প্রযুক্তি ডেস্ক
সাম্প্রতিক সময়ে ফোল্ডেবল মোবাইল ফোন নিয়ে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মাঝে চলছে এক প্রকার প্রতিযোগীতা। স্যামসাং, অপ্পো ও মটোরোলাসহ অনেক স্মার্টফোন নির্মাতা কোম্পানি বাজারে এনেছে ফোল্ডেবল স্মার্টফোন। তবে এবার প্রতিযোগীতাকে নতুন মাত্রা দিতে ট্রাইফোল্ড ডিসপ্লের মোবাইল আনছে স্যামসাং।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর স্যামসাং গ্যালাক্সি এস ২৩ এফই মডেল বাজারে আনার কথা থাকলে আপাতত এ নিয়ে নতুন কোনো নতুন তথ্য জানা যায়নি। শোনা যাচ্ছে, গ্যালাক্সি এস ২৩ এফই নিয়ে কাজ আপাতত বন্ধ রেখেছে প্রতিষ্টানটি। গ্যালাক্সি এস ২১ এফই মডেলটি বেশ জনপ্রিয়তা পেলেও এর পরবর্তী সংস্করণ নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না স্যামসাং। তবে শোনা যাচ্ছে, ট্রাইফোল্ড ডিসপ্লের হ্যান্ডসেট নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের জি সিরিজে প্রথম ফোল্ডেবল ফোন এনেছিল স্যামসাং। এবার জি সিরিজেই ট্রাইফোল্ড ডিসপ্লের নতুন ফোনটি আনা হতে পারে। শোনা যাচ্ছে, গ্যালাক্সি জি ফোল্ড ৫ এবং গ্যালাক্সি জি ফ্লিপ ৫— এই দুটি মডেলের উপর কাজ চলছে। পাশাপাশি তৈরি করা হচ্ছে ট্রাইফোল্ড ডিসপ্লের ফোনটি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই বাজারে আসবে এটি। তবে নতুন এই ফোনটির কনফিগারেশন সম্পর্কে এখনো কিছু জানা যায় নি।
এর আগে, এআর-ভিআর প্রযুক্তির হেডসেট আনার কথা জানায় স্যামসাং। এই হেডসেটে একই সঙ্গে ভার্চ্যুয়াল রিয়্যালিটি এবং অগমেন্টেড রিয়্যালিটির অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। হেডসেটটি নির্মাণে গুগল ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে স্যামসাং। গত ২০১৫ সালে ভিআর (ভার্চ্যুয়াল রিয়্যালিটি) প্রযুক্তির হেডসেট বাজারে এনেছিল স্যামসাং। তবে গ্রাহকের চাহিদা বিবেচনায় এনে এবার মিক্সড রিয়্যালিটি প্রযুক্তির হেডসেট তৈরি করবে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান টিএম রোহ বলেন, ‘গুগলের সফটওয়্যার ও কোয়ালকমের প্রসেসরের সমন্বয়ে হেডসেটটি তৈরি করা হবে।’ তবে কবে নাগাদ হেডসেটটি বাজারে আসবে এ ব্যাপারে কিছু জানাননি তিনি।
গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিরোশি লকহাইমার বলেন, ‘গুগল দীর্ঘদিন ধরেই এআর ও ভিআর প্রযুক্তিতে বিনিয়োগ করছে। এ প্রযুক্তির জন্য যন্ত্র এবং সফটওয়্যারের উন্নয়ন করা প্রয়োজন হবে। আর এ কারণেই স্যামসাং ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে গুগল।’
সাম্প্রতিক সময়ে ফোল্ডেবল মোবাইল ফোন নিয়ে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মাঝে চলছে এক প্রকার প্রতিযোগীতা। স্যামসাং, অপ্পো ও মটোরোলাসহ অনেক স্মার্টফোন নির্মাতা কোম্পানি বাজারে এনেছে ফোল্ডেবল স্মার্টফোন। তবে এবার প্রতিযোগীতাকে নতুন মাত্রা দিতে ট্রাইফোল্ড ডিসপ্লের মোবাইল আনছে স্যামসাং।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর স্যামসাং গ্যালাক্সি এস ২৩ এফই মডেল বাজারে আনার কথা থাকলে আপাতত এ নিয়ে নতুন কোনো নতুন তথ্য জানা যায়নি। শোনা যাচ্ছে, গ্যালাক্সি এস ২৩ এফই নিয়ে কাজ আপাতত বন্ধ রেখেছে প্রতিষ্টানটি। গ্যালাক্সি এস ২১ এফই মডেলটি বেশ জনপ্রিয়তা পেলেও এর পরবর্তী সংস্করণ নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না স্যামসাং। তবে শোনা যাচ্ছে, ট্রাইফোল্ড ডিসপ্লের হ্যান্ডসেট নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের জি সিরিজে প্রথম ফোল্ডেবল ফোন এনেছিল স্যামসাং। এবার জি সিরিজেই ট্রাইফোল্ড ডিসপ্লের নতুন ফোনটি আনা হতে পারে। শোনা যাচ্ছে, গ্যালাক্সি জি ফোল্ড ৫ এবং গ্যালাক্সি জি ফ্লিপ ৫— এই দুটি মডেলের উপর কাজ চলছে। পাশাপাশি তৈরি করা হচ্ছে ট্রাইফোল্ড ডিসপ্লের ফোনটি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই বাজারে আসবে এটি। তবে নতুন এই ফোনটির কনফিগারেশন সম্পর্কে এখনো কিছু জানা যায় নি।
এর আগে, এআর-ভিআর প্রযুক্তির হেডসেট আনার কথা জানায় স্যামসাং। এই হেডসেটে একই সঙ্গে ভার্চ্যুয়াল রিয়্যালিটি এবং অগমেন্টেড রিয়্যালিটির অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। হেডসেটটি নির্মাণে গুগল ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে স্যামসাং। গত ২০১৫ সালে ভিআর (ভার্চ্যুয়াল রিয়্যালিটি) প্রযুক্তির হেডসেট বাজারে এনেছিল স্যামসাং। তবে গ্রাহকের চাহিদা বিবেচনায় এনে এবার মিক্সড রিয়্যালিটি প্রযুক্তির হেডসেট তৈরি করবে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান টিএম রোহ বলেন, ‘গুগলের সফটওয়্যার ও কোয়ালকমের প্রসেসরের সমন্বয়ে হেডসেটটি তৈরি করা হবে।’ তবে কবে নাগাদ হেডসেটটি বাজারে আসবে এ ব্যাপারে কিছু জানাননি তিনি।
গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিরোশি লকহাইমার বলেন, ‘গুগল দীর্ঘদিন ধরেই এআর ও ভিআর প্রযুক্তিতে বিনিয়োগ করছে। এ প্রযুক্তির জন্য যন্ত্র এবং সফটওয়্যারের উন্নয়ন করা প্রয়োজন হবে। আর এ কারণেই স্যামসাং ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে গুগল।’
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১২ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৩ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৫ ঘণ্টা আগে