Ajker Patrika

গেমিং স্মার্টফোন কেনার আগে জেনে রাখুন

প্রযুক্তি ডেস্ক
গেমিং স্মার্টফোন কেনার আগে জেনে রাখুন

স্মার্টফোনে অনেকেই গেম খেলতে পছন্দ করেন। তবে সব স্মার্টফোনে স্বাচ্ছন্দ্যে গেম খেলা যায় না। গেমগুলো সাধারণত স্মার্টফোনের স্টোরেজের অনেকখানি জায়গাজুড়ে থাকে। এ ছাড়া, গেমিংয়ের সময় ফোন হ্যাং করাসহ নানা সমস্যা তো আছেই। তাই স্মার্টফোন ব্যবহারের অন্যতম কারণ যদি হয় গেম খেলা, তাহলে স্মার্টফোন কেনার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এগুলো নিয়ে আলোচনা করা হলো: 

প্রসেসর
গেমিংয়ের জন্য ফোন কেনার সময় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটি বিবেচনা করতে হবে তা হলো প্রসেসর। প্রসেসরই মূলত ফোনের কর্মক্ষমতা নির্ধারণ করে। তাই মোবাইলে স্ন্যাপড্রাগন ৬৭৫ বা এর পরের সংস্করণ, হাই–সিলিকন কিরিন ৯৭০ বা এর পরবর্তী সংস্করণ, এক্সিনোস ৮৮৯৫ বা এর পরের সংস্করণ, মিডিয়াটেক হেলিও জি৯০টি বা এর পরবর্তী সংস্করণের প্রেসসর আছে কি না দেখে নিতে হবে। এতে গেমিংয়ের অভিজ্ঞতা হবে নির্ঝঞ্ঝাট।

র‍্যাম ও স্টোরেজ
গেমিংয়ের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো র‌্যাম এবং ইন্টারনাল স্টোরেজ। কমপক্ষে ৬ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ আছে— এমন ফোন কেনার চেষ্টা করুন। তবে এর চেয়ে বেশি স্টোরেজের ফোন কিনতে পারলে আরও ভালো। তবে কোন গেম খেলতে ন্যূনতম কেমন কনফিগারেশন লাগে— সে ব্যাপারেও জানা থাকা থাকতে হবে।

ডিসপ্লে
ফোনের ডিসপ্লে বা স্ক্রিন গেমিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গেম সঠিকভাবে দেখার জন্য ফোনে হাই রেজুলেশনের ডিসপ্লে থাকতে হবে। এ ছাড়া, ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ বা ১২০ হার্টজ হলে ভালো হয়। রিফ্রেশ রেট মূলত এক সেকেন্ডে স্ক্রিন কতবার রিফ্রেশ হয় সেটি।  

যে স্মার্টফোনের রিফ্রেশ রেট যত বেশি থাকে সে স্মার্টফোনে ভিডিও এবং ইমেজ তত ঝকঝকে এবং মসৃণ দেখা যায়। স্মার্টফোনগুলোতে সাধারণত ৬০, ৯০ এবং ১২০ হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট থাকে।

ব্যাটারি
স্মার্টফোনে গেম খেললে চার্জের বিষয়টি খেয়াল রাখা জরুরি। গেম খেলার সময় ফোন হাই গ্রাফিকস এবং হাই রিফ্রেশ রেট ব্যবহার করলে ব্যাটারি দ্রুত শেষ হয়। তাই ফোন কেনার সময় কমপক্ষে ৪৫০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি আছে এমন ফোন বাছাই করুন। বর্তমানে বাজারে মিড রেঞ্জের অনেক ফোনেই ৬০০০ এমএইএইচ–এর ব্যাটারি থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত