অনলাইন ডেস্ক
চীনা কোম্পানি ভিভো তার পরবর্তী বড় ফ্ল্যাগশিপ ফোন এক্স ২০০ আলট্রা উন্মোচনের জন্য প্রস্তুত। এটি চীনের বাজারে এপ্রিলের মাঝামাঝি থেকে শেষের দিকে আসতে পারে। ডিভাইসটি ইতিমধ্যে অনেক খবরের শিরোনামে উঠে এসেছে।
বিভিন্ন সূত্র বলেছে, ফোনটি তৈরির জন্য জার্মানি কোম্পানি জেইসের পাশাপাশি ফুজিফিল্মের সঙ্গে অংশীদারত্ব করেছে ভিভো। এতে একটি নতুন এআই ইমেজিং চিপ ও একটি অ্যাকশন বাটন থাকতে পারে। ফোনটি সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেল, তা তুলে ধরা হলো—
ডিজাইন ও ডিসপ্লে
ফাঁস হওয়া তথ্য সঠিক হলে এক্স ২০০ আলট্রা ফোনটির ডিজাইন আগের মডেলগুলোর মতো হবে। এর মানে হলো, ফোনের পেছনে একটি বড় গোলাকার ক্যামেরা আইল্যান্ড থাকবে, যেখানে তিনটি সেন্সর থাকবে এবং মডিউলের বাইরে ওপরের ডান দিকের কোনায় এলইডি ফ্ল্যাশ থাকবে।
ফোনটিতে সরু বেজেলস ও কার্ভ ডিসপ্লের মাঝে ক্যামেরার জন্য হোল পাঞ্চ থাকবে। তবে একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, এক্স ২০০ আলট্রাতে একটি অ্যাকশন বাটন থাকবে। ডিভাইসের নিচের ডান পাশে বাটনটি থাকবে। এর মাধ্যমে দ্রুত ছবি ও ভিডিও ধারণ করা যাবে।
এ ছাড়া ফোনটিতে ৬ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে ও ২কে ৮টি ওএলইডি প্যানেল থাকবে। ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ভিভোর স্ট্যান্ডার্ড ও প্রো মডেলের স্ক্রিনগুলোর রেজল্যুশন ১ দশমিক ৫কে।
পারফরম্যান্স
ভিভোর আলট্রা মডেলে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট যুক্ত হতে পারে। চিপসেটটির সঙ্গে ২৪ জিবি এলপিডিডিআর ৫ এক্স র্যাম এবং ২ টিবি ৪.০ স্টোরেজ থাকবে বলে শোনা যাচ্ছে।
এসব হার্ডওয়্যার চালানোর জন্য একটি ৬ হাজার এমএএইচের ব্যাটারি থাকবে, যা ১০০ ওয়াট ওয়্যারড চার্জিং এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে। এক্স ১০০ আলট্রাতে ৫ হাজার এমএএইচের ব্যাটারি রয়েছে, যা সর্বোচ্চ ৮০ ওয়াট ওয়্যারড ও ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।
ক্যামেরা
ভিভোর ক্যামেরা প্রযুক্তি দীর্ঘদিন ধরে কোম্পানিটির শক্তি হিসেবে পরিচিত এবং এক্স ২০০ আলট্রার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। তথ্যসূত্র অনুযায়ী, এতে প্রাথমিক সেন্সর হিসেবে থাকবে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াটি–৮১৮, ২০০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, যার ফোকাল লেন্থ হবে ৮৫ এমএম ও ৫০ মেগাপিক্সেল ম্যাক্রো টেলিফটো লেন্স। এ ছাড়া সেলফি ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের।
এই ক্যামেরা সেটআপ ভিভোর ফটোগ্রাফি ক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। বিশেষত, ২০০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও উচ্চ রেজল্যুশনের সেলফি ক্যামেরার কারণে।
ভিডিও
এক্স ২০০ আলট্রায় সম্ভবত ১২০ এফপিএসে ৪কে ভিডিও ধারণ করা যাবে। এতে ভিভোর পরবর্তী প্রজন্মের কাস্টম এআই ইমেজিং চিপও থাকতে পারে, যা আরও উন্নত ছবি ও ভিডিও প্রক্রিয়াকরণের ক্ষমতা নিয়ে আসবে।
এ ছাড়া নতুন লাইভ মোড ও ৫-অ্যাক্সিস স্ট্যাবিলাইজেশন সুবিধাও থাকবে। ফলে ভিডিও ও ছবি আরও স্পষ্ট হবে। ব্লার হবে না।
আরেক সূত্রের মতে, ছবির প্রসেসিং ও রং উন্নত করতে ফুজিফিল্মের সঙ্গে অংশীদারত্ব করছে ভিভো।
ফটোগ্রাফির বাইরে, এক্স ২০০ আলট্রায় আরও কিছু প্রিমিয়াম ফিচার যুক্ত হতে পারে—
আইপি ৬৮ /আইপি ৬৯: ফোনটিতে পানি ও ধুলা থেকে বাঁচাতে আইপি ৬৮ /আইপি ৬৯ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে ফোনটি আরও টেকসই হবে।
এনএফসি ও আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: এনএফসির মাধ্যমে দ্রুত পেমেন্ট সম্ভব হবে। আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমে ফোনটি দ্রুত ও নিরাপদভাবে আনলক করা যাবে।
স্যাটেলাইট যোগাযোগ সমর্থন: এটি যেকোনো পরিস্থিতিতে সংযোগ বজায় রাখতে সাহায্য করবে। বিশেষত, যেখানে সাধারণ নেটওয়ার্ক সিগন্যাল পাওয়া যায় না।
ব্লুটুথ ৫.৪ ও ইনফ্রারেড রিমোট কন্ট্রোল–দ্রুত ও স্থিতিশীল ব্লুটুথ সংযোগ, পাশাপাশি টিভি বা অন্যান্য ডিভাইস নিয়ন্ত্রণের জন্য ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফিচার।
এক্স ২০০ আলট্রা সম্ভবত মার্চ বা এপ্রিলে চীনে উন্মোচন হবে। তবে এর আগের মডেলগুলোর মতো বিশ্ববাজারের জন্য মডেলটি কবে উন্মোচন হবে, তা এখনো অনিশ্চিত।
তথ্যসূত্র: গিজমোচীনা
চীনা কোম্পানি ভিভো তার পরবর্তী বড় ফ্ল্যাগশিপ ফোন এক্স ২০০ আলট্রা উন্মোচনের জন্য প্রস্তুত। এটি চীনের বাজারে এপ্রিলের মাঝামাঝি থেকে শেষের দিকে আসতে পারে। ডিভাইসটি ইতিমধ্যে অনেক খবরের শিরোনামে উঠে এসেছে।
বিভিন্ন সূত্র বলেছে, ফোনটি তৈরির জন্য জার্মানি কোম্পানি জেইসের পাশাপাশি ফুজিফিল্মের সঙ্গে অংশীদারত্ব করেছে ভিভো। এতে একটি নতুন এআই ইমেজিং চিপ ও একটি অ্যাকশন বাটন থাকতে পারে। ফোনটি সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেল, তা তুলে ধরা হলো—
ডিজাইন ও ডিসপ্লে
ফাঁস হওয়া তথ্য সঠিক হলে এক্স ২০০ আলট্রা ফোনটির ডিজাইন আগের মডেলগুলোর মতো হবে। এর মানে হলো, ফোনের পেছনে একটি বড় গোলাকার ক্যামেরা আইল্যান্ড থাকবে, যেখানে তিনটি সেন্সর থাকবে এবং মডিউলের বাইরে ওপরের ডান দিকের কোনায় এলইডি ফ্ল্যাশ থাকবে।
ফোনটিতে সরু বেজেলস ও কার্ভ ডিসপ্লের মাঝে ক্যামেরার জন্য হোল পাঞ্চ থাকবে। তবে একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, এক্স ২০০ আলট্রাতে একটি অ্যাকশন বাটন থাকবে। ডিভাইসের নিচের ডান পাশে বাটনটি থাকবে। এর মাধ্যমে দ্রুত ছবি ও ভিডিও ধারণ করা যাবে।
এ ছাড়া ফোনটিতে ৬ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে ও ২কে ৮টি ওএলইডি প্যানেল থাকবে। ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ভিভোর স্ট্যান্ডার্ড ও প্রো মডেলের স্ক্রিনগুলোর রেজল্যুশন ১ দশমিক ৫কে।
পারফরম্যান্স
ভিভোর আলট্রা মডেলে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট যুক্ত হতে পারে। চিপসেটটির সঙ্গে ২৪ জিবি এলপিডিডিআর ৫ এক্স র্যাম এবং ২ টিবি ৪.০ স্টোরেজ থাকবে বলে শোনা যাচ্ছে।
এসব হার্ডওয়্যার চালানোর জন্য একটি ৬ হাজার এমএএইচের ব্যাটারি থাকবে, যা ১০০ ওয়াট ওয়্যারড চার্জিং এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে। এক্স ১০০ আলট্রাতে ৫ হাজার এমএএইচের ব্যাটারি রয়েছে, যা সর্বোচ্চ ৮০ ওয়াট ওয়্যারড ও ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।
ক্যামেরা
ভিভোর ক্যামেরা প্রযুক্তি দীর্ঘদিন ধরে কোম্পানিটির শক্তি হিসেবে পরিচিত এবং এক্স ২০০ আলট্রার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। তথ্যসূত্র অনুযায়ী, এতে প্রাথমিক সেন্সর হিসেবে থাকবে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াটি–৮১৮, ২০০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, যার ফোকাল লেন্থ হবে ৮৫ এমএম ও ৫০ মেগাপিক্সেল ম্যাক্রো টেলিফটো লেন্স। এ ছাড়া সেলফি ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের।
এই ক্যামেরা সেটআপ ভিভোর ফটোগ্রাফি ক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। বিশেষত, ২০০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও উচ্চ রেজল্যুশনের সেলফি ক্যামেরার কারণে।
ভিডিও
এক্স ২০০ আলট্রায় সম্ভবত ১২০ এফপিএসে ৪কে ভিডিও ধারণ করা যাবে। এতে ভিভোর পরবর্তী প্রজন্মের কাস্টম এআই ইমেজিং চিপও থাকতে পারে, যা আরও উন্নত ছবি ও ভিডিও প্রক্রিয়াকরণের ক্ষমতা নিয়ে আসবে।
এ ছাড়া নতুন লাইভ মোড ও ৫-অ্যাক্সিস স্ট্যাবিলাইজেশন সুবিধাও থাকবে। ফলে ভিডিও ও ছবি আরও স্পষ্ট হবে। ব্লার হবে না।
আরেক সূত্রের মতে, ছবির প্রসেসিং ও রং উন্নত করতে ফুজিফিল্মের সঙ্গে অংশীদারত্ব করছে ভিভো।
ফটোগ্রাফির বাইরে, এক্স ২০০ আলট্রায় আরও কিছু প্রিমিয়াম ফিচার যুক্ত হতে পারে—
আইপি ৬৮ /আইপি ৬৯: ফোনটিতে পানি ও ধুলা থেকে বাঁচাতে আইপি ৬৮ /আইপি ৬৯ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে ফোনটি আরও টেকসই হবে।
এনএফসি ও আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: এনএফসির মাধ্যমে দ্রুত পেমেন্ট সম্ভব হবে। আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমে ফোনটি দ্রুত ও নিরাপদভাবে আনলক করা যাবে।
স্যাটেলাইট যোগাযোগ সমর্থন: এটি যেকোনো পরিস্থিতিতে সংযোগ বজায় রাখতে সাহায্য করবে। বিশেষত, যেখানে সাধারণ নেটওয়ার্ক সিগন্যাল পাওয়া যায় না।
ব্লুটুথ ৫.৪ ও ইনফ্রারেড রিমোট কন্ট্রোল–দ্রুত ও স্থিতিশীল ব্লুটুথ সংযোগ, পাশাপাশি টিভি বা অন্যান্য ডিভাইস নিয়ন্ত্রণের জন্য ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফিচার।
এক্স ২০০ আলট্রা সম্ভবত মার্চ বা এপ্রিলে চীনে উন্মোচন হবে। তবে এর আগের মডেলগুলোর মতো বিশ্ববাজারের জন্য মডেলটি কবে উন্মোচন হবে, তা এখনো অনিশ্চিত।
তথ্যসূত্র: গিজমোচীনা
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৫ ঘণ্টা আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
৮ ঘণ্টা আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
১০ ঘণ্টা আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
১২ ঘণ্টা আগে