরে রাখার জন্য অপটিমাইজড করা। ফলে পিক্সেল প্রো ৭–এর সমান সময় ধরে চার্জ থাকে আইফোন ১৪ প্রোতে।
পিক্সেল প্রো ৭–এ রয়েছে ৩০ ওয়াট ক্ষমতায় চার্জিংয়ের সুবিধা, অপর দিকে আইফোন ১৪ প্রো চার্জ করা যাবে ২০ ওয়াট ক্ষমতায়। এই তথ্যে পিক্সেলকে এগিয়ে রাখা যাবে মনে হলেও বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। আইফোন ১৪ প্রো ৫০ শতাংশ চার্জ হতে ৩০ মিনিট সময় নেয়, পিক্সেল ৭ প্রোও নিচ্ছে একই সময়।
তবে, পিক্সেলে রয়েছে ‘এক্সট্রিম’ ব্যাটারি সেভার মোড। এই ফিচার ব্যবহারে অতিরিক্ত ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে এই ফোনে।
প্রসেসর পারফরমেন্সের দিক থেকে আইফোন থেকে পিছিয়ে রয়েছে পিক্সেল। প্রসেসরে চাপ বাড়ার সঙ্গে ফোনের তাপমাত্রাও বাড়তে থাকে পিক্সেল ৭ প্রোতে। তবে এই সমস্যা আইফোন ১৪ প্রোতে লক্ষ্য করা যায়নি। পিক্সেল ৭ প্রোতে রয়েছে গুগলের টেনসর জি২ প্রসসের আর আইফোন ১৪ প্রোতে রয়েছে এ১৬ বায়োনিক প্রসেসর।
ক্যামেরা
আইফোন ১৪ প্রোতে রয়েছে এফ/ ১ দশমিক ৭৮ অ্যাপারচারসহ ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। এ ছাড়া রয়েছে এফ/ ২ দশমিক ২ অ্যাপারচারসহ ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং এফ/ ২ দশমিক ৮ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ক্যামেরা।
পিক্সেল ৭ প্রোতে রয়েছে এফ/ ১ দশমিক ৮৫ অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। যা ছবির বিস্তারিত নিখুঁতভাবে তুলতে পারে এবং কম আলোতেও বেশ ভালো ছবি তুলতে সক্ষম।
এ ছাড়া আইফোন ১৪ প্রোর মতো এতেও রয়েছে এফ/ ২ দশমিক ২ অ্যাপারচারসহ ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং এফ/ ৩ দশমিক ৫ অ্যাপারচারসহ ৪৮ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ক্যামেরা। ফোনটির সামনে রয়েছে এফ/ ২ দশমিক ২ অ্যাপারচারসহ ১০ দশমিক ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
এ ছাড়া পিক্সেল ৭ প্রো ফোনটিতে আছে ৫ গুন অপটিক্যাল জুম এবং ৩০ গুন পর্যন্ত সুপার রেস জুম, যা আইফোন ১৪ প্রোতে নেই।
দুটি ফোনের ক্যামেরা পারফরম্যান্স প্রায় একই। সাধারণ ব্যবহারকারীরা পার্থক্য ধরতে পারবেন না।
অপারেটিং সিস্টেম
আইফোন ১৪ সিরিজের ফোনগুলোতে আইওএসের সর্বশেষ সংস্করণ ‘আইওএস ১৬’ রয়েছে। এতে কাস্টমাইজ যোগ্য লক স্ক্রিন, আই-মেসেজে নতুন কিছু অপশন এবং হ্যাপটিক কিবোর্ড প্রতিক্রিয়ার সুবিধা যুক্ত হয়েছে।
পিক্সেল ৭ প্রোতে রয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ—অ্যান্ড্রয়েড ১৩। অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণে রয়েছে ফটো ফিচার সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারী কোনো অ্যাপকে ছবির অ্যাকসেস দেবেন আর কোন অ্যাপকে দেবেন না—তা আরও সহজে নির্ধারণ করতে পারবেন। এর ফলে কোনো অ্যাপ চাইলেই ফোনের মিডিয়া ফাইলগুলোর অ্যাকসেস নিতে পারবে না।
এ ছাড়া অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে রয়েছে ‘কাস্টম কুইক সেটিংস’ এবং ‘আপডেট থিম ইঞ্জিন’ সুবিধা। আপডেট থিম ইঞ্জিন সুবিধার ফলে, গুগল ছাড়া অন্য অ্যাপগুলো যেমন, হোয়াটসঅ্যাপ আইকনও সিস্টেমের ওয়ালপেপারের কালার থিম ফলো করতে পারবে। এ সুবিধাটি এর আগে শুধু গুগল অ্যাপের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল।
ওপেনএআই-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রিজনিং মডেলগুলো তৈরি করতে শুরু করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এসব মডেলগুলো ডেভেলপারদের কাছে বিক্রির উদ্যোগও নিতে পারে কোম্পানিটি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ‘দ্য ইনফরমেশন’ এসব তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের জন্য বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। একসময় এটি শুধু ব্যক্তিগত ম্যাসেজিং অ্যাপ হিসেবে পরিচিত ছিল। তবে এখন এটি ব্যবসা, ব্র্যান্ডের প্রচার-প্রচারণা এবং বৃহত্তর শ্রোতাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেল নামক নতুন ফিচারটি এ
৫ ঘণ্টা আগেস্মার্টফোনের সবচেয়ে সংবেদশীল অংশ হলো ডিভাইসের স্ক্রিন। হাত থেকে পড়ে গেলে তা সহজেই ভেঙে যেতে পারে। তাই ফোন কেনার সঙ্গে সঙ্গে স্ক্রিন প্রটেক্টর লাগিয়ে থাকেন অনেকেই। এটি মূল স্ক্রিনকে একটি অতিরিক্ত সুরক্ষা দেয়। টেম্পারড গ্লাস থেকে শুরু করে লিকুইড কোটিং পর্যন্ত, বিভিন্ন ধরনের স্ক্রিন প্রটেক্টর বাজারে...
২১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে জনসাধারণকে আরও ব্যক্তিগতকৃত কনটেন্ট সরবরাহের জন্য নতুন একটি বিভাগ তৈরি করবে বিবিসি নিউজ। সংবাদমাধ্যমটির প্রধান ডেবোরা টার্নেস বলেন, এআই ব্যবহার করে তাদের সংস্থা ‘এআই’ এবং ‘উদ্ভাবনের’ এর মাধ্যমে শ্রোতাদের নতুন ও আধুনিক উপায়ে সংবাদ উপস্থাপন করবে। বিশেষত তরুণদের..
২১ ঘণ্টা আগে