Ajker Patrika

দেশের বাজারে রিয়েলমির নতুন গেমিং স্মার্টফোন

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৮: ১০
Thumbnail image

রিয়েলমি দেশের বাজারে লঞ্চ করতে যাচ্ছে গেমিং স্মার্টফোন রিয়েলমি নারজো ৩০। আজ শনিবার সন্ধ্যায় গেমিং স্মার্টফোনটি লঞ্চ হবে। পাশাপাশি, একই সময় রিয়েলমি লঞ্চ করতে যাচ্ছে সুপার প্রিমিয়াম ডিজাইন এবং আলট্রা লাইট রিয়েলমি বুক স্লিম।

ইউনিক ‘ভি রেসিং’ ডিজাইন ব্যাকশেলের ‘নারজো ৩০’ হচ্ছে এই সিরিজের লেটেস্ট স্মার্টফোন। নারজো ৩০-এ রয়েছে পাওয়ারফুল হেলিও জি সিরিজের গেমিং প্রসেসর। পারফরমেন্সের সঙ্গে গতির সমন্বয় ঘটানো হয়েছে এই সেটে। 

এই স্মার্টফোনে আরও রয়েছে ৯০ হার্টজ ফুল এইচডি প্লাস আলট্রা স্মুথ ডিসপ্লে, যা গেমিং এবং স্ক্রলিংকে করে তুলবে খুবই স্মুথ। এই ফোনে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ধারণক্ষমতার ব্যাটারির সঙ্গে আছে ডার্ট চার্জিং সুবিধা, যার মাধ্যমে ব্যবহারকারীরা ডিভাইসটি মাত্র ২৬ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত অনায়াসে চার্জ করতে পারবেন। এতে আরও রয়েছে এআই ট্রিপল ক্যামেরা এবং সুপার নাইটস্কেপ, নাইট ফিল্টার ও আল্ট্রা ম্যাক্রো’র মতো অন্যান্য আরও অনেক আকর্ষণীয় ক্যামেরা ফিচার। 

নিরবচ্ছিন্ন গেমিং অভিজ্ঞতার জন্য একটি ভালো গেমিং ডিভাইস অপরিহার্য। নারজো সিরিজটি সেই অভিজ্ঞতাই দেবে গেমারদেরকে। 

এই ফোনের পাশাপাশি, রিয়েলমি প্রযুক্তি-সচেতন তরুণদের উৎপাদনশীলতা বাড়াতে ‘রিয়েলমি বুক’ লঞ্চ করতে যাচ্ছে। ১৪.৯ মিলিমিটার সুপার স্লিম ডিজাইনের রিয়েলমি বুক-এ আছে ইলেভেন জেনারেশনের ইন্টেল কোর প্রসেসর এবং ২কে ফুল ভিশন ডিসপ্লে। ৬৫ ওয়াট সুপার-ডার্ট চার্জার থাকছে। পাশাপাশি ব্যবহারকারীরা ১১ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ উপভোগ করতে পারবেন এবং ল্যাপটপের ডুয়াল-ফ্যান স্টর্ম কুলিং সিস্টেমের কারণে কোনো সমস্যা ছাড়াই দীর্ঘ সময় এই ডিভাইস ব্যবহার করা যাবে। এই দুটি ডিভাইস ছাড়াও রিয়েলমি বাডস ওয়ারলেস ২ নিও এবং পকেট ব্লুটুথ স্পিকার লঞ্চ করা হবে। 

রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে,৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে। 

ক্যানালিসের তথ্য মতে, ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ডে হয়েছে তরুণ প্রজন্মের প্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত