প্রযুক্তি ডেস্ক
আজকাল প্রায় সব নতুন স্মার্টফোনেই ব্যবহার করা হচ্ছে ভার্চুয়াল র্যাম প্রযুক্তি। এ প্রযুক্তির মাধ্যমে হার্ডওয়্যারে কোনো প্রকার পরিবর্তন না এনেই ফোনের র্যাম বাড়িয়ে নেওয়া যায়। ‘ডায়নামিক র্যাম এক্সপ্যানশন’ , ‘র্যাম প্লাস’, ‘এক্সটেনডেড র্যাম’ সহ বিভিন্ন নামে এই ফিচার নিয়ে আসছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলি। আগে শুধুমাত্র দামি ফোন গুলির ক্ষেত্রে এই ফিচারটি দেখা গেলেও এখন কমদামি স্মার্টফোন গুলিতেও লক্ষ্য করা যাচ্ছে এই ফিচার। তবে অনেক স্মার্টফোন ব্যবহারকারীই এখনো এই ফিচার সম্পর্কে ভালোভাবে জানেন না।
র্যামের নির্দিষ্ট সীমা পার হওয়ার পর র্যামের চাহিদা মেটাতে ফোনের রম বা ইন্টারনাল স্টোরেজ থেকে র্যাম হিসেবে ব্যবহৃত জায়গাকে ভার্চুয়াল র্যাম বলা হয়। উদাহরণস্বরূপ, কোনো স্মার্টফোনের র্যাম ৬ জিবি এবং রম ১২৮ জিবি। ফোনটিতে ৩ জিবি ভার্চুয়াল র্যাম হিসেবে ব্যবহার করা গেলে রমের ধারণক্ষমতা ৩ জিবি কমে হবে ১২৫। অর্থাৎ, ফোনটিতে রম বা ইন্টারনাল স্টোরেজের ৩ জিবি জায়গা র্যাম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
মোবাইল ফোনে যে র্যাম থাকে তার একটি নির্দিষ্ট সীমা রয়েছে। মোবাইলে ভারী অ্যাপস কিংবা গেম চালানোর সময় অনেক ব্যবহারকারীই ফোনের গতি কমে যাওয়া লক্ষ্য করে থাকেন। অনেকগুলি অ্যাপ একসঙ্গে চালু করে রাখলেও এ সমস্যাটি দেখা দেয়। ভার্চুয়াল র্যামের সুবিধা ব্যবহার করে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
ভার্চুয়াল র্যামের সুবিধা ব্যবহার করে মোবাইল ফোন হ্যাং হওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি ফোনের গতিও বৃদ্ধি পাবে। প্রথমবার ভার্চুয়াল র্যাম সুবিধা চালুর পর ফোন রিস্টার্ট করলে তবেই এই ফিচার কাজ করা শুরু করবে। তবে ভার্চুয়াল র্যামের জন্য নির্ধারিত মেমোরি সংরক্ষিত থাকবে। সাধারণ কাজে সেটি ব্যবহার করা যাবে না।
আজকাল প্রায় সব নতুন স্মার্টফোনেই ব্যবহার করা হচ্ছে ভার্চুয়াল র্যাম প্রযুক্তি। এ প্রযুক্তির মাধ্যমে হার্ডওয়্যারে কোনো প্রকার পরিবর্তন না এনেই ফোনের র্যাম বাড়িয়ে নেওয়া যায়। ‘ডায়নামিক র্যাম এক্সপ্যানশন’ , ‘র্যাম প্লাস’, ‘এক্সটেনডেড র্যাম’ সহ বিভিন্ন নামে এই ফিচার নিয়ে আসছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলি। আগে শুধুমাত্র দামি ফোন গুলির ক্ষেত্রে এই ফিচারটি দেখা গেলেও এখন কমদামি স্মার্টফোন গুলিতেও লক্ষ্য করা যাচ্ছে এই ফিচার। তবে অনেক স্মার্টফোন ব্যবহারকারীই এখনো এই ফিচার সম্পর্কে ভালোভাবে জানেন না।
র্যামের নির্দিষ্ট সীমা পার হওয়ার পর র্যামের চাহিদা মেটাতে ফোনের রম বা ইন্টারনাল স্টোরেজ থেকে র্যাম হিসেবে ব্যবহৃত জায়গাকে ভার্চুয়াল র্যাম বলা হয়। উদাহরণস্বরূপ, কোনো স্মার্টফোনের র্যাম ৬ জিবি এবং রম ১২৮ জিবি। ফোনটিতে ৩ জিবি ভার্চুয়াল র্যাম হিসেবে ব্যবহার করা গেলে রমের ধারণক্ষমতা ৩ জিবি কমে হবে ১২৫। অর্থাৎ, ফোনটিতে রম বা ইন্টারনাল স্টোরেজের ৩ জিবি জায়গা র্যাম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
মোবাইল ফোনে যে র্যাম থাকে তার একটি নির্দিষ্ট সীমা রয়েছে। মোবাইলে ভারী অ্যাপস কিংবা গেম চালানোর সময় অনেক ব্যবহারকারীই ফোনের গতি কমে যাওয়া লক্ষ্য করে থাকেন। অনেকগুলি অ্যাপ একসঙ্গে চালু করে রাখলেও এ সমস্যাটি দেখা দেয়। ভার্চুয়াল র্যামের সুবিধা ব্যবহার করে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
ভার্চুয়াল র্যামের সুবিধা ব্যবহার করে মোবাইল ফোন হ্যাং হওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি ফোনের গতিও বৃদ্ধি পাবে। প্রথমবার ভার্চুয়াল র্যাম সুবিধা চালুর পর ফোন রিস্টার্ট করলে তবেই এই ফিচার কাজ করা শুরু করবে। তবে ভার্চুয়াল র্যামের জন্য নির্ধারিত মেমোরি সংরক্ষিত থাকবে। সাধারণ কাজে সেটি ব্যবহার করা যাবে না।
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১৬ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১৭ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১৭ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
২০ ঘণ্টা আগে